৪২ বছর বয়সেও যেন চিতাবাঘের মতোই ক্ষিপ্রতা, মহম্মদ কাইফ মনে করাচ্ছেন অতীতের সেই স্মৃতি। লেজেন্ডস লিগ ক্রিকেটে একাধিক আশ্চর্যজনক ক্যাচ ধরে সেটাই প্রমাণ করছেন ভারতের প্রাক্তন তারকা। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কাইফের লেজেন্ডস লিগ ক্রিকেটের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হচ্ছে। সেই ভিডিয়ো দেখে সকলেরই পুরানো দিনের কথা মনে পড়ে যেতে পারে। শনিবার রাতে দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর এলিমিনেটর ম্যাচটি খেলা হয়েছিল। এই ম্যাচে এশিয়া লায়ন্স গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারত মহারাজাদের পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে যেখানে তারা এখন বিশ্ব জায়ান্টদের মুখোমুখি হবে। এই ম্যাচ চলাকালীন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… মোহনবাগানের কোচের সিদ্ধান্ত মানতে পারছেন না হুগো বৌমাস- ফেরান্দোর কৌশল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন
৪২ বছর বয়সে দুর্দান্ত ফিল্ডিং করে ভক্তদের মন জেতার পাশাপাশি সমর্থকদের পুরানো দিনের কথা মনে করিয়ে দিলেন মহম্মদ কাইফ। এই ম্যাচে মহম্মদ কাইফ হাওয়ায় লাফিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেন। ঘটনাটি ঘটেছে এশিয়া লায়ন্সের ইনিংসের নবম ওভারে। সেই সময়ে দুর্দান্ত ব্যাটিং করছিলেন উপল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশান। এই জুটি প্রথম উইকেটে ৮৩ রান যোগ করে। নবম ওভারে বল করতে আসেন প্রজ্ঞান ওঝা। তাঁর ওভারের পঞ্চম বলে কভার দিয়ে চার মারতে চেয়েছিলেন থারাঙ্গা। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা মহম্মদ কাইফ ডানদিকে ডাইভ দিয়ে এক হাতে ক্যাচ ধরেন। ধারাভাষ্যকাররাও কাইফের এই প্রচেষ্টা দেখে খুব উত্তেজিত হয়ে যান। ২০১৩ সালেও যে তিনি এমন ধরনের ক্যাচ ধরতেন সেটাই জানান তিনি। কাইফের এই ক্যাচ দেখে মুগ্ধ ভারতীয় খেলোয়াড়রাও।
আরও পড়ুন… আমি মাইলস্টোনের জন্য বেশি ভাবি না- ৯৯ আউট হওয়ায় হতাশ নন সোফি ডিভাইন
ম্যাচের কথা বললে, এই ম্যাচে প্রথমে ব্যাট করে এশিয়া লায়ন্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে। স্টুয়ার্ট বিনি এবং প্রজ্ঞান ওঝা এই সময়কালে ভারতের মহারাজার হয়ে দুটি করে সাফল্য পান। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় ভারত মহারাজা দল। এই সময়ে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক গৌতম গম্ভীর। ৪ জন টপ অর্ডার ব্যাটসম্যান ছাড়া কোনও ভারতীয় খেলোয়াড়ই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। এশিয়া লায়ন্সের হয়ে দুটি করে উইকেট নেন সোহেল তানভীর, আবদুল রাজ্জাক ও মহম্মদ হাফিজ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup