বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > গেঞ্জি পরে গ্রামের রাস্তায় খেলা ক্রিকেটারটাই এখন IPL -এর ফিনিশার: রাহুল তেওয়াটিয়া

গেঞ্জি পরে গ্রামের রাস্তায় খেলা ক্রিকেটারটাই এখন IPL -এর ফিনিশার: রাহুল তেওয়াটিয়া

রাহুল তেওয়াটিয়া (ছবি-এপি) (AP)

শেষ কয়েকটি আইপিএলের মরশুমে ফিনিশারের ভূমিকায় দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। নিজের কেরিয়ার নিয়ে এক শো 'তে তিনি বেশ খোলামেলা ভাবেই আলোচনা করেছেন। গ্রামের মাঠে গেঞ্জি -প্যান্ট পরে ক্রিকেট খেলা গ্রাম্য একটা ছেলের আইপিএলের মঞ্চে ফিনিশার হয়ে ওঠার গল্প শুনিয়েছেন তিনি।