নেপালের জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মনোজ প্রভাকর। গত অগস্ট মাসে নেপালের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে নিযুক্ত হন তিনি। কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পরে তাঁর প্রশিক্ষণে নেপাল পাঁচটি টি-টোয়েন্টি এবং সাতটি ওডিআই ম্যাচ খেলেছে। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার লিগের চারটি ম্য়াচ খেলেছে নেপাল।
মনোজ প্রভাকর কোচ থাকাকালীন নেপাল দলের পারফরম্যান্স বেশ ভালোই ছিল। অগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পরে কেনিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্য়বধানে জেতে নেপাল। এরপর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতে মনোজ প্রভাকরের দল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বে খেলে তারা।
আরও পড়ুন:- শতরান করলে বদলে যাবে পৃথিবী! শ্রেয়সকে এমনটাই বলে উদ্দীপ্ত করেছিলেন শুভমন
নতুন বছর শুরুর আগেই নেপাল জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন প্রভাকর। নেপাল ক্রিকেট সংস্থা টুইট করে প্রভাকরের সরে যাওয়ার কথা জানিয়েছে। এনসিএ জানিয়েছে, 'নেপাল জাতীয় ক্রিকেট দলের হেড কোচ মনোজ প্রভাকর নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পদত্য়াগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী দিনে তাঁর সাফল্য় কামনা করি।'
৫৯ বছর বয়সী প্রভাকর ভারতের জার্সি গায়ে ৩৯টি টেস্ট খেলেছেন ১৯৮৪ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত। টেস্টে ৯৬টি উইকেট এবং ১৬০০ রান রয়েছে তাঁর ঝুলিতে। টেস্টের পাশাপাশি ১৩০টি ওডিআই ম্য়াচ খেলেছেন প্রভারক। ওডিআইতে তাঁর সংগ্রহ ১৫৭টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।