ইন্টারনেটের ‘Chomu’ (গাধা অর্থে) লোকেদের বারোটা বাজিয়ে ছাড়বেন। সোশ্যাল মিডিয়ার ট্রোলারদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন জনপ্রিয় সঞ্চালক সঞ্জনা গণেশন। সেইসঙ্গে ইন্টারনেটের দুনিয়া যাতে আরও ভালো হয়ে ওঠে, সেজন্য প্রতিজ্ঞাও করলেন ভারতীয় তারকা জসপ্রীত বুমরাহের স্ত্রী।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জনা লেখেন, 'ইন্টারনেটের ট্রোল এবং কুরুচিকর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যে কোনও বিষয়ে কারও ধর্ম, নাগরিকত্ব, জাতিগতি সত্ত্বা বা পরিচয় টেনে আনার পক্ষপাতী নই আমি। আন্তরিকভাবে আপনাদেরও সেই নীতি অনুসরণের আর্জি জানাচ্ছি। (শুধুমাত্র) ধর্ম, জাতিগত সত্ত্বা বা নাগরিকত্বের কারণে ইন্টারনেটে ট্রোল হয় না। এটা পুরোপুরি বাস্তবিক জ্ঞানের অভাবের নিদর্শন।' সেইসঙ্গে ট্রোলারদের হুঁশিয়ারি দিয়ে সঞ্জনা বলেন, ‘Chomu লোকেদের এক-এক করে পালটা দিয়ে ইন্টারনেটের দুনিয়া আরও ভালো করে তোলার চেষ্টা করব বলে প্রতিজ্ঞা করছি আমি।’

বিষয়টা ঠিক কী হয়েছিল?
সোমবার (ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন, যে ম্যাচে ভারত হেরে গিয়েছে) ইনস্টাগ্রামে বুমরাহের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সঞ্জনা। ক্যাপশনে লেখেন, 'জসপ্রীত এবং আমার একটা দারুণ পুরনো ছবি। জসপ্রীতের স্নিকার্স (এই ছবির আসল তারকা)।' সেই ছবির কমেন্টে এক নেটিজেন লেখেন, 'এদিকে ভারতের অবস্থা খারাপ। এদিকে এরা ঘুরে বেড়াচ্ছে।' তাতে কড়া জবাব দেন সঞ্জনা। ওই কমেন্টের প্রত্যুত্তরে বলেন, 'পুরনো ছবি তো বলা আছে, দেখতে পাচ্ছেন না Chomu লোক?'
আরও পড়ুন: পাকিস্তানের কাছে ভারতের হারের পরে অশ্লীল আক্রমণ, ঝগড়ুটের মতো পালটা জবাব বুমরাহ পত্নী সঞ্জনার
সেই ট্রোল নিয়েই মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন সঞ্জনা। বুমরাহের স্ত্রী'র সেই স্টোরিতে মজেছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, সেলিব্রিটিদের যেভাবে ট্রোল করা হয়, ন্যূনতম কিছুতেই যেভাবে আক্রমণ করা হয়, তাতে একেবারে ঠিক কাজ করেছেন সঞ্জনা। পুরোপুরি কাঁপিয়ে দিয়েছেন ভারতীয় পেস তারকার স্ত্রী। এক নেটিজেন বলেন, 'একে-একে গাধা লোকেদের বারাটো বাজাবেন। সঞ্জনা রানি ফাটিয়ে দিচ্ছেন।' অপর একজন বলেন, 'আনপ্লেয়বল ইয়র্কার করেছেন সঞ্জনা।'