সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে শূন্য রানে আউট হন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৬ রান করে দুর্ভাগ্যজনক রান-আউট হন। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। চলতি আইপিএলের ১২টি ম্যাচের মধ্যে ব্যাট হাতে দীনেশ কার্তিকের ব্যর্থতা বলতে এটুকুই। বাকি ৯টি ইনিংসে কার্তিক যেরকম ধ্বংসাত্মক মেজাজে রান তুলেছেন, তাতে আইপিএলের পরে তাঁকে জাতীয় দলে ফিরতে দেখা অসম্ভব নয়।
বিশেষ করে কার্তিক নিজেকে ফিনিশারের ভূমিকায় যেভাবে তুলে ধরেছেন, তাতে আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে তাঁর জায়গা কার্যত পাকা দেখাচ্ছে। দীনেশ বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছেন যে, ফিনিশার হিসেবে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা হওয়া উচিত তাঁর। তবে ব্যাট হাতে নিজের দাবির স্বপক্ষে তেমন জোরালো সমর্থন জোগাড় করে নিতে পারেননি। অবশেষে চলতি আইপিএলকেই কামব্যাকের মঞ্চ হিসেবে ব্যবহার করতে মরিয়া দেখায় তামিলনাড়ুর অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যানকে।
ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফিরতি ম্যাচে রীতিমতো তাণ্ডব চালালেন কার্তিক। ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৯তম ওভারের শেষ বলে কার্তিক ত্যাগীকে ছক্কা হাঁকান দীনেশ। শেষ ওভারে ফজলহক ফারুকির শেষ চারটি বলে পরপর ৩টি ছক্কা ও ১টি চার মারেন কার্তিক। শেষবেলায় কার্তিকের এমন ঝোড়ো ইনিংসের সুবাদেই আরসিবি দু'শো রানের (১৯২/৩) কাছে পৌঁছে যায়।
আরও পড়ুন:- দল হারায় গ্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়া KKR সমর্থককে শুনতে হল টিপ্পনি: ভিডিয়ো
আইপিএল ২০২২-এ ব্যাট হাতে কার্তিকের তাণ্ডব:-
বনাম পঞ্জাব: ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে অপরাজিত ৩২ রান।
বনাম কেকেআর: ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে অপরাজিত ১৪ রান।
বনাম রাজস্থান: ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে অপরাজিত ৪৪ রান।
বনাম মুম্বই: ১টি ছক্কার সাহায্যে ২ বলে অপরাজিত ৭ রান।
বনাম চেন্নাই: ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩৪ রান।
বনাম দিল্লি: ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৪ বলে অপরাজিত ৬৬ রান।
বনাম লখনউ: ১টি ছক্কার সাহায্যে ৮ বলে অপরাজিত ১৩ রান।
বনাম চেন্নাই: ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে অপরাজিত ২৬ রান।
বনাম হায়দরাবাদ: ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮ বলে অপরাজিত ৩০ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।