মরশুমের প্রথম ১২টি ম্যাচে অপরাজিত ছিল এফসি গোয়া। আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার ছিল তারা। ছবিটা বদলাতে শুরু করে হোম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হারের পরেই। সেটি ছিল চলতি ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে গোয়ার প্রথম হার।
সেই রেশ কাটার আগে আইএসএলে ফের হারের মুখ দেখল এফসি গোয়া। এবার তারা ঘরের মাঠে মাথা নোয়ায় নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে। এক সপ্তাহে একজোড়া ম্যাচ হেরে লিগ শিল্ড খেতাবের দৌড়ে পিছিয়ে পড়ে গোয়া। দ্বিতীয়ার্ধে টমি জুরিকের পেনাল্টি গোল এবং ওদেইয়ের একটি আত্মঘাতী গোলই গোয়ার স্বপ্নে জোর ধাক্কা দেয়।
নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে ২-০ গোলে ম্যাচ হেরে মাঠ ছাড়ে এফসি গোয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে নর্থ-ইস্টের হয়ে গোল করেন টমি জুরিক। ৬৯ মিনিটের মাথায় স্পটকিক থেকে গোয়ার জালে বল জড়িয়ে দেন তিনি। পরে ৮০ মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে বসেন গোয়ার ওদেই।
শুধু ঘরের মাঠে পরপর ২টি ম্যাচ হারাই নয়, গোয়াকে দুশ্চিন্তায় রাখছে ফতোদরা স্টেডিয়ামে শেষ তিনটি ম্যাচে গোল করতে না পারা। এর আগে মুম্বই সিটির বিরুদ্ধে হোম ম্যাচ গোলশূন্য ড্র করে গোয়া। ফলে নিজেদের ডেয়ার শেষ ৩টি ম্যাচ থেকে মোটে ১ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয় তারা।
একজোড়া হারের পরে এফসি গোয়া রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। ১৪ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে সাকুল্যে ২৮ পয়েন্ট। তারা ৮টি ম্যাচে জয় তুলে নিয়েছে। হেরেছে ২টি ম্যাচ। ৪টি ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে গোয়া। অন্যদিকে গোয়াকে হারিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে উঠে আসে নর্থ-ইস্ট ইউনাইটেড। ১৬ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে ১৯ পয়েন্ট। নর্থ-ইস্ট ৪টি ম্যাচ জিতেছে এবং পরাজিত হয়েছে ৫টি ম্যাচে। ৭টি ম্যাচ ড্র করেছে তারা।
আপাতত ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়েছে ওড়িশা। তারা ৯টি ম্যাচ জিতেছে এবং হেরেছে ২টি ম্যাচ। ওড়িশা ৪টি ম্যাচ ড্র করেছে। মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। সবুজ-মেরুন শিবির ১৪ ম্যাচে সংগ্রহ করেছে ২৯ পয়েন্ট। তারা ৯টি ম্যাচ জিতেছে এবং হেরেছে ৩টি ম্যাচ। মোহনবাগান একজোড়া ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে। ওড়িশার থেকে ১টি ম্যাচ কম খেলেছে মোহনবাগান। সুতরাং, ১টি ম্যাচ জিতলেই ওড়িশাকে টপকে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসবে তারা।
১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে মুম্বই সিটি এফসি। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স। ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে জামশেদপুর এফসি। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে ইস্টবেঙ্গল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।