বাংলা নিউজ > ময়দান > Mitchell Starc IND vs AUS ODI: মাত্র ১০৯ ইনিংসে ODI-তে ৯ বার পাঁচ উইকেট স্টার্কের! প্রথম পাঁচে নেই কোনও ভারতীয়

Mitchell Starc IND vs AUS ODI: মাত্র ১০৯ ইনিংসে ODI-তে ৯ বার পাঁচ উইকেট স্টার্কের! প্রথম পাঁচে নেই কোনও ভারতীয়

Mitchell Starc IND vs AUS ODI: বিশাখাপত্তনমে ভারতীয় ব্যাটারকে কাঁদিয়ে ছাড়লেন মিচেল স্টার্ক। আট ওভারে ৫৩ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন। সেই ধাক্কা সামলাতে না পেরে ১১৭ রানে অল-আউট হয়ে যায় ভারত। সেইসঙ্গে একদিনের ক্রিকেটে সর্বাধিক বার পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় তিন নম্বরে উঠে এলেন।