ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং ফর্ম গত আড়াই বছর ধরে ভারতের জন্য মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সাল থেকে বিরাট কোহলির ব্যাট থেকে কোনও আন্তর্জাতিক সেঞ্চুরি পাওয়া যায়নি। এমন কি এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কোহলিকে বিবেচনা করা হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জল্পনা রয়েছে কোহলি যদি ফর্মে না উন্নতি করতে পারেন, তাহলে হয়তো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলে জায়গা নাও পেতে পারেন। তাই আসন্ন ইংল্যান্ড সফর কোহলি ও ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে বিরাট কোহলির ব্যাটিং ফর্ম ফিরে পাওয়ার জন্য একটি অভিনব পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিং। একটি খারাপ সময় কীভাবে কাটিয়ে উঠবেন কোহলি তার জন্যই বিশেষ পরামর্শ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। আরপি সিং বলেছেন, ‘কোহলির ব্যাটিং ফর্ম ফিরে পেতে সময় লাগবে। এর প্রধান কারণ কোহলি বেশিরভাগ সময়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন। এই ফর্ম্যাটে ক্রিজে খেলে ফর্মে ফেরার সম্ভাবনা কম। এই ফর্ম্যাটে একজন ব্যাটসম্যান মাত্র কয়েকটি বল খেলতে পারে।’ আরপি সিং বলেছেন ‘কোহলি আরও টেস্ট এবং ওয়ানডে খেললে তার ফর্ম ফিরে পেতে পারেন।’
আরপি সিং বলেন, ‘ফর্মে ফিরতে আমরা ৫০-৫৫ বলে ৬০ রান করে শুরু করতে পারি। যখন আপনি খারাপ ফর্মে থাকবেন তখন ৫৫ বলে ১০০ রান করার আশা করবেন না। ক্রিজে সময় কাটান এবং এক বা দুই রান করে ছন্দ খুঁজে নিন।’ দীর্ঘ সময় ধরে নিজের ব্যাটিং দিয়ে ভক্তদের স্তব্ধ করা কোহলি এখন ভয় পান যে যতবারই ব্যাট স্পর্শ করবেন বল বেরিয়ে আসবে। আরপি সিং আরও বলেন, ‘তিনি ফর্মে ফিরে আসার জন্য সঠিক পদ্ধতি নিয়েছিলেন কিন্তু তিনি যে ফর্ম্যাটটি বেছে নিয়েছিলেন তা ভুল ছিল।’ আইপিএলে কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাত্র ৩৪১ রান করেন, যার মধ্যে দুটি হাফ সেঞ্চুরিও ছিল। কোহলি এখন আগামী মাসে ভারতের ইংল্যান্ড সফরে খেলবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।