বাংলা নিউজ > ময়দান > ধোনি তো খচে লাল হয়ে গিয়েছিল, ২০১১ বিশ্বকাপের এক অজানা কাহিনি শোনালেন সোয়ান

ধোনি তো খচে লাল হয়ে গিয়েছিল, ২০১১ বিশ্বকাপের এক অজানা কাহিনি শোনালেন সোয়ান

গ্রেম সোয়ান ও মহেন্দ্র সিং ধোনি। ছবি- গেটি ইমেজেস।

ভারত-ইংল্যান্ডের বিখ্যাত টাই ম্যাচে ধোনিকে নিয়ে এক কাহিনি জানালেন সোয়ান।

২০১১ সালের বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল দ্বিতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এক দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও, সেই স্মৃতি আজও সকলে ভারতীয় ক্রিকেট ভক্তের মনে তাজা। সেই বিশ্বকাপের এক অজানা কাহিনি এতদিনে ফাঁস করলেন প্রাক্তন ইংল্যান্ড তারকা গ্রেম সোয়ান।

সেই বিশ্বকাপেরই দ্বিতীয় ম্যাচে ভারত ও ইংল্যান্ড এক চিরস্মরণীয় টাই ম্যাচ খেলেছিল। ভারতীয় দল প্রথমে ৩৩৮ রান করার পর, তৎকালীন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের ১৫৮ রানে ভর করে ইংল্যান্ড ম্যাচ টাই করে। তবে এই উত্তেজক ম্যাচে ভাগ্য একবার ভারতের দিকে, তো একবার ইংল্যান্ডের দিকে ঘুরপাক খাচ্ছিল। শেষমেশ গ্রেম সোয়ান শেষ অবধি টিকে থেকে ইংল্যান্ডকে ম্যাচ টাই করাতে সাহায্য করেন। ইংল্যান্ডের সেই ইনিংসেরই এক ঘটনা জানান সোয়ান।

তিনি বলেন, ‘আমরা এক সময় সহজেই ম্যাচ জিতছিলাম এবং মজা করছিলাম যে ভারত ২০ রান কম করেছে। তারপর হঠাৎ করেই মিশ্র (পীযুষ চাওলা) দুই উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দেয়। তারপর তো দেখে মনে হচ্ছিল আমরা ম্যাচ জিতবই না। বোলারদের কাঁধে দায়িত্ব এসে পড়েছিল। আমি ব্যাট করতে নামি এবং মিশ্রকে (চাওলা) একটি ছয় হাঁকাই। ওর জেরে ম্যাচে ফিরি আমরা। তখনও আমাদের জয়ের জন্য ১৪ রান দরকার ছিল। তারপর এজে (আজমল শেহজাদ) নেমেই আমার মাথার উপর দিয়ে সোজা একটা ছক্কা মারে।’

এরপরেই ‘ক্যাপ্টেন কুল’ হিসাবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি শেষ ওভারে মেজাজ হারান বলে জানান সোয়ান। ‘শেষে দুই বলে চার রান বাকি ছিল। আমরা ওই বলে দুই রান নিয়েছিলাম, তবে সত্যি বলতে ওটা দুই রান ছিল না। তারপরেই আমি নিশ্চিতভাবে বলতে পারি ধোনি খচে লাল হয়ে গিয়েছিল। শেষ বলে কভারের ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে বল বাঁচিয়ে দেওয়ায় আমরা এক রানই নিতে পারি।’ জানান সোয়ান। এই ঘটনাই প্রমাণ করে দেয় বিরাট চাপের মুখে অনেক সময় ‘ক্যাপ্টেন কুল’ও নিজের ‘কুল’ হারান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

EDকে বলে কাজ হয়নি, গার্ডেনরিচে বেআইনি নির্মাণ রুখতে আদালতে BJP নেতা রাকেশ সিং এসেছে ভোট! দেশি পিস্তলে মন ভরছে না, বিদেশি 'ঘোড়ার' চাহিদা তুঙ্গে উত্তরবঙ্গে ‘কেউ কেন এতবার…’, কাঞ্চনের ৩য় বিয়ে ‘টিকবে কতদিন’ মাপছে নেটপাড়া! কী জবাব পিঙ্কির ২০২৪ সালের দোল পূর্ণিমা কখন থেকে পড়ছে? রইল তারিখ, শুভ সময় গুরবাজ-বেঙ্কটেশ ওপেন করবেন? ইমপ্যাক্ট প্লেয়ারই বা কে হবেন? কী হবে KKR-এর একাদশ? ছোট পর্দায় ফের সৃজলা! দেখা মিলবে কোন ধারাবাহিকে? ‘‌যে বুথ বেশি লিড দেবে সেখানে বরাদ্দ বাড়বে’‌, সুভাষের বিরুদ্ধে কমিশনে তৃণমূল ওইটা চাই! ভাইয়ের সঙ্গে মালাবদল করলেন বিবাহিতা 'দিদি', কারণ জানলে হেসে ফেলবেন সাদা চা কী? কতটা উপকারী পানীয় এটি বিরাট ছাঁটাইয়ের আশঙ্কা Unilever কোম্পানিতে, কাজ যেতে পারে ৭৫০জনের, কেন জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.