আরও একটি জয় দিল্লির। প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলল ঋষভ পন্তের দল। কারণ পরিসংখ্যান বলছে, আইপিএলের ইতিহাসে ১৬ পয়েন্ট নিয়ে কোনও দল প্লে অফে ওঠেনি, এমন উদাহরণ নেই। মূলত দিল্লি বোলারদের দাপটেই শনিবার ম্য়াচ হাত থেকে বের হয়ে যায় রাজস্থানের। নরকিয়া, অশ্বিনদের দাপটেই খড়কুটোর মতো গুড়িয়ে গেল রাজস্থান।
জিতল দিল্লি
রাজস্থান রয়্যালস টিমে ব্যতিক্রম একমাত্র সঞ্জু স্যামসন। তিনি একাই ব্যাট হাতে লড়াই চালালেন। বাকি ব্যাটসম্যানরা তো এলেন আর গেলেন। ৫৩ বলে দুরন্ত ৭০ রানের একটি ইনিংস খেলেছেন রাজস্থান অধিনায়ক। কিন্তু বাকি ব্যাটসম্যানদের রান কুড়িই টপকাতে পারল না। ১৯ করেছেন মহিপাল। বাকিদের কারও রান দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি। যার খেসারত ম্যাচ হেরে দিতে হল রাজস্থানকে। দিল্লির ১৫৪ রানের জবাব দিতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান করে রাজস্থান। ৩৩ রানে তারা ম্যাচটি হারে। ২ উইকেট নিয়েছেন নরকিয়া। আবেশ, অশ্বিন, রাবাডা, অক্ষর একটি করে উইকেট নিয়েছেন।
দিল্লির পকেটে ম্যাচ
শেষ ৬ বলে চাই ৪৫ রান। এই রান করা সম্ভবই নয়। ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান রাজস্থানের।
রাহুল তেওটিয়া আউট
জেতাটা এমনিতেই কার্যত অসম্ভব। তার উপর আবার রাহুল তেওটিয়াকে ফেরালেন নরকিয়া। ৯৯ রানে ছয় উইকেট হারাল রাজস্থান।
রাজস্থানের ইনিংস ১৭ ওভার: ৯৯/৫
হারের অপেক্ষা। ১৮ বলে ৫৬ রান করে রাজস্থানের পক্ষে খুবই কঠিন। কার্যত অসম্ভব। ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ৯৯। ৫২ করে অপরাজিত রয়েছেন সঞ্জু।
রাজস্থানের ইনিংস ১৫ ওভার: ৮২/৫
রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন ছাড়া সে ভাবে কেউ উইকেটে টিকতে পারেনি। ৩৪ বলে ৪১ রান করে একাই লড়াই চালাচ্ছেন সঞ্জু। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন রাহুল তেওটিয়া। রাবাডার এই ওভারে ১৪ রান নিয়েছে রাজস্থান। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে রাজস্থানের ৮২ রান। জিততে হলে ৩০ বলে ৭৩ রান করতে হবে রাজস্থানকে।
রিয়ান পরাগ আউট
যে খড়কুটোর মতোই ভেঙে পড়ছে রাজস্থানের ইনিংস। রিয়ান পরাগকে (২ রান) বোল্ড করলেন অক্ষর প্যাটেল। ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান রাজস্থানের।
মহিপাল আউট
আরও একটি উইকেট পড়ল রাজস্থানের? আদৌ এই ম্যাচ বের করতে পারবে রাজস্থান? ২৪ বলে ১৯ রান করে রাবাজার বলে আউট হলেন মহিপাল। ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছে রাজস্থানের।
রাজস্থানের ইনিংস ১০ ওভার: ৪৮/৩
১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৮ রান করেছে রাজস্থান। পারবে কি ১৫৫ রানের লক্ষ্যে পৌঁছতে ? ক্রিজে রয়েছেন মহিপাল (১৯) এবং সঞ্জু (১৫)।
রাজস্থানের ইনিংস ৭ ওভার: ২৮/৩
সঞ্জু ১৪ বলে ১০ করেছেন। মহিপাল ৫ করেছেন। ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান রাজস্থানের।
মিলার আউট
রবিচন্দ্রন অশ্বিন তাঁর প্রথম ওভারেই ফেরালেন ডেভিড মিলারকে (১০ বলে ৭ রান)। পাঁচ নম্বর ওভারে দিলেন মাত্র ২ রান। ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে রাজস্থান। তাদের সংগ্রহ মাত্র ১৯ রান।
রাজস্থানের ইনিংস ৪ ওভার: ১৭/২
রানের গতি খুবই ধীর রাজস্থানের। ৪ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান করেছে রাজস্থান।
রাজস্থানের ইনিংস ৩ ওভার: ১৫/২
সঞ্জু, মিলার কি পারবে সঙ্কট কাটাতে? ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫ রান রাজস্থানের।
রাজস্থানের ইনিংস২ ওভার: ১১/২
ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল রাজস্থান। নিঃসন্দেহে তাদের লড়াইটা অনেক বেশি কঠিন হয়ে গেল। ২ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের রান ১১। ক্রিজে রয়েছেন ডেভিড মিলার এবং সঞ্জু স্যামসন।
জয়সওয়াল আউট
দ্বিতীয় ওভারের প্রথম বলেই যশস্বী জয়সওয়ালকে ফেরালেন নরকিয়া। একই ভাবে ব্যাটে খোঁচা লেগে পন্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন যশস্বী। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল রাজস্থান।
প্রথম ওভারেই লিভিংস্টোন আউট
প্রথম ওভারের শেষ বলে আবেশ খান ফেরালেন লিভিংস্টোনকে। উইকেটের পিছনে ক্যাচ ধরেন পন্ত। ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৬ রান করেছে রাজস্থান।
রাজস্থানের ইনিংস শুরু
জয়সওয়াল আর লিভিংস্টোন ওপেন করতে নেমেছেন।
১৫৪ করল দিল্লি ক্যাপিটালস
২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করল দিল্লি ক্যাপিটালস। ১৫৫ রানের লক্ষ্যটা কিন্তু খুব কঠিন নয়। সঞ্জুরা কি পারবে সেই লক্ষ্যে পৌঁছতে। ৩২ বলে ৪৩ রান করেন শ্রেয়স আইয়ার। এটাই দিল্লির ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান। ১৬ বলে ২৮ করেছেন হেটমায়ার। এই রানটা না হলে হয়তো আরও সমস্যায় পড়তে হত দিল্লিকে। ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর এবং শাকারিয়া।
অক্ষর আউট
সাজঘরে ১২ রান করে সাজঘরে ফিরলেন অক্ষর প্যাটেল। শাকারিয়ার বলে মিলার ক্যাচ ধরেন। এই ওভারের প্রথম বলে ৬ মেরেছিলেন অক্ষর। তাঁর পরিবর্তে নেমেছেন অশ্বিন।
দিল্লির ইনিংস ১৮ ওভার : ১৩৫/৫
হেটমায়ারের ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসটা কিছুটা হলেও দিল্লিকে ভরসা জুগিয়েছে। সে কারণেই ৫ উইকেট হারালেও ১৮ ওভারে ১৩৫ রান করে ফেলেছে দিল্লি। ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল (৬) এবং ললিত যাদব (১০)।
হেটমায়ার আউট
১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলেন হেটমায়ার। মুস্তাফিজুরের বলে ক্যাচ ধরেন শাকারিয়া। ১২১ রানে ৫ উইকেট হারাল দিল্লি।
১০০ করে ফেলল দিল্লি
শুরুতে শিখর এবং পৃথ্বীকে পরপর হারিয়ে চাপে পড়েছিল দিল্লি। তার পরে এখন পরপর পন্ত এবং শ্রেয়সের উইকেট হারায় তারা। চার উইকেট হারানোর চাপ কাটিয়ে ১০০ করে ফেলল দিল্লি। চেতন শাকারিয়ার ওভারে মোট ১২ রান নেয় দিল্লি। হেটমায়ার নিজেই দু'টো চারের সাহায্যে ১১ রান করেন। হেটমায়ারের সঙ্গে ক্রিজে রয়েছেন ললিত যাদব। ১৫ ওভারে ৪ উইকেটে ১০৪ রান পন্তের দলের।
শ্রেয়স আউট
দলের কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন শ্রেয়স। কিন্তু তেওটিয়ার বলে স্ট্যাম্প করেন সঞ্জু। ৩২ বলে ৪৩ করেছেন শ্রেয়স।
দিল্লির ইনিংস ১২ ওভার : ৮৩/৩
২৬ বলে ৩৯ করে অপরাজিত রয়েছেন শ্রেয়স। পন্তের জায়গায় নেমেছেন হেটমায়ার। ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান দিল্লির।
পন্ত আউট
মুস্তাফিজুর বোল্ড করেন ঋষভ পন্তকে। অধিনায়কের উইকেট পড়ে যাওয়ায় চাপটা আরও বাড়ল দিল্লির। ২৪ বলে ২৪ রান করে আউট হন পন্ত।
দিল্লির ইনিংস ১০ ওভার : ৬৬/২
পন্ত এবং শ্রেয়স যে রানের গতি যে অসাধারণ ভাবে বাড়িয়ে দিয়েছে তা নয়, ধীরে ধীরেই এগোচ্ছে তারা। তবে রানের গতি যদি না বাড়ায় এখন, তা হলে কিন্তু সমস্যা হবে। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান দিল্লির।
দিল্লির ইনিংস ৮ ওভার : ৪৭/২
শুরুতেই দুই উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্ত অপরাজিত রয়েছেন ১৩ বলে ১২ রান। শ্রেয়স আইয়ারের সংগ্রহ ১৫ বলে ১৫ রান। ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান দিল্লির।
দিল্লির ইনিংস ৬ ওভার : ৩৬/২
কার্তিক ত্যাগির এই ওভারে ১১ রান নিয়েছে দিল্লি। ঋষভ পন্ত করেছেন ৭ বলে ৭ রান। শ্রেয়স আইয়ারের সংগ্রহ ৯ বলে ৯ রান। ৬ ওভারে ২ উইকেটে ৩৬ রান দিল্লির।
দিল্লির ইনিংস ৫ ওভার : ২৫/২
২ উইকেট হারিয়ে বসে রয়েছে দিল্লি। ৫ ওভারে ২৫ রান দিল্লির। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার।
পৃথ্বী আউট
এ দিন শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন না দিল্লির দুই ওপেনার। শুরু থেকে সে ভাবে রানও করতে পারেননি। শিখর আউট হওয়ার পর পৃথ্বীও প্যাভিলিয়নে ফিরে গেলেন। ১০ রান করে শাকারিয়ার বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পৃথ্বী।
দিল্লির ইনিংস ৪ ওভার : ২১/১
শিখরের আউটটা বড় ধাক্কা দিল্লির কাছে। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২১ রান করেছে দিল্লি।
শিখর ধাওয়ান আউট
চতুর্থ ওভারের শুরুতেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। কার্তিক ত্যাগির বলে বোল্ড হলেন শিখর (৮ রান)।
দিল্লির ইনিংস ৩ ওভার : ১৮/০
১০ রান করে অপরাজিত রয়েছেন পৃথ্বী। ৮ রান করেছেন শিখর। ৩ ওভারে ১৮ রান দিল্লির।
দিল্লির ইনিংস ২ ওভার : ১১/০
মাহিপালের এই ওভারে ১টি চার হলেও মোট ৫ রান দিয়েছেন। ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১ রান দিল্লির।
দিল্লির ইনিংস১ ওভার : ৬/০
প্রথম ওভারে মুস্তাফিজুর ৬ রান দিলেন। ক্রিজে রয়েছেেন পৃথ্বী শ' (৪) এবং শিখর ধাওয়ান (২)।
খেলা শুরু
দিল্লির হয়ে ওপেন করতে নেমেছেন পৃথ্বী শ' এবং শিখর ধাওয়ান।
রাজস্থান এবং দিল্লির প্রথম একাদশ
রাজস্থানের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (কিপার এবং অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, মাহিপাল লোমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওটিয়া, কার্তিক ত্যাগি, চেতন শাকারিয়া, মুস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি।দিল্লির প্রথম একাদশ: পৃথ্বী শ', শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (কিপার এবং অধিনায়ক), সিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান।
দিল্লি ক্যাপিটালসে একটি পরিবর্তন
মার্কাস স্টোইনিসকে খেলানো হচ্ছে না। দলে ঢুকেছেন ললিত যাদব।
রাজস্থান রয়্যালস দলে দু'টি পরিবর্তন
ইভিন লিউস এবং ক্রিস মরিসের পরিবর্তে ডেভিজ মিলার এবং তাবরেজ শামসি খেলবে।
টসে জিতল রাজস্থান
টসে জিতলেন সঞ্জু স্যামসন। দিল্লিকে ব্যাট করতে পাঠালেন তিনি।
রোচ আর গরম রয়েছে আবুধাবিতে
আবুধাবির আবহাওয়া কেমন, আপডেট দিল রাজস্থান রয়্যালস
মহারণের অপেক্ষা
মুখোমুখি যুযুধান দুই পক্ষ
লড়াই কিন্তু শেয়ানে শেয়ানে হবে। রাজস্থান রয়্যালস ভাল ছন্দে রয়েছে। দিল্লি ক্যাপিটালস আবার শীর্ষস্থান ফিরে পেতে মরিয়া। এই ম্যাচের উপর আইলিগ তালিকার বড় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।