বাংলার ক্রিকেটারদের দলে নিতে চায় না কলকাতা নাইট রাইডার্স। কিন্তু অন্য দলগুলি শাহবাজ, মুকেশদের দলে নিয়েছে। গোটা মরশুম জুড়ে তারা কেমন পারফরম্যান্স করলেন? এবার তা দেখে নেওয়া যাক।
1/6মহম্মদ শামি (গুজরাট টাইটানস); বাংলা রঞ্জি দল এবং ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ শামি। যদিও তিনি বাংলা দলে খাতায় কলমে রয়েছেন। কিন্তু জাতীয় দলের জন্য সেই ভাবে খেলতে পারেন না। এই বঙ্গ ক্রিকেটার এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে বেগুনি টুপি আপাতত তিনি তাঁর দখলেই রেখেছেন।
2/6শাহবাজ আহমেদ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর): বাংলা দলের আরও এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার শাহবাজ। যিনি গতবারও আরসিবির হয়ে খেলেছেন। এবারও বিরাট কোহলির দলের হয়ে খেলেছেন এই বোলিং অলরাউন্ডার। তবে এবারের আইপিএলে ১০ ম্যাচ খেলে মাত্র ১ উইকেট নিয়েছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৪২ রান। ছবি-এপি
3/6আকাশ দীপ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর): বাংলা দলের আরও এক সদস্য আরসিবি দলে জায়গা করে নিয়েছেন। তিনি আকাশ দীপ। গত ঘরোয়া মরশুমে বাংলাকে ভরসা দিয়েছেন তিনি। তাই আকাশকেও দলে নেয় আরসিবি। তবে এই মরশুমে মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ পান এই বঙ্গ পেসার। আর এই দুই ম্যাচে ৫৯ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ১৭ রান। ছবি- এপি
4/6মুকেশ কুমার (দিল্লি ক্যাপিটালস): গত কয়েক মরশুম ধরে বাংলা দলের পেস অ্যাটাককে নিজে হাতেই সামলাচ্ছেন মুকেশ কুমার। ঘরোয়া মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করায় ভারতীয় এ দলে জায়গা করে নেন তিনি। সেখানেও দুর্দান্ত পারফরম্যান্স করেন মুকেশ। তাই এবার দিল্লি ক্যাপিটালস বাংলার এই ক্রিকেটারকে ভরসা করে দলে নেয়। এই আইপিএলে দিল্লির পারফরম্যান্স একেবারেই ভালো নয়। তবে এই বঙ্গ ক্রিকেটার ১০ ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ৭ রান। ছবি- এপি
5/6অভিষেক পোড়েল (দিল্লি ক্যাপিটালস): গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্ত। তাই তাঁর পরিবর্তে বাংলার উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোড়েলকে মরশুম শুরু হয়ে যাওয়ার পর দলে নেয় দিল্লি। অভিষেক ম্যাচেই ২০ রান করেন। কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে আর পারেননি। মাত্র ৪ ম্যাচে ৩৩ রান করেন পোড়েল। এরপর আর তাঁকে আর কোনও সুযোগ দেয়নি দিল্লি টিম ম্যানেজমেন্ট। ছবি- দিল্লি ক্য়াপিটালস টুইটার
6/6ঋদ্ধিমান সাহা (গুজরাট টাইটানস): বাংলার দলের প্রাক্তন ক্রিকেটার তিনি। কিন্তু বর্তমানে ত্রিপুরা দলের অধিনায়ক ঋদ্ধিমান সাহা। গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করায় এই মরশুমে তাঁকে ধরে রাখে গুজরাট। এএই মরশুমেও ভালো পারফরম্য়ান্স করেছেন পাপালি। ১৫ ম্যাচে করেছেন ২৯৯ রান। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সর্বোচ্চ ৮১ রান করেছেন এই মরশুমে । ছবি-আইপিএল টুইটার