বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs DC: সঞ্জুর লড়াই ব্যর্থ করে হারল রাজস্থান, জিতে IPL টেবলের শীর্ষে দিল্লি
ফের জয় পেল দিল্লি। ছবি: পিটিআই

RR vs DC: সঞ্জুর লড়াই ব্যর্থ করে হারল রাজস্থান, জিতে IPL টেবলের শীর্ষে দিল্লি

রাজস্থান রয়্যালসকে হারিয়ে ধোনি বাহিনীকে টপকে ফের শীর্ষস্থানের দখল নিল দিল্লি ক্যাপিটালস। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। ধোনির চেন্নাই সুপার কিংসের আবার ৯ ম্যাচে ১৪ পয়েন্ট। স্বাভাবিক ভাবে ৩৩ রানে রাজস্থানকে হারিয়ে স্বস্তি ফিরল দিল্লি শিবিরে।

আরও একটি জয় দিল্লির। প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলল ঋষভ পন্তের দল। কারণ পরিসংখ্যান বলছে, আইপিএলের ইতিহাসে ১৬ পয়েন্ট নিয়ে কোনও দল প্লে অফে ওঠেনি, এমন উদাহরণ নেই। মূলত দিল্লি বোলারদের দাপটেই শনিবার ম্য়াচ হাত থেকে বের হয়ে যায় রাজস্থানের। নরকিয়া, অশ্বিনদের দাপটেই খড়কুটোর মতো গুড়িয়ে গেল রাজস্থান।

25 Sep 2021, 07:26:15 PM IST

জিতল দিল্লি

রাজস্থান রয়্যালস টিমে ব্যতিক্রম একমাত্র সঞ্জু স্যামসন। তিনি একাই ব্যাট হাতে লড়াই চালালেন। বাকি ব্যাটসম্যানরা তো এলেন আর গেলেন। ৫৩ বলে দুরন্ত ৭০ রানের একটি ইনিংস খেলেছেন রাজস্থান অধিনায়ক। কিন্তু বাকি ব্যাটসম্যানদের রান কুড়িই টপকাতে পারল না। ১৯ করেছেন মহিপাল। বাকিদের কারও রান দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি। যার খেসারত ম্যাচ হেরে দিতে হল রাজস্থানকে। দিল্লির ১৫৪ রানের জবাব দিতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান করে রাজস্থান। ৩৩ রানে তারা ম্যাচটি হারে। ২ উইকেট নিয়েছেন নরকিয়া। আবেশ, অশ্বিন, রাবাডা, অক্ষর একটি করে উইকেট নিয়েছেন।

25 Sep 2021, 07:10:13 PM IST

দিল্লির পকেটে ম্যাচ

শেষ ৬ বলে চাই ৪৫ রান। এই রান করা সম্ভবই নয়। ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান রাজস্থানের।

25 Sep 2021, 07:01:45 PM IST

রাহুল তেওটিয়া আউট

জেতাটা এমনিতেই কার্যত অসম্ভব। তার উপর আবার রাহুল তেওটিয়াকে ফেরালেন নরকিয়া। ৯৯ রানে ছয় উইকেট হারাল রাজস্থান।

25 Sep 2021, 06:58:48 PM IST

রাজস্থানের ইনিংস ১৭ ওভার: ৯৯/৫

হারের অপেক্ষা। ১৮ বলে ৫৬ রান করে রাজস্থানের পক্ষে খুবই কঠিন। কার্যত অসম্ভব। ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ৯৯। ৫২ করে অপরাজিত রয়েছেন সঞ্জু।

25 Sep 2021, 06:47:37 PM IST

রাজস্থানের ইনিংস ১৫ ওভার: ৮২/৫

রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন ছাড়া সে ভাবে কেউ উইকেটে টিকতে পারেনি। ৩৪ বলে ৪১ রান করে একাই লড়াই চালাচ্ছেন সঞ্জু। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন রাহুল তেওটিয়া। রাবাডার এই ওভারে ১৪ রান নিয়েছে রাজস্থান। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে রাজস্থানের ৮২ রান। জিততে হলে ৩০ বলে ৭৩ রান করতে হবে রাজস্থানকে।

25 Sep 2021, 06:32:35 PM IST

রিয়ান পরাগ আউট

যে খড়কুটোর মতোই ভেঙে পড়ছে রাজস্থানের ইনিংস। রিয়ান পরাগকে (২ রান) বোল্ড করলেন অক্ষর প্যাটেল। ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান রাজস্থানের।

25 Sep 2021, 06:27:10 PM IST

মহিপাল আউট

আরও একটি উইকেট পড়ল রাজস্থানের? আদৌ এই ম্যাচ বের করতে পারবে রাজস্থান? ২৪ বলে ১৯ রান করে রাবাজার বলে আউট হলেন মহিপাল। ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছে রাজস্থানের।

25 Sep 2021, 06:24:13 PM IST

রাজস্থানের ইনিংস ১০ ওভার: ৪৮/৩

১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৮ রান করেছে রাজস্থান। পারবে কি ১৫৫ রানের লক্ষ্যে পৌঁছতে ? ক্রিজে রয়েছেন মহিপাল (১৯) এবং সঞ্জু (১৫)।

25 Sep 2021, 06:11:55 PM IST

রাজস্থানের ইনিংস ৭ ওভার: ২৮/৩

সঞ্জু ১৪ বলে ১০ করেছেন। মহিপাল ৫ করেছেন। ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান রাজস্থানের।

25 Sep 2021, 06:05:48 PM IST

মিলার আউট

রবিচন্দ্রন অশ্বিন তাঁর প্রথম ওভারেই ফেরালেন ডেভিড মিলারকে (১০ বলে ৭ রান)। পাঁচ নম্বর ওভারে দিলেন মাত্র ২ রান। ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে রাজস্থান। তাদের সংগ্রহ মাত্র ১৯ রান।

25 Sep 2021, 06:03:15 PM IST

রাজস্থানের ইনিংস ৪ ওভার: ১৭/২

রানের গতি খুবই ধীর রাজস্থানের। ৪ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান করেছে রাজস্থান।

25 Sep 2021, 05:54:46 PM IST

রাজস্থানের ইনিংস ৩ ওভার: ১৫/২

সঞ্জু, মিলার কি পারবে সঙ্কট কাটাতে? ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫ রান রাজস্থানের।

25 Sep 2021, 05:49:16 PM IST

রাজস্থানের ইনিংস২ ওভার: ১১/২

ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল রাজস্থান। নিঃসন্দেহে তাদের লড়াইটা অনেক বেশি কঠিন হয়ে গেল। ২ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের রান ১১। ক্রিজে রয়েছেন ডেভিড মিলার এবং সঞ্জু স্যামসন।

25 Sep 2021, 05:46:42 PM IST

জয়সওয়াল আউট

দ্বিতীয় ওভারের প্রথম বলেই যশস্বী জয়সওয়ালকে ফেরালেন নরকিয়া। একই ভাবে ব্যাটে খোঁচা লেগে পন্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন যশস্বী। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল রাজস্থান।

25 Sep 2021, 05:45:04 PM IST

প্রথম ওভারেই লিভিংস্টোন আউট

প্রথম ওভারের শেষ বলে আবেশ খান ফেরালেন লিভিংস্টোনকে। উইকেটের পিছনে ক্যাচ ধরেন পন্ত। ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৬ রান করেছে রাজস্থান।

25 Sep 2021, 05:42:51 PM IST

রাজস্থানের ইনিংস শুরু

জয়সওয়াল আর লিভিংস্টোন ওপেন করতে নেমেছেন।

25 Sep 2021, 05:28:53 PM IST

১৫৪ করল দিল্লি ক্যাপিটালস

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করল দিল্লি ক্যাপিটালস। ১৫৫ রানের লক্ষ্যটা কিন্তু খুব কঠিন নয়। সঞ্জুরা কি পারবে সেই লক্ষ্যে পৌঁছতে। ৩২ বলে ৪৩ রান করেন শ্রেয়স আইয়ার। এটাই দিল্লির ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান। ১৬ বলে ২৮ করেছেন হেটমায়ার। এই রানটা না হলে হয়তো আরও সমস্যায় পড়তে হত দিল্লিকে। ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর এবং শাকারিয়া।

25 Sep 2021, 05:14:01 PM IST

অক্ষর আউট

সাজঘরে ১২ রান করে সাজঘরে ফিরলেন অক্ষর প্যাটেল। শাকারিয়ার বলে মিলার ক্যাচ ধরেন। এই ওভারের প্রথম বলে ৬ মেরেছিলেন অক্ষর। তাঁর পরিবর্তে নেমেছেন অশ্বিন।

25 Sep 2021, 05:10:32 PM IST

দিল্লির ইনিংস ১৮ ওভার : ১৩৫/৫

হেটমায়ারের ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসটা কিছুটা হলেও দিল্লিকে ভরসা জুগিয়েছে। সে কারণেই ৫ উইকেট হারালেও ১৮ ওভারে ১৩৫ রান করে ফেলেছে দিল্লি। ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল (৬) এবং ললিত যাদব (১০)।

25 Sep 2021, 05:01:05 PM IST

হেটমায়ার আউট

১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলেন হেটমায়ার। মুস্তাফিজুরের বলে ক্যাচ ধরেন শাকারিয়া। ১২১ রানে ৫ উইকেট হারাল দিল্লি।

25 Sep 2021, 04:51:58 PM IST

১০০ করে ফেলল দিল্লি

শুরুতে শিখর এবং পৃথ্বীকে পরপর হারিয়ে চাপে পড়েছিল দিল্লি। তার পরে এখন পরপর পন্ত এবং শ্রেয়সের উইকেট হারায় তারা। চার উইকেট হারানোর চাপ কাটিয়ে ১০০ করে ফেলল দিল্লি। চেতন শাকারিয়ার ওভারে মোট ১২ রান নেয় দিল্লি। হেটমায়ার নিজেই দু'টো চারের সাহায্যে ১১ রান করেন। হেটমায়ারের সঙ্গে ক্রিজে রয়েছেন ললিত যাদব। ১৫ ওভারে ৪ উইকেটে ১০৪ রান পন্তের দলের।

25 Sep 2021, 04:42:02 PM IST

শ্রেয়স আউট

দলের কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন শ্রেয়স। কিন্তু তেওটিয়ার বলে স্ট্যাম্প করেন সঞ্জু। ৩২ বলে ৪৩ করেছেন শ্রেয়স।

25 Sep 2021, 04:34:28 PM IST

দিল্লির ইনিংস ১২ ওভার : ৮৩/৩

২৬ বলে ৩৯ করে অপরাজিত রয়েছেন শ্রেয়স। পন্তের জায়গায় নেমেছেন হেটমায়ার। ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান দিল্লির।

25 Sep 2021, 04:32:28 PM IST

পন্ত আউট

মুস্তাফিজুর বোল্ড করেন ঋষভ পন্তকে। অধিনায়কের উইকেট পড়ে যাওয়ায় চাপটা আরও বাড়ল দিল্লির। ২৪ বলে ২৪ রান করে আউট হন পন্ত। 

25 Sep 2021, 04:22:50 PM IST

দিল্লির ইনিংস ১০ ওভার : ৬৬/২

পন্ত এবং শ্রেয়স যে রানের গতি যে অসাধারণ ভাবে বাড়িয়ে দিয়েছে তা নয়, ধীরে ধীরেই এগোচ্ছে তারা। তবে রানের গতি যদি না বাড়ায় এখন, তা হলে কিন্তু সমস্যা হবে। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান দিল্লির।

25 Sep 2021, 04:12:45 PM IST

দিল্লির ইনিংস ৮ ওভার : ৪৭/২

শুরুতেই দুই উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্ত অপরাজিত রয়েছেন ১৩ বলে ১২ রান। শ্রেয়স আইয়ারের সংগ্রহ ১৫ বলে ১৫ রান। ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান দিল্লির।

25 Sep 2021, 04:03:37 PM IST

দিল্লির ইনিংস ৬ ওভার : ৩৬/২

কার্তিক ত্যাগির এই ওভারে ১১ রান নিয়েছে দিল্লি। ঋষভ পন্ত করেছেন ৭ বলে ৭ রান। শ্রেয়স আইয়ারের সংগ্রহ ৯ বলে ৯ রান। ৬ ওভারে ২ উইকেটে ৩৬ রান দিল্লির।

25 Sep 2021, 04:00:38 PM IST

দিল্লির ইনিংস ৫ ওভার : ২৫/২

২ উইকেট হারিয়ে বসে রয়েছে দিল্লি। ৫ ওভারে ২৫ রান দিল্লির। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার।

25 Sep 2021, 03:55:27 PM IST

পৃথ্বী আউট

এ দিন শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন না দিল্লির দুই ওপেনার। শুরু থেকে সে ভাবে রানও করতে পারেননি। শিখর আউট হওয়ার পর পৃথ্বীও প্যাভিলিয়নে ফিরে গেলেন। ১০ রান করে শাকারিয়ার বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পৃথ্বী।

25 Sep 2021, 03:52:05 PM IST

দিল্লির ইনিংস ৪ ওভার : ২১/১

শিখরের আউটটা বড় ধাক্কা দিল্লির কাছে। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২১ রান করেছে দিল্লি।

25 Sep 2021, 03:48:03 PM IST

শিখর ধাওয়ান আউট

চতুর্থ ওভারের শুরুতেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। কার্তিক ত্যাগির বলে বোল্ড হলেন শিখর (৮ রান)।

25 Sep 2021, 03:45:48 PM IST

দিল্লির ইনিংস ৩ ওভার : ১৮/০

১০ রান করে অপরাজিত রয়েছেন পৃথ্বী। ৮ রান করেছেন শিখর। ৩ ওভারে ১৮ রান দিল্লির।

25 Sep 2021, 03:42:08 PM IST

দিল্লির ইনিংস ২ ওভার : ১১/০

মাহিপালের এই ওভারে ১টি চার হলেও মোট ৫ রান দিয়েছেন। ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১ রান দিল্লির।

25 Sep 2021, 03:36:40 PM IST

দিল্লির ইনিংস১ ওভার : ৬/০

প্রথম ওভারে মুস্তাফিজুর ৬ রান দিলেন। ক্রিজে রয়েছেেন পৃথ্বী শ' (৪) এবং শিখর ধাওয়ান (২)।

25 Sep 2021, 03:31:30 PM IST

খেলা শুরু

দিল্লির হয়ে ওপেন করতে নেমেছেন পৃথ্বী শ' এবং শিখর ধাওয়ান।

25 Sep 2021, 03:20:31 PM IST

রাজস্থান এবং দিল্লির প্রথম একাদশ

রাজস্থানের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (কিপার এবং অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, মাহিপাল লোমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওটিয়া, কার্তিক ত্যাগি, চেতন শাকারিয়া, মুস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি।দিল্লির প্রথম একাদশ: পৃথ্বী শ', শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (কিপার এবং অধিনায়ক), সিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান।

25 Sep 2021, 03:13:43 PM IST

দিল্লি ক্যাপিটালসে একটি পরিবর্তন

মার্কাস স্টোইনিসকে খেলানো হচ্ছে না। দলে ঢুকেছেন ললিত যাদব।

25 Sep 2021, 03:11:23 PM IST

রাজস্থান রয়্যালস দলে দু'টি পরিবর্তন

ইভিন লিউস এবং ক্রিস মরিসের পরিবর্তে ডেভিজ মিলার এবং তাবরেজ শামসি খেলবে।

25 Sep 2021, 03:06:58 PM IST

টসে জিতল রাজস্থান

টসে জিতলেন সঞ্জু স্যামসন। দিল্লিকে ব্যাট করতে পাঠালেন তিনি। 

25 Sep 2021, 02:55:01 PM IST

রোচ আর গরম রয়েছে আবুধাবিতে

25 Sep 2021, 02:55:01 PM IST

আবুধাবির আবহাওয়া কেমন, আপডেট দিল রাজস্থান রয়্যালস

25 Sep 2021, 02:55:02 PM IST

মহারণের অপেক্ষা

25 Sep 2021, 02:55:02 PM IST

মুখোমুখি যুযুধান দুই পক্ষ

লড়াই কিন্তু শেয়ানে শেয়ানে হবে। রাজস্থান রয়্যালস ভাল ছন্দে রয়েছে। দিল্লি ক্যাপিটালস আবার শীর্ষস্থান ফিরে পেতে মরিয়া। এই ম্যাচের উপর আইলিগ তালিকার বড় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শাহজাহানের ডেরায় পুলিশের রিভলভার, বিদেশি অস্ত্রও! TMC-কে জঙ্গিগোষ্ঠী ঘোষণার দাবি IPL 2024: ২৫০-এর উপর রান করে RCB-এর নজির স্পর্শ করল KKR,এক ধাপ উপরে থেকে গেল SRH স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর কালাষ্টমীতে ঘটতে চলেছে আশ্চর্যজনক সংযোগ, কাল ভৈরবের আরাধনা দেবে কাঙ্ক্ষিত ফল খবর পাক্কা! শান্তনুর সঙ্গে প্রেম ভেঙেছে কমল হাসান কন্যা শ্রুতির স্ত্রীর গয়নাতে স্বামীর অধিকার কতটা? বিবাহিতরা জেনে নিন সুপ্রিম নির্দেশ ৪ দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’র ‘সোধি’ গুরুচরণ সিং, দায়ের অভিযোগ শাহজাহানের অস্ত্রভাণ্ডার লুকাতেই কি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন কানাডায় ফ্রিতে খাবার নেয়, সোশ্যাল মিডিয়ায় কোণঠাসা ভারতীয় যুবক, মুখ খুললেন HT-তে

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.