Mitchell Starc IND vs AUS ODI: বিশাখাপত্তনমে ভারতীয় ব্যাটারকে কাঁদিয়ে ছাড়লেন মিচেল স্টার্ক। আট ওভারে ৫৩ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন। সেই ধাক্কা সামলাতে না পেরে ১১৭ রানে অল-আউট হয়ে যায় ভারত। সেইসঙ্গে একদিনের ক্রিকেটে সর্বাধিক বার পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় তিন নম্বরে উঠে এলেন।
1/5ওয়াকার ইউনিস: ২৫৮ ইনিংসে ১৩ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা। যিনি সর্বকালের অন্যতম সেরা পেস বোলার। (ফাইল ছবি, সৌজন্যে গেটি ইমেজস)
2/5মুথাইয়া মুরলীধরন: একদিনের ক্রিকেটে ৩৪১ ইনিংস ১০ বার পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি। যিনি টেস্টে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারী। (ফাইল ছবি, সৌজন্যে গেটি ইমেজস)
3/5মিচেল স্টার্ক: একদিনের ক্রিকেটে ন'বার পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিলেন অস্ট্রেলিয়ার তারকা বাঁ-হাতি পেসার। মাত্র ১০৯ টি ইনিংসে ন'বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। প্রথম পাঁচে যাঁরা আছেন, তাঁদের মধ্যে একমাত্র স্টার্কই এখন খেলছেন। বাকিরা অবসর গ্রহণ করে ফেলেছেন। (ছবি সৌজন্যে এপি)
4/5ব্রেট লি: একদিনের ক্রিকেটে সর্বাধিক বার পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিডস্টার। ২১৭ টি ইনিংসে ন'বার পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
5/5শাহিদ আফ্রিদি: ৩৭২ টি ইনিংসে ন'বার পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা তথা পাকিস্তানের অন্যতম সেরা অল-রাউন্ডার। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)