ফের ভারত খেলতে আসবে ইডেনে? এমনই এক সম্ভাবনা তৈরি হয়েছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। তার প্রস্তুতিস্বরূপ ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। তাও এই ভারতে। আর এই সিরিজের একটি ম্যাচই হওয়ার কথা চলছে ইডেনে।
আপাতত সূচি অনুযায়ী, কোনও ম্যাচ পাওয়ার কথা নয় ইডেনের। কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন সিএবি কর্তারা। বিশেষ করে যখন বিসিসিআই প্রেসিডেন্ট বাংলার মহারাজ। তাই চলতি বছরই একটি আন্তর্জাতিক ম্যাচ করার চেষ্টা চালাচ্ছে সিএবি। আর সেটা হতে পারে পুজোর ঠিক আগেই।
আসলে এর আগে কোভিডের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি একদিনের ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। ২০২০ সালের ১৮ মার্চ সেই ম্যাচ হওয়ার কথা ছিল। তার পরিবর্তে এ বার অজিদের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ পেতে পারে ইডেন।
তবে পুরোটাই এখনও প্রাথমিক স্তরে রয়েছে। কিছুই নিশ্চিত নয়। পুজোর ঠিক আগে পুলিশের অনুমতি পাওয়াটাও বড় সমস্যার। শেষ পর্যন্ত এই ম্যাচ হলে পুজোর আগে ইডেনকে নবরূপে দেখতে পাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
কারণ স্টেডিয়াম সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে। ইডেনের দর্শক আসন বাড়ছে। কৃত্রিম আলো বদলে ফেলা হচ্ছে। আশা করা হচ্ছে, পুজোর আগেই ইডেন সংস্কারের কাজ শেষ হয়ে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।