বর্তমানে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হচ্ছে। এই দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দল প্রথম ধাক্কা খেয়েছে এবং এই প্রথম উইকেটটি শিকার করেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ড দলকে প্রথম সাফল্য এনে দিয়েছেন তিনি। এই টেস্ট ম্যাচে নামা মাত্রই অনন্য রেকর্ড গড়েছেন জেমস অ্যান্ডারসন।
আরও পড়ুন… ‘ওকে আউট কর, না হলে পরের পাঁচটা সেশন ও আমাদের পিটাবে,’ আক্রমের কথা ভোলেননি আখতার
জেমস অ্যান্ডারসনই একমাত্র খেলোয়াড় যিনি নিজের দেশের মাটিতে শততম টেস্ট ম্যাচ খেলছেন। জেমস অ্যান্ডারসন ২০০৩ সালে অভিষেক করেছিলেন। আজ তিনি ১৭৪তম টেস্ট ম্যাচটি খেলছেন। আর এই ম্যাচটি হল অ্যান্ডারসনের ইংল্যান্ডের মাটিতে শততম টেস্ট ম্যাচ। অর্থাৎ নিজের দেশের মাটিতে ১০০তম টেস্ট ম্যাচ খেলছেন জেমস অ্যান্ডারসন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এমনটা করলেন জেমস অ্যান্ডারসন। জেমস অ্যান্ডারসন ছাড়াও সচিন তেন্ডুলকরই একমাত্র খেলোয়াড় যিনি টেস্ট ফর্ম্যাটে ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন… বিমানবন্দরে ইরফান পাঠানের সঙ্গে দুর্ব্যবহার! ভিস্তারার বিরুদ্ধে বড় অভিযোগ
আমরা আপনাকে জানিয়ে রাখি যে জেমস অ্যান্ডারসনের আগে নিজের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট খেলার ক্ষেত্রে সচিন তেন্ডুলকরের নাম রয়েছে। যিনি ভারতের মাটিতে ৯৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। একই সঙ্গে ঘরের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার নিরিখে তিন নম্বরে রয়েছে রিকি পন্টিংয়ের নাম। যিনি খেলেছেন ৯২টি টেস্ট ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।