HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RCB vs MI: হার্ষালের হ্যাটট্রিকে দিশেহারা মুম্বই, হারের হ্যাটট্রিক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রোহিতদের

RCB vs MI: হার্ষালের হ্যাটট্রিকে দিশেহারা মুম্বই, হারের হ্যাটট্রিক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রোহিতদের

ব্যাটে-বলে সফল ম্যাক্সওয়েল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। 

হ্যাটট্রিকের উচ্ছ্বাস হার্ষালের। ছবি- আইপিএল।

দুবাইয়ে আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সম্মুখসমরে নামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষমেশ বড় ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরাজিত করে আরসিবি।

26 Sep 2021, 11:40 PM IST

ম্যাচের সেরা ম্যাক্সওয়েল

প্রথমে ব্যাট হাতে ৩৭ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। পরে বল হাতে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে দখল করেন ২টি উইকেট। স্বাভাবিকভাবেই এমন অল-রাউন্ড পারফর্ম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন গ্লেন।

26 Sep 2021, 11:19 PM IST

৫৪ রানে জয়ী আরসিবি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৬ উইকেটে ১৬৫ রানের জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ১৮.১ ওভারে ১১১ রানে অল-আউট হয়ে যায়। মুম্বই ৫৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে। আমিরশাহি লেগের পরপর তিন ম্যাচ ম্যাচে হার ডিফন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের।

26 Sep 2021, 11:18 PM IST

বোল্ড অ্যাডাম, হার্ষাল ছেঁটে দিলেন মুম্বইয়ের লেজ

১৯তম ওভারের প্রথম বলে অ্যাডাম মিলিনকে বোল্ড করে মু্ম্বইয়ের লেজ ছেঁটে দিলেন হার্ষাল প্যাটেল। ম্যাচে হার্ষালের এটি চতুর্থ শিকার। এক বলে কোনও রান না করেই আউট হন মিলিন। ৩ বল খেলে কোনও রান না করেই নট-আউট থাকেন বোল্ট। 

26 Sep 2021, 11:13 PM IST

বুমরাহকে ফেরালেন চাহাল

১৮তম ওভারের তৃতীয় বলে বুমরাহকে বোল্ড করেন যুজবেন্দ্র চাহাল। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন বুমরাহ। মুম্বই ১১১ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট।

26 Sep 2021, 11:10 PM IST

চাহারকে ফিরিয়ে হ্যাটট্রিক হার্ষালের

১৬তম ওভারের তৃতীয় বলে রাহুল চাহারকে এলবিডব্লিউৃর ফাঁদে জড়িয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন হার্ষাল। ১ বলে খেলে খাতা খোলার আগেই ক্রিজ ছাড়তে হয় চাহারকে। মুম্বই ১০৬ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জসপ্রীত বুমরাহ।

26 Sep 2021, 11:09 PM IST

পোলার্ডকে বোল্ড করলেন হার্ষাল

হার্দিককে ফেরানোর ঠিক পরেই বলেই পোলার্ডকে বোল্ড করেন হার্ষাল। ১০ বলে ৭ রান করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা। মু্ম্বই ১০৬ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল চাহার। হ্যাটট্রিকের সামনে হার্ষাল প্যাটেল

26 Sep 2021, 11:06 PM IST

ব্যাট হাতে ব্যর্থ হার্দিক

১৬তম ওভারের শুরুতেই ওয়াইড করেন হার্ষাল। পুনরায় প্রথম বল করতে এসে হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নেন তিনি। ৬ বলে ৩ রান করে কোহলির হাতে ধরা পড়েন হার্দিক। মুম্বই ১০৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অ্যাডাম মিলিন।

26 Sep 2021, 10:53 PM IST

সূর্যকুমারকে ফেরালেন সিরাজ

১৫তম ওভারের প্রথম বলে আউট হলেন সূর্যকুমার যাদব। সিরাজের বলে চাহালের হাতে ধরা পড়েন তিনি। ৯ বলে ৮ রান করে ক্রিজ ছাড়েন যাদব। মুম্বই ৯৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। সাত নম্বরে ব্যাট করতে নামেন হার্দিক। 

26 Sep 2021, 10:48 PM IST

১৪ ওভারে মু্ম্বই ৯৭/৪

১৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৪ উইকেটের বিনিময়ে ৯৭ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৬ ওভারে দলকার ৬৯ রান। সূর্যকুমার ৮ ও পোলার্ড ২ রানে ব্যাট করছেন। ম্যাক্সওয়েল ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২৩ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে।

26 Sep 2021, 10:43 PM IST

ক্রুণালকে ফেরালেন ম্যাক্সওয়েল

১৪তম ওভারের প্রথম বলে ক্রুণাল পান্ডিয়াকে বোল্ড করলেন ম্যাক্সওয়েল। ১১ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন ক্রুণাল। মুম্বই ৯৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কায়রন পোলার্ড।

26 Sep 2021, 10:30 PM IST

ফের ব্যর্থ ইশান

চলতি আইপিএলে খারাপ ফর্ম জারি ইশান কিষাণের। আরসিবির বিরুদ্ধে ৯ রান করে আউট হলেন তিনি। ১২ বলে ইনিংসে ১টি চার মারেন ইশান। তাঁর উইকেট তুলে নেন চাহাল। ক্যাচ ধরেন হার্ষাল প্যাটেল। ম্যাচে যুজবেন্দ্রর এটি দ্বিতীয় শিকার। মুম্বই ৮১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রুণাল পান্ডিয়া।

26 Sep 2021, 10:25 PM IST

রোহিতকে ফেরালেন ম্যাক্সওয়েল

দশম ওভারের শেষ বলে গ্লেন ম্যাক্সওয়েল তুলে নেন রোহিত শর্মার উইকেট। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৩ রান করে পাডিক্কালের হাতে ধরা পড়েন হিটম্যান। মুম্বই ৭৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার।

26 Sep 2021, 10:10 PM IST

ডি'কককে ফেরালেন চাহাল

কুইন্টন ডি'কককে ফিরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি ভাঙলেন যুজবেন্দ্র চাহাল। সপ্তম ওভারের চতুর্থ বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন কুইন্টন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৪ রান করে ক্রিজ ছাড়েন ডি'কক। মুম্বই দলগত ৫৭ রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইশান কিষাণ।

26 Sep 2021, 10:03 PM IST

পাওয়ার প্লে'র ৬ ওভারে মুম্বই ৫৬/০

পাওয়ার প্লে'র ৬ ওভারে মুম্বই কোনও উইকেট না হারিয়ে ৫৬ রান তুলেছে। রোহিত ১৭ বলে ২৯ রান করেছেন। ২০ বলে ২৪ রান করেছেন ডি'কক।

26 Sep 2021, 09:57 PM IST

৫ ওভারে মুম্বই ৫১/০

৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স কোনও উইকেট না হারিয়ে ৫১ রান তুলেছে। রোহিত ১৪ বলে ২৬ রান করেছেন। ১৭ বলে ২৩ রান করেছেন ডি'কক।

26 Sep 2021, 09:48 PM IST

জেমিসনকে পরপর ৩টি বাউন্ডারি রোহিতের

তৃতীয় ওভারের শেষ ৩ বলে জেমিসনকে পরপর তিনটি বাউন্ডারি মারেন রোহিত শর্মা। ৩ ওভার শেষে মুম্বই বিনা উইকেটে ২৭ রান তুলেছে। রোহিত ১৮ ও ডি'কক ৮ রানে ব্যাট করছেন।

26 Sep 2021, 09:40 PM IST

মুম্বইয়ের রান তাড়া করা শুরু

মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও কুইন্টন ডি'কক। আরসিবির হয়ে নতুন বলে বোলিং শুরু করেন কাইল জেমিসন। 

26 Sep 2021, 09:17 PM IST

আরসিবি ২০ ওভারে ১৬৫/৬

শেষ ওভারে মাত্র ৩ রান ওঠে। শেষ ২ ওভারে ওঠে সাকুল্যে ৯ রান। আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে। জয়ের জন্য মুম্বইয়ের দরকার ১৬৬ রান। ক্রিশ্চিয়ান ৩ বলে ১ রান করে অপরাজিত থাকেন। জেমিসন ২ বলে ২ রান করে নট-আউট থাকেন।

26 Sep 2021, 09:15 PM IST

শাহবাজকে ফেরালেন বোল্ট

শেষ ওভারের দ্বিতীয় বলে শাহবাজ আহমেদকে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। ৩ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন শাহবাজ। আরসিবি ১৬২ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাইল জেমিসন।

26 Sep 2021, 09:10 PM IST

ডি'ভিলিয়র্সও শিকার জসপ্রীতের

ম্যাক্সওয়েলকে ফেরানোর ঠিক পরের বলেই ডি'ভিলিয়র্সের উইকেট তুলে নেন বুমরাহ। পরপর ২ বলে দুই মহাতরাকর উইকেট তুলে নেন জসপ্রীত। ম্যাচে এটি তাঁর তৃতীয় শিকার। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১১ রান করে ডি'ককের দস্তানায় ধরা পড়েন এবিডি। ব্যাঙ্গালোর ১৬১ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহবাজ আহমেদ। তিনি হ্যাটট্রিক করতে দেননি বুমরাহকে। ১৯ ওভার শেষে ব্যাঙ্গালোর ১৬২/৫।

26 Sep 2021, 09:09 PM IST

ম্যাক্সওেল ঝড় থামালেন বুমরাহ

১৯তম ওভারের তৃতীয় বলে বুমরাহ তুলে নেন ম্যাক্সওয়েলের উইকেট। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৬ রান করে বোল্টের হাতে ধরা পড়েন গ্লেন। ব্যাঙ্গালোর ১৬১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ড্যান ক্রিশ্চিয়া

26 Sep 2021, 09:03 PM IST

হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন ম্যাক্সওয়েল

৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই সঙ্গে ১৮তম ওভারে দলগত ১৫০ রান টপকে যায় ব্যাঙ্গালোর। ১৮ ওভার শেষে আরসিবি ১৫৬/৩। ম্যাক্সওয়েল ৫২ ও এবিডি ১১ রানে ব্যাট করছেন।

26 Sep 2021, 08:51 PM IST

আউট হলেন কোহলি

১৬তম ওভারের পঞ্চম বলে কোহলির উইকেট তুলে নিলেন অ্যাডাম মিলিন। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৫১ রান করে পরিবর্ত ফিল্ডার অনুকূলের হাতে ধরা পড়েন আরসিবি দলনায়ক। ব্যাঙ্গালোর ১২৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এবি ডি'ভিলিয়র্স।

26 Sep 2021, 08:46 PM IST

১৫ ওভারে ব্যাঙ্গালোর ১১৯/২

১৫ ওভার শেষে রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলেছে। ম্যাক্সওয়েল ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৮ রান করে অপরাজিত রয়েছেন। বিরাট কোহলি ব্যাট করছেন ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫০ রান করে।

26 Sep 2021, 08:43 PM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৩ রান করেছিলেন আরসিবি দলনায়ক।

26 Sep 2021, 08:19 PM IST

১০ ওভারে আরসিবি ৮২/২

১০ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২ উইকেটের বিনিময়ে ৮২ রান তুলেছে। কোহলি ৪২ রানে অপরাজিত রয়েছেন। ২ রানে ব্যাট করছেন ম্যাক্সওয়েল।

26 Sep 2021, 08:16 PM IST

ভরতকে ফেরালেন রাহুল চাহার

ঘটনাবহুল নবম ওভার। দ্বিতীয় বলে রাহুল চাহারকে বাউন্ডারি মারেন কোহলি। তৃতীয় বলে কোহলির ক্যাচ ছাড়েন হার্দিক। চতুর্থ বলে ছক্কা হাঁকান ভরত। পঞ্চম বলে সূর্যকুমারের হাতে ধরা পড়েন তিনি। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩২ রান করে আউট হন ভরত। আরসিবি ৭৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

26 Sep 2021, 08:02 PM IST

পাওয়ার প্লে'র ৬ ওভারে ব্যাঙ্গালোর ৪৮/১

পাওয়ার প্লে'র ৬ ওভারে ব্যাঙ্গালোর ১ উইকেট হারিয়ে ৪৮ রান তুলেছে। কোহলি ২০ বলে ৩১ রানে অপরাজিত রয়েছেন। কেএস ভরত ১২ বলে ১৩ রান করে ব্যাট করছেন।

26 Sep 2021, 07:52 PM IST

ছক্কা হাঁকিয়ে মাইলস্টোন কোহলির

চতুর্থ ওভারে বুমরাহর তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে টি-২০ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন বিরাট কোহলি। তার আগের বলেই তিনি চার মারেন। বুমরাহর ওভারে মোট ১৬ রান ওঠে। আরসিবি ৪ ওভারে ৩১/১।

26 Sep 2021, 07:42 PM IST

পাডিক্কাল আউট

গত ম্যাচে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলা দেবদূত পাডিক্কালকে তাডাতাড়ি ফিরিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ডি'ককের দস্তানায় ধরা পড়েন পাডিক্কাল। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। আরসিবি দলগত ৭ রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেএস ভরত। ২ ওভার শেষে ব্যাঙ্গালোর ১০/১।

26 Sep 2021, 07:33 PM IST

ম্যাচ শুরু

আরসিবির হয়ে ওপেন করতে নামেন ক্যাপ্টেন বিরাট কোহলি। অপর ওপেনার দেবদূত পাডিক্কাল। মুম্বইয়ের হয়ে প্রথম ওভারে বল করতে আসেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান কোহলি। আসলে রাহুল চাহারের সামনে সুযোগ ছিল ক্যাচ ধরার। তবে তিনি বল তালুবন্দি করতে পারেননি। ফলে ছয় রান যোগ হয় আরসিবি তথা কোহলির খাতায়। প্রথম ওভারে ৭ রান ওঠে।

26 Sep 2021, 07:24 PM IST

আরসিবির প্রথম একাদশ

আরসিবি চার বিদেশির কোটায় মাঠে নামায় ম্যাক্সওয়েল, ডি'ভিলিয়র্স, জেমিসন ও ক্রিশ্চিয়ানকে।

প্রথম একাদশ: বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদবত পাডিক্কাল, কেএস ভরত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়র্স, শাহবাজ আহমেদ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

26 Sep 2021, 07:19 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

মুম্বই যথারীতি চার বিদেশির কোটায় ডি'কক, পোলার্ড, মিলিন ও বোল্টকে মাঠে নামায়।

প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, অ্যাডাম মিলিন, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

26 Sep 2021, 07:16 PM IST

সুযোগ পেলেন বাংলার শাহবাজ

ফের আইপিএলে মাঠে নামার সুযোগ পেলেন বাংলার শাহবাজ আহমেদ। মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শাহবাজের উপর আস্থা রাখেন কোহলি। আরসিবি তাদের প্রথম একাদশে তিনটি রদবদল করে। শাহবাজ ছাড়া দলে ফেরেন কাইল জেমিসন ও ড্যান ক্রিশ্চিয়ান। বাদ পড়লেন সাইনি, টিম ডেভিড ও হাসারাঙ্গা।

26 Sep 2021, 07:06 PM IST

দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া

জাহির খানের ইঙ্গিত সত্যি প্রমাণিত হল। ফিটনেস নিয়ে সমস্যা থাকায় আমিরশাহি লেগের প্রথম দু'টি ম্যাচে মাঠে নামেননি হার্দিক পান্ডিয়া। তবে জাহির খান ইঙ্গিত দিয়েছিলেন যে, আরবিসি ম্যাচেই দলে ফিরতে পারেন পান্ডিয়া। অবশেষে কোহলিদের বিরুদ্ধে মাঠে ফিরলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অল-রাউন্ডার। হার্দিককে জায়গা ছেড়ে দেন সৌরভ তিওয়ারি।

26 Sep 2021, 07:06 PM IST

টস জিতল মুম্বই

দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরে বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আইপিএল ম্যাচে টস জিতল মুম্বই। টস জিতে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান আরসিবিকে। সুতরাং, টস হেরে শুরুতে ব্যাটিং কোহলিদের।

Latest News

কলকাতায় মাথাপিছু ১৫০ লিটার থেকে জলের চাহিদা বেড়ে ৪৫০! সঙ্গে নামছে গঙ্গার জলস্তর ইনিংসে সর্বাধিক ছক্কা, সব থেকে কম রানে জয়, SRH vs RR ম্যাচের ৩টি বড় রেকর্ড ‘‌ও থাকলে হয়তো আরও ভাল ফল করতাম’‌, যাদবপুর কাণ্ডে হারানো দাদার স্মৃতি আঁকড়ে ভাই তৃণমূল কংগ্রেসের মিছিলে স্কুল পড়ুয়ারা!‌ অভিযোগ উঠতেই জয়নগরে তুমুল রাজনৈতিক তরজা হাসপাতালে ভর্তি ভারতী, কী হয়েছে কমেডি কুইনের? কেন ৩ মে পালিত হয় বিশ্ব প্রেস ফ্রিডম ডে, জানুন সেই ইতিহাস বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার! রজনীকান্তের জীবন এবার বড়পর্দায় তুলে ধরবেন সাজিদ ঢুকছে সাগরের বাতাস, তাপপ্রবাহ উধাও হয়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! কবে? জানাল IMD রোজ জ্যামে দাঁড়িয়ে আছেন? সেই কারণেই বাড়ছে হার্ট অ্যাটাক আর ডায়াবিটিস কিছুক্ষণ পরেই হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট, দেখুন এক ক্লিকেই

Latest IPL News

ইনিংসে সর্বাধিক ছক্কা, সব থেকে কম রানে জয়, SRH vs RR ম্যাচের ৩টি বড় রেকর্ড IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল T20 WC 2024: কে হবে বুমরাহর পেস পার্টনার? হার্দিকের ভূমিকা নিয়ে মুখ খুললেন রোহিত দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল IPL ও বিশ্বকাপ এক নয়, আর সেজন্য বিরাটকে দরকার! রোহিতের হাসির মধ্যেই বললেন আগরকর বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল KKR-এর জন্য বড় ধাক্কা! দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.