বাংলা নিউজ > ময়দান > ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলকে দ্বিতীয় সারির দল বলতে নারাজ কেশব মহারাজ

ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলকে দ্বিতীয় সারির দল বলতে নারাজ কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কেশব মহারাজ (ছবি-পিটিআই)

রাঁচিতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তার আগেই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ জানিয়েছেন, ‘আমি এই ভারতীয় দলকে একেবারেই দ্বিতীয় সারির দল‌ বলব না। এই দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। ওরা (ভারত) ৪-৫ টা আন্তর্জাতিক দল এই মুহূর্তে নামিয়ে দিতে পারে।’

শুভব্রত মুখার্জি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল। দলের নেতৃত্বে রয়েছেন বাঁহাতি ওপেনার গাব্বার। রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলদের মতন তারকারা যারা টি-২০ বিশ্বকাপে খেলবেন, তারা কেউ এই সিরিজে খেলছেন না। প্রথম সারির একাধিক তারকার অনুপস্থিতিতেও শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলকে দ্বিতীয় সারির দল মানতে নারাজ দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ।

রাঁচিতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তার আগেই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ জানিয়েছেন, ‘আমি এই ভারতীয় দলকে একেবারেই দ্বিতীয় সারির দল‌ বলব না। এই দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। ওরা (ভারত) ৪-৫ টা আন্তর্জাতিক দল এই মুহূর্তে নামিয়ে দিতে পারে। সেটা বলার পরেও এটা বলব যে এদের অনেকের আইপিএলে খেলার অভিজ্ঞতা তো রয়েছে পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ খেলারও অভিজ্ঞতা রয়েছে।’

আরও পড়ুন… ভারত সফরের মাঝেই প্রিয়জনকে হারালেন ডেভিড মিলার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বেদনাদায়ক খবর

কেশব মহারাজ আরও বলেন, ‘ভারতের বিরুদ্ধে ভালো খেলাটা সবসময় আনন্দদায়ক। আপনি নিজেকে ভালো ভাবে প্রস্তুত করেই ভারতের বিরুদ্ধে নামতে চাইবেন। ওদের ব্যাটিং লাইন আপ বিশ্বমানের।’ শামসি সম্বন্ধে বলতে গিয়ে কেশব মহারাজ বলেন, ‘আমি মনে করি না ওর (শামসির) খারাপ সময় গেছে (লখনউতে প্রথম ওয়ানডেতে)। পরিসংখ্যান দেখে বোঝার উপায় নেই ২২ গজে একজনের ভালো না খারাপ সময় গিয়েছে। 

আরও পড়ুন… পিঠের চোটে ছিটকে যাওয়া পেসারের পরিবর্ত ঘোষণা করল ভারত, দলে ঢুকলেন ওয়াশিংটন সুন্দর

ভারতীয় ব্যাটারদের কারুর বিরুদ্ধে আক্রমণাত্মক খেলতে হত। দুর্ভাগ্যজনকভাবে সেই দিন সেই বোলারটি ছিলেন শামসি। আমি মনে করি তা সত্ত্বেও ও নিজের নার্ভ ভালো ভাবে ধরে রেখেছিল। গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছে। আমি মনে করি ওর ফর্ম নিয়ে সমস্যা নেই। সময়ের অপেক্ষা ওর ফর্মে ফিরে আসাটা। আমরা জানি ওর কতটা ভালো খেলার ক্ষমতা রয়েছে।’

বন্ধ করুন