আইনি জটিলতায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ একই সঙ্গে নোটিশ ধরাল বিসিসিআই সভাপতি ও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনকে। অনলাইন ফ্যান্টাসি লিগ অ্যাপগুলির প্রচার ও সমর্থনের জন্য সৌরভ ও কোহলিকে নোটিশ পাঠায় আদালত।
বিরাট কোহলি ও সৌরভ উভয়েই যুক্ত রয়েছেন অনলাইন ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপনি প্রচারের সঙ্গে। এছাড়া মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, বীরেন্দ্র সেহওয়াগদেরও দেখা যায় এমনই অনলাইন গেমিং অ্যাপের প্রচারে।
বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি বি পুগালেন্ধিকে নিয়ে গঠিত মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ কোহলি ও সৌরভ ছাড়াও অনলাইন গেমিং অ্যাপের প্রচারে অংশ নেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে অভিনেতা প্রকাশ রাজ, তামান্না ভাটিয়া, রানা ও সুদীপ খানকে। নোটিস পাঠানো হয়েছে সংশ্লিষ্ট অ্যাপগুলিকেও। ১৯ নভেম্বরের মধ্যে আদালতে জবাব দিতে হবে সৌরভদের।
আইনজীবী মহম্মদ রিজবির দায়ের করা মামলার প্রেক্ষিতেই নোটিশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট তারকাদের। অনলাইন গেমে টাকা খুইয়ে কয়েকজন তরুণ আত্মহত্যা করার পরেই তিনি মামলা দায়ের করেন এই মর্মে।
এর আগেও গেমিং অ্যাপের নামে অনলাইন জুয়ায় প্রচার চালানোর অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছিল বিরাট কোহলির নামে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।