শুভব্রত মুখার্জি:- ভারত তথা বিশ্ব ব্যাডমিন্টনের অন্যতম সফল জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ভারতের হয়ে একাধিক টুর্নামেন্টে সফল হয়েছে এই জুটি। গড়েছে একাধিক নজির। এবার তাঁদের কেরিয়ারে আরও এক নজির গড়া থেকে মাত্র একধাপ দূরে আছেন তাঁরা। ইতিমধ্যেই তাঁরা পৌঁছে গিয়েছেন মালয়েশিয়া ওপেনের ফাইনালে। ফলে একধাপ দূরে রয়েছেন নিজেদের কেরিয়ারে দ্বিতীয় সুপার ১০০০ সিরিজের খেতাব জয় থেকে। শনিবাসরীয় বিকেলে অনবদ্য ফর্মে ছিলেন এই ভারতীয় জুটি। নিজেদের সেই ফর্মকে হাতিয়ার করেই তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন।
গত বছর জুনে সাত্ত্বিক-চিরাগ জুটি তাদের প্রথম সুপার ১০০০ সিরিজের ফাইনাল জিতেছিল। ইন্দোনেশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। কয়েকমাস আগে এশিয়ান গেমসের ডাবলসেও সোনা জিতে তারা ইতিহাস গড়েছিল। আর এদিন মালয়েশিয়াতে তারা হারিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়ন কোরিয়ার জুটিকে।
সিও সিয়ঙ্গ জাই এবং কাঙ্গ মিন হুকডিসড জুটিকে তারা হারিয়ে দিয়েছে শনিবার। কোরিয়ার জুটিকে ভারতীয় জুটি হারিয়ে দিয়েছে স্ট্রেট গেমে। আর সঙ্গে সঙ্গেই তারা প্রবেশ করে গিয়েছে এই মরশুমে তাদের প্রথম ফাইনালে। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাত্ত্বিক-চিরাগ জুটি। এদিন দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করেছে তারা। অবিশ্বাস্যভাবে দ্বিতীয় গেম জিতে ম্যাচ জিতেছে তারা।
খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ২১-১৮, ২২-২০। গত বছর জুনে কোরিয়ার এই জুটিকেই হারিয়েছিল ভারতীয় জুটি। ভারতীয় এবং কোরিয়ান জুটির হেড-টু-হেড অর্থাৎ মুখোমুখি সাক্ষাতের রেকর্ডে ভারতীয় জুটি ৩-১ ফলে এগিয়ে রয়েছে।
ম্যাচে এদিন খুব বড় ব়্যালি হয়নি। ছোট ছোট পয়েন্টে খেলা হয়েছে। ড্রপ শট, নেট প্লেতে বেশি জোর দিয়েছিল দুই জুটিই। এদিন ম্যাচে দুটি গেমেই দুরন্ত লড়াই চলেছে। প্রথম গেমে ভারতীয় দল একটা সময় ৯-৫ এবং ১৭-১৩ ফলে এগিয়ে ছিল।সেখান থেকেই প্রথম গেম তারা জয় নিশ্চিত করে।
দ্বিতীয় গেমে ভারতীয় জুটি প্রথমে ১১-৬ এবং পরবর্তীতে ১৭-১১ পয়েন্টে পিছিয়ে ছিল। একটা সময় কোরিয়ান জুটি দ্বিতীয় গেম জয় থেকে মাত্র এক পয়েন্ট দূরে ছিল। খেলার ফল কোরিয়ানদের পক্ষে ছিল ২০-১৪। মনে হয়েছিল ম্যাচ গড়াবে তৃতীয় গেমে। কিন্তু এখান থেকেই অবিশ্বাস্য কামব্যাক করে ভারতীয় জুটি দ্বিতীয় গেম জেতার পাশাপাশি ম্যাচ জয়ও নিশ্চিত করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।