দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত তারা। একাধিক ম্যাচ জিতিয়েছেন। কেউ বল হাতে বিপক্ষ দলের ব্যাটারকে ল্যাজে গোবরে করেছেন। আবার অপরজন ব্যাট হাতে বোলারদের একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। কিন্তু বর্তমানে দুই ক্যারিবিয়ান তারকাকেই একেবারে ছন্দে দেখা যাচ্ছে না। প্রায় প্রতি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হচ্ছেন তারা। কিন্তু একটা সময় সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল নাইট সমর্থকদের ভরসা ছিল। কিন্তু বর্তমানে দুই ক্রিকেটারই একেবারে ফর্মে নেই।
তবে এই দুই ক্যারিবিয়ান তারকার উপর থেকে এখনই আস্থা হারাচ্ছেন না কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। বরং তিনি আশা করেন, এই দুই সিনিয়র নাইট ক্রিকেটার আগের মতো ফর্মে ফিরে আসবে। এক সাক্ষাৎকারে নাইট হেডস্যার জানান, 'এখনই সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে বেশি কিছু ভাবছি না আমি। ওরা এই দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলছে। ফলে অভিজ্ঞতা অনেক। এই মুহূর্তে সময়টা খারাপ যাচ্ছে। তবে আমার আশা খুব তাড়াতাড়ি ওরা আগের মতো ফর্মে ফিরবে। কারণ এই দুই ক্রিকেটার ছাড়া কলকাতা নাইট রাইডার্স দল অসম্পূর্ণ। এখনই আমি হাল ছেড়ে দিচ্ছি না।'
কলকাতা নাইট রাইডার্স দলে দীর্ঘদিন ধরে খেলছেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। একাধিক অধিনায়ক বদল হলেও এই দুই ক্রিকেটারকে ধরে রেখেছে নাইট ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বর্তমানে মোটেই প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারছেন না দুই ক্রিকেটার। অনেকেই এই দুই ক্রিকেটারের অফফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু এই মরশুমেই নয়, গত মরশুমেও এই দুই ক্রিকেটারের অফফর্ম প্রশ্নের মুখে ফেলে দেয়। তবে নাইট কোচের সুরে এটা স্পষ্ট, এখনও এই দুই ক্রিকেটারের উপর থেকে আস্থা হারাচ্ছে না তারা।
এই মরশুমে এখনও পর্যন্ত ধারাবাহিকতার মধ্যে নেই কেকেআর। দীর্ঘ তিন ম্যাচে হারের পর অবশেষে গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে জয়ের মুখ দেখতে পেয়েছে কেকেআর। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান নাইট কোচ। তবে আরসিবি ম্যাচের আগে ক্রিকেটারদের বিশেষ পরামর্শ দেন চন্দ্রকান্ত পণ্ডিত। সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। এই প্রসঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, 'সোশ্যাল মিডিয়ায় অনেক খবর পাওয়া যায়, যা একজন মানুষকে দুর্বল করে তোলে। তাই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছি।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।