বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs PBKS IPL 2023: ব্য়াটিং পিচে আগুনে বোলিং এলিসের, শেষ ওভারের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের
দুরন্ত বোলিং এলিসের। ছবি- এপি।

RR vs PBKS IPL 2023: ব্য়াটিং পিচে আগুনে বোলিং এলিসের, শেষ ওভারের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের

Rajasthan Royals vs Punjab Kings Live Score: ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন শিখর ধাওয়ান ও প্রভসিমরন সিং। ব্যাটিং পিচে ৪ ওভারে মাত্র ৩০ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন ন্যাথন এলিস।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের দাপুটে জয় দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করে রাজস্থান রয়্যালস। অন্যদিকে পঞ্জাব কিংস ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত করে কলকতা নাইট রাইডার্সকে। এবার রাজস্থানের ঘরের মাঠে স্যামসনদের বিরুদ্ধে সম্মুখসমরে নামেন শিখর ধাওয়ানরা। রাজস্থানের হোম ম্যাচ হলেও জয়পুরে নয়, বরং আইপিএল ২০২৩-এর ৮ নম্বর লিগ ম্যাচটি অনুষ্ঠিত হয় গুয়াহাটিতে। স্বাভাবিকভাবেই জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ছিল দু'দল। শেষমেশ ম্যাচের শেষে হাসিমুখে মাঠ ছাড়ে পঞ্জাব কিংস। টানা ২টি ম্যাচে জয় তুলে নেন ধাওয়ানরা।

06 Apr 2023, 12:11:20 AM IST

ম্যাচের সেরা এলিস

শিখর ধাওয়ান ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেললেও তাঁকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ন্যাথন এলিস। ব্যাটিং পিচেও ৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে জোস বাটলার, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ ও দেবদূত পাডিক্কালের উইকেট তুলে নেন তিনি। উল্লেখ্য, ৩৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলা প্রভসিমরন সিংও ছিলেন ম্যাচের সেরার দাবিদার।

05 Apr 2023, 11:45:08 PM IST

রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের

পঞ্জাব কিংসের ৪ উইকেটে ১৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯২ রানে আটকে যায়। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে পঞ্জাব কিংস। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩২ রান করে নট-আউট থাকেন ধ্রুব জুরেল। ১ বলে ১ রান করেন জেসন হোল্ডার। স্যাম কারান ৪ ওভারে ৪৪ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

05 Apr 2023, 11:40:53 PM IST

রান-আউট হেতমায়ের

১৯.৩ ওভারে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হন হেতমায়ের। ১৮ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। ১৮৬ রানে ৭ উইকেট হারায় রাজস্থান। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার। জিততে ৩ বলে ১২ রান দরকার রাজস্থানের।

05 Apr 2023, 11:37:33 PM IST

জীবনদান পেলেন হেতমায়ের, শেষ ওভারে দরকার ১৬

১৮.৬ ওভারে অর্শদীপ সিংয়ের বলে শিমরন হেতমায়েরের ক্যাচ ছাড়েন ন্যাথন এলিস। ওভারে ১৮ রান ওঠে। ২টি চার ও ১টি ছক্কা মারেন ধ্রুব জুরেল। ১৯ ওভার শেষে রাজস্থানের স্কোর ৬ উইকেটে ১৮২ রান। জিততে শেষ ওভারে ১৬ রান দরকার তাদের। হেতমায়ের ৩৩ ও জুরেল ২৭ রানে ব্যাট করছেন। অর্শদীপ ৪ ওভারে ৪৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

05 Apr 2023, 11:31:30 PM IST

২ ওভারে ৩৪ রান দরকার রাজস্থানের

১৮তম ওভারে কারানের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন শিমরন হেতমায়ের। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ৬ উইকেটে ১৬৪ রান। জিততে শেষ ২ ওভারে তাদের দরকার ৩৪ রান। হেতমায়ের ৩১ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন কারান।

05 Apr 2023, 11:21:02 PM IST

৩ ওভারে রাজস্থানের দরকার ৫৩ রান

১৭ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৬ উইকেটে ১৪৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৩ ওভারে ৫৩ রান দরকার তাদের। হেতমায়ের ১৪ ও জুরেল ১০ রানে ব্যাট করছেন। এলিস ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।

05 Apr 2023, 11:10:11 PM IST

পাডিক্কালকে ফেরালেন এলিস

একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন ন্যাথন এলিস। ১৪.৬ ওভারে এলিসের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দেবদূত পাডিক্কাল। ২৬ বলে ২১ রান করেন তিনি। মারেন ১টি চার। রাজস্থান ১২৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধ্রুব জুরেল। চাহালের পরিবর্তে মাঠে নামেন তিনি। এলিস ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।

05 Apr 2023, 11:04:43 PM IST

এলিসের তৃতীয় শিকার রিয়ান

১৪.১ ওভারে ন্যাথন এলিসের বলে শাহরুখ খানের হাতে ধরা পড়েন রিয়ান পরাগ। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২০ রান করে মাঠ ছাড়েন রিয়ান। রাজস্থান ১২১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের।

05 Apr 2023, 11:03:07 PM IST

ব্যাট চালাচ্ছেন রিয়ান

১৩তম ওভারে সিকন্দর রাজার বলে ১টি চার মারেন পাডিক্কাল, ১টি ছক্কা মারেন রিয়ান। ১৪তম ওভারে অর্শদীপের বলে ১টি চার মারেন রিয়ান। ১৪ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৪ উইকেটে ১২১ রান। রিয়ান ১১ বলে ২০ রান করেছেন।

05 Apr 2023, 10:54:56 PM IST

১০০ টপকাল রাজস্থান

১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান রয়্যালস। রাহুল চাহারের বলে ১টি ছক্কা মারেন রিয়ান পরাগ। রাজস্থানের স্কোর ৪ উইকেটে ১০২ রান। পাডিক্কাল ২০ বলে ১৪ রান করেছেন। ৪ বলে ৮ রান করেছেন রিয়ান।

05 Apr 2023, 10:48:15 PM IST

সঞ্জু স্যামসন আউট

১০.৬ ওভারে এলিসের বলে পরিবর্ত ফিল্ডার ম্যাথিউ শর্টের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। ২৫ বলে ৪২ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। রাজস্থান ৯১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিয়ান পরাগ। এলিস ২ ওভারে ১১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

05 Apr 2023, 10:43:30 PM IST

১০ ওভারে রাজস্থানের দরকার ১০৯ রান

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩ উইকেটে ৮৯ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে রাজস্থানের দরকার ১০৯ রান। স্যামসন ৪১ ও পাডিক্কাল ১০ রানে ব্যাট করছেন।

05 Apr 2023, 10:34:46 PM IST

লড়াই জারি স্যামসনের

সপ্তম ওভারে মাত্র ৬ রান খরচ করেন হরপ্রীত ব্রার। অষ্টম ওভারে রাহুল চাহারের বলে ১টি চার মারেন সঞ্জু স্যামসন। ৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ৭০ রান। স্যামসন ৩৩ রানে ব্যাট করছেন।

05 Apr 2023, 10:22:48 PM IST

জোস বাটলার আউট

পঞ্চম ওভারে হরপ্রীত ব্রারের বলে জোড়া বাউন্ডারি মারেন সঞ্জু স্যামসন। ষষ্ঠ ওভারে ন্যাথন এলিসের প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন স্যামসন। ৫.৪ ওভারে এলিসের বলে তার হাতেই ধরা দিয়ে সাজঘরে ফেরেন বাটলার। ১১ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন বাটলার। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। রাজস্থান ৫৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দেবদূত পাডিক্কাল। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। স্যামসন ২৫ রানে ব্যাট করছেন।

05 Apr 2023, 10:12:49 PM IST

রাহানেকে টপকে বিরাট নজির স্যামসনের

৩.৪ ওভারে অর্শদীপের বলে ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন সঞ্জু স্যামসন। সেই সঙ্গে অজিঙ্কা রাহানেকে টপকে রাজস্থান রয়্যালসের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহাকারীতে পরিণত হন তিনি। ৩.৬ ওভারে অর্শদীপকে ছক্কা হাঁকান বাটলার। ৪ ওভার শেষে রাজস্থানের স্কোর ২ উইকেটে ৩৯ রান। ১৯ রানে ব্যাট করছেন বাটলার।

05 Apr 2023, 10:09:21 PM IST

শূন্য রানে আউট অশ্বিন

৩.২ ওভারে অর্শদীপ সিংয়ের বলে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ওপেন করতে নেমে ৪ বলে শূন্য রানে আউট হন তিনি। রাজস্থান ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন।

05 Apr 2023, 10:03:45 PM IST

বাটলারের ক্যাচ ছাড়লেন হরপ্রীত

২.২ ওভারে স্যাম কারানের বলে জোস বাটলারের ক্যাচ ছাড়েন হরপ্রীত ব্রার। বাটলার তখন ৫ রানে ব্যাট করছিলেন। জীবনদান পেয়ে ঠিক পরের বলেই চার মারেন তিনি। ৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ২৫ রান।

05 Apr 2023, 09:59:01 PM IST

যশস্বীকে ফেরালেন অর্শদীপ

দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। প্রথম বলেই চার মারেন যশস্বী। তবে ১.৩ ওভারে অর্শদীপের বলে পরিবর্ত ফিল্ডার শর্টের হাতে ধরা পড়েন জসওয়াল। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১১ রান করেন তিনি। রাজস্থান ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোস বাটলার। ২ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ১৬ রান।

05 Apr 2023, 09:52:37 PM IST

ওপেনে অশ্বিন, যশস্বীর ছক্কায় রান তাড়া শুরু

বাটলার নন, যশস্বীর সঙ্গে ওপেন করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন। বোলিং শুরু করেন স্যাম কারান। প্রথম বলেই ছক্কা মারেন যশস্বী। প্রথম ওভারে ৭ রান ওঠে।

05 Apr 2023, 09:30:05 PM IST

২০০-র দোরগোড়ায় থামল পঞ্জাব

নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব কিংসের সংগ্রহ ৪ উইকেটে ১৯৭ রান। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান। শতরান করার সুযোগ থাকলেও তিন অঙ্কে পৌঁছতে পারেননি গব্বর। ২ বলে ১ রান করেন কারান। হোল্ডার ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। সুতরাং, জয়ের জন্য রাজস্থান রয়্যালেসর দরকার ১৯৮ রান।

05 Apr 2023, 09:28:25 PM IST

শাহরুখ খান আউট

১৯.৪ ওভারে জেসন হোল্ডারের বলে শাহরুখ খানের দুর্দান্ত ক্যাচ ধরেন জোস বাটলার। ১০ বলে ১১ রান করেন শাহরুখ। মারেন ১টি চার। পঞ্জাব ১৯৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান।

05 Apr 2023, 09:25:29 PM IST

খরুচে বোলিং আসিফের

১৯তম ওভারে কেএম আসিফের ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন ধাওয়ান। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৯ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৩ উইকেটে ১৯০ রান। ৮৫ রানে ব্যাট করছেন ধাওয়ান। আসিফ ৪ ওভারে ৫৪ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

05 Apr 2023, 09:18:58 PM IST

হোল্ডারকে ছক্কা হাঁকালেন ধাওয়ান

১৮তম ওভারে জেসন হোল্ডারের বলে ১টি ছক্কার হাঁকান শিখর ধাওয়ান। ১৮ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৩ উইকেটে ১৭৪ রান। ধাওয়ান ৭৩ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন হোল্ডার।

05 Apr 2023, 09:08:24 PM IST

রাজাকে ফেরালেন অশ্বিন

১৬.১ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সিকন্দর রাজা। ২ বলে ১ রান করেন তিনি। পঞ্জাব ১৫৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহরুখ খান। ১৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ১৬৫ রান। ধাওয়ান ৬৫ রানে ব্যাট করছেন। অশ্বিন ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

05 Apr 2023, 08:59:30 PM IST

জিতেশকে ফিরিয়ে মালিঙ্গাকে টপকালেন চাহাল

১৫.৪ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন জিতেশ শর্মা। ১৬ বলে ২৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। পঞ্জাব ১৫৮ রানে ২ উইকেট হারায়। জিতেশকে ফিরিয়ে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিতে পরিণত হন চাহাল। তিনি টপকে যান লসিথ মালিঙ্গাকে। এই নিয়ে আইপিএলে ১৭১টি উইকেট নিলেন যুজবেন্দ্র। তাঁর সামনে রয়েছেন কেবল ডোয়েন ব্র্যাভো (১৮৩)। ব্যাট করতে নামেন সিকন্দর রাজা। ১৬ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ১৫৯ রান। ধাওয়ান ৬৩ রানে ব্যাট করছেন। চাহাল ৪ ওভারে ৫০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

05 Apr 2023, 08:54:53 PM IST

১৫০ টপকাল পঞ্জাব

১৫তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় পঞ্জাব কিংস। বোল্টের বলে দুর্দান্ত একটি ছক্কা মারেন জিতেশ। ১৫ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ১৫২ রান। ধাওয়ান ৫৮ ও জিতেশ ২৭ রানে ব্যাট করছেন। বোল্ট ৪ ওভারে ৩৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

05 Apr 2023, 08:47:14 PM IST

হাফ-সেঞ্চুরি ধাওয়ানের

৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান। ১৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ১৪০ রান। ধাওয়ান ৩৮ বলে ৫৬ রান করেছেন। ১৭ রানে ব্যাট করছেন জিতেশ। ৩ ওভারে ৪৩ রান খরচ করেছেন চাহাল।

05 Apr 2023, 08:36:32 PM IST

১০০ টপকাল পঞ্জাব

১২তম ওভারে চাহালের বলে জোড়া বাউন্ডারি মারেন জিতেশ। ১টি ছক্কা হাঁকান ধাওয়ান। ওভারে ১৮ রান ওঠে। ১২ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ১১৩ রান। ধাওয়ান ৩৬ ও জিতেশ ১২ রানে ব্যাট করছেন।

05 Apr 2023, 08:32:17 PM IST

চোট পেয়ে মাঠ ছাড়লেন রাজাপক্ষে

১০.১ ওভারে অশ্বিনের বলে ধাওয়ার জোরালো শট নিয়ে বল সোজা গিয়ে লাগে নন-স্ট্রাইকার ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষের হাতে। তিনি ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন। ১ বলে ১ রান করেন ভানুকা। ব্যাট করতে নামেন জিতেশ শর্মা। ১১ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৯৫ রান। অশ্বিন ৩ ওভারে ১৯ রান খরচ করেছেন। ২৯ রানে ব্যাট করছেন ধাওয়ান।

05 Apr 2023, 08:21:52 PM IST

প্রভসিমরন আউট

নবম ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম বলে দুর্দান্ত একটি ছক্কা মারেন প্রভসিমরন। শেষমেশ ৯.৪ ওভারে জেসন হোল্ডারের বলে জোস বাটলারের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন তিনি। অবিশ্বাস্য ক্যাচ ধরেন বাটলার। সাজঘরে ফেরার আগে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৬০ রান করেন প্রভসিমরন। পঞ্জাব ৯০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভানুকা রাজাপক্ষে। ১০ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৯২ রান। ধাওয়ান ২৭ রানে ব্যাট করছেন।

05 Apr 2023, 08:11:37 PM IST

হাফ-সেঞ্চুরি প্রভসিমরনের

৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন প্রভসিমরন সিং। ৮ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৭৭ রান। প্রভসিমরন ৫১ ও ধাওয়ান ২২ রানে ব্যাট করছেন। চাহালের প্রথম ওভারে ৯ রান ওঠে।

05 Apr 2023, 08:10:57 PM IST

মানকাডিংয়ের সুযোগ ছিল, ধাওয়ানকে ছাড় দিলেন অশ্বিন 

সপ্তম ওভারের চতুর্থ বল করতে গিয়ে শিখর ধাওয়ানকে মানকাডিং করার সুযোগ পেয়েছিলেন অশ্বিন। তবে তিনি ইচ্ছা করেই আউট করেননি জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থকে। ৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৬৮ রান।

05 Apr 2023, 08:02:30 PM IST

পাওয়ার প্লের খেলা শেষ

ষষ্ঠ ওভারে জেসন হোল্ডারের বলে ১টি চার মারেন প্রভসিমরন সিং। ওভারে ৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর বিনা উইকেটে ৬৩ রান। প্রভসিমরন ৪৫ ও ধাওয়ান ১৪ রানে ব্যাট করছেন।

05 Apr 2023, 07:58:09 PM IST

৫০ টপকাল পঞ্জাব

পঞ্চম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে জোড়া বাউন্ডারি মারেন প্রভসিমরন সিং। ৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৫৬ রান। প্রভসিমরন ৩৯ রানে ব্যাট করছেন।

05 Apr 2023, 07:51:06 PM IST

ঝড় তুললেন প্রভসিমরন

চতুর্থ ওভারে আসিফের বলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন প্রভসিমরন সিং। ওভারে ১৯ রান ওঠে। ৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৪৫ রান। প্রভসিমরন ১৫ বলে ৩০ রান করেছেন।

05 Apr 2023, 07:47:14 PM IST

বোল্টের ওভারে জোড়া বাউন্ডারি ধাওয়ানের

তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে জোড়া বাউন্ডারি মারেন শিখর ধাওয়ান। ওভারে ১০ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ২৬ রান। ধাওয়ান ও প্রভসিমরন উভয়েই ব্যক্তিগত ১২ রানে ব্যাট করছেন।

05 Apr 2023, 07:42:05 PM IST

আসিফকে ছক্কা হাঁকালেন প্রভসিমরন

দ্বিতীয় ওভারে বল করতে আসেন কেএম আসিফ। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান প্রভসিমরন। ২ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ১৬ রান। ১১ রানে ব্যাট করছেন প্রভসিমরন।

05 Apr 2023, 07:35:26 PM IST

ম্যাচ শুরু

প্রভসিমরনকে নিয়ে পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন প্রভসিমরন। তৃতীয় বলে চার মারেন তিনি। প্রথম ওভারে ৭ রান ওঠে।

05 Apr 2023, 07:17:48 PM IST

পঞ্জাবের প্রথম একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষে, সিকন্দর রাজা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, স্যাম কারান, ন্যাথন এলিস, হরপ্রীত ব্রার, রাহুল চাহার ও অর্শদীপ সিং।

05 Apr 2023, 07:04:33 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

জোস বাটলার, যশস্বী জসওয়াল, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেতমায়ের, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও কেএম আসিফ।

05 Apr 2023, 07:03:12 PM IST

টস জিতল রাজস্থান

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে টস জিতল রাজস্থান রয়্যালস। টস জিতে রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাবকে। সুতরাং, গুয়াহাটিতে টস হেরে শুরুতে ব্যাট করবেন শিখর ধাওয়ানরা। টসের পরে দুই ক্যাপ্টেনই জানান যে, দ্বিতীয় ইনিংসে শিশির সমস্যায় পড়ার কথা মাথায় রয়েছে তাঁদের।

05 Apr 2023, 06:39:45 PM IST

পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি

গুয়াহাটির বাইশগজে পেসার এবং স্পিনার, সকলেই সমস্যায় পড়তে পারেন। কেননা বর্ষাপাড়া স্টেডিয়ামের বাইশগজ ব্যাটসম্যানদের সাহায্য করে বিস্তর। তাই হাই-স্কোরিং ম্য়াচ দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল।

05 Apr 2023, 06:18:04 PM IST

আঁতুড়ঘরে আইপিএল খেলতে নামছেন রিয়ান 

যে মাঠে খেলে নিজেকে ক্রিকেটার হিসেবে পরিণত করে তুলেছেন, সেখানেই এবার আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন অসমের রিয়ান পরাগ। তিনি পঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচে ৩৮ রান করলেই টি-২০ ক্রিকেটে ১৫০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।

05 Apr 2023, 06:03:39 PM IST

বিরাট রেকর্ডের সামনে স্যামসন

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-র এই ম্যাচে মাত্র ৩ রান করলেই রাজস্থান রয়্যালসের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহ করা ক্রিকেটারে পরিণত হবেন সঞ্জু স্যামসন। তিনি পিছনে ফেলে দেবেন অজিঙ্কা রাহানেকে। রাহানে রাজস্থানের জার্সিতে ১০৬টি ম্যাচের ৯৯টি ইনিংসে ব্যাট করে ৩০৯৮ রান সংগ্রহ করেছেন। সঞ্জু এই ম্যাচের আগে পর্যন্ত রাজস্থানের হয়ে ১১৭টি ম্যাচের ১১৩টি ইনিংসে ৩০৯৬ রান সংগ্রহ করেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মায়ের সঙ্গে যোগাযোগ নেই, মেকআপ শিল্পী দীপঙ্করের সঙ্গে নতুন বাড়ি কিনলেন অহনা মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে জবাব স্টার্কের- ভিডিয়ো মোহনবাগান দল বানায় ট্রফি জয়ের জন্য, হাবাসের দর্শনেই বদলে গেছে বাগান-সঞ্জয় সেন বৃষ রাশিতে বৃহস্পতি-শুক্র যুক্ত হতে চলেছে, ৫ রাশির বহু স্বপ্ন এবার পূর্ণ হবে আজ একটা নির্মল হাসির দিন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, শনিবারে থাকুন ফূর্তিতে আজ ৪০ কিমিতে ঝড় ৫ জেলায়! শুক্র পর্যন্ত বৃষ্টি চলবে বাংলায়, উত্তাল হবে সমুদ্র দেবাশিস ধরের মনোনয়ন বাতিলের জের, 'নো ডিউজ' নিয়ে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কমিশনের অনুষ্কার ৩৬তম জন্মদিনে ডিনার পার্টির আয়োজন করেন বিরাট, মেনুতে কী কী ছিল IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে জলের নিচে তাক করে রাখা ক্যামেরা,'ধুকপুক' বুকে ডুব দিলেন পর্দার ‘কৃষ্ণা’ দেবত্তমা

Latest IPL News

মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে জবাব স্টার্কের- ভিডিয়ো IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video 2024 IPL অভিযান শেষ দীপক চাহার, মায়াঙ্ক যাদবের? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বউয়ের সামনে MI-কে কাঁদাল 'পুুরনো' স্টার্ক, নেটপাড়া বলল KKR-র ‘লাকি চার্ম হিলি’ MI-এর বিরুদ্ধে KKR-এর হয়ে এক ম্যাচে ৪ উইকেট,রাসেল-নারিনদের সঙ্গে একাসনে স্টার্ক IPL-এর একটি ম্যাচে দুই দলই অল আউট, বিরল নজির MI vs KKR ম্যাচে KKR কাছে হেরে হতাশা চেপে রাখতে পারলেন না হার্দিক, জানালেন কাদের দোষে হারল MI রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.