ফিটনেস দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে, বয়স ছাড়িয়েছে ৩৯। শনিবার এসএ ২০-র ম্যাচে যে রকম ফিল্ডিংয়ের নমুনা পেশ করলেন ফ্যাফ ডু'প্লেসি, তা দেখে লজ্জা পাবেন তরুণরাও। এমআই কেপ টাউনের ডেওয়াল্ড ব্রেভিসকে ফেরাতে যে ক্যাচটি ধরেন জো'বার্গ সুপার কিংসের ক্যাপ্টেন, তাকে এককথায় অবিশ্বাস্য বলতেই হয়।
ওয়ান্ডারার্সে এদিন এমআই কেপ টাউন বনাম জো'বার্গ সুপার কিংস ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি দেখা যায়। কার্যত একতরফা ছড়ি ঘোরায় এমআই। তবে ম্যাচ থেকে সম্ভবত সুপার কিংসের একমাত্র পাওনা ডু'প্লেসির ক্যাচ।
টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন এমআই। রাসি ভ্যান ডার দাসেন ও রায়ান রিকেলটনের ওপেনিং জুটিতেই রানের পাহাড়ে চড়ে কেপ টাউন। ওপেনিং জুটিতে দু'জনে যোগ করেন ২০০ রান, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড।
দাসেন ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্য়ে মাত্র ৪৬ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান। শেষে ১৫.৩ ওভারে ইমরান তাহিরের বলে ফেরেইরার হাতে ধরা পড়েন রাসি। ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্য়ে ৫০ বলে ১০৪ রান করে মাঠ ছাড়েন তিনি।
দাসেন আউট হওয়ার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। যদিও বেবি এবি ক্রিজে খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৬.৪ ওভারে লিজাড উইলিয়ামসের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন ব্রেভিস। বল ব্যাটে ঠিকমতো কানেক্ট হয়নি। বল মিড-অফ অঞ্চলে উড়ে যায়। ডু'প্লেসি নিজের পিছন দিকে দৌড়ে শরীর ছুঁড়ে দেন। কার্যত নাগালের বাইরে থাকা বল এক হাতে লুফে নেন ফ্যাফ। তাঁর এমন দুর্দান্ত ক্যাচের ফলেই ব্যক্তিগত ৫ রানে আউট হতে হয় ব্রেভিসকে।
ম্যাচে যদিও ৯৮ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয় সুপার কিংসকে। এমআই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৪৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। টুর্নামেন্টের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড। এর আগে গত বছর ক্যাপিটালসের বিরুদ্ধে সুপার জায়ান্টস তোলে ৪ উইকেটে ২৫৪ রান। সেটিই এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড। এমআই কেপ টাউনের টুর্নামেন্টে ইতিহাসে এটিই সব থেকে বেশি রানের দলগত ইনিংস।
দাসেন সেঞ্চুরি করলেও নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন রিকেলটন। ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৯৮ রান করে মাঠ ছাড়েন রায়ান। ২টি উইকেট নেন জো'বার্গের নান্দ্রে বার্গার।
জবাবে ব্যাট করতে নেমে সুপার কিংস ১৭.৫ ওভারে ১৪৫ রানে অল-আউট হয়ে যায়। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন লিউস ডু'প্লুই। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৪৮ রান করে রান-আউট হন তিনি। রোমারিও শেফার্ড ৩৪ রান করেন। ২টি করে উইকেট নেন জর্জ লিন্ডে ও ওলি স্টোন।