ভারতকে সব রকম আইসিসি ট্রফির স্বাদ পাইয়ে দিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সফল অধিনায়ক তিনি। গত কয়েক বছর হল ভারতীয় ক্রিকেট দলের জার্সি তুলে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে শুধুমাত্র আইপিএল খেলছেন ক্যাপ্টেন কুল।ভারতীয় ক্রিকেটের সম্পদ বললেও ভুল হবে না। এবার তাঁকেই হাতের সামনে পেয়ে গেলেন অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটাররা।
মাস্টার কার্ড আয়োজিত একটি প্রশিক্ষণ শিবিরে দেখা গেল ধোনি এবং অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটারদের। ক্রিকেট ক্লিনিক এমএসডি নামক এই কর্মশালাটি আয়োজন করা হয় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ১৫ জন অনূর্ধ্ব-১৯ দলের মহিলাকে ক্রিকেটারদের নিয়ে এই শিবির আয়োজন করা হয়। ধোনি তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন তাদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই বেসরকারি সংস্থার আয়োজিত একটি প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান থেকে এই ১৫ জন ক্রিকেটারকে বেঁছে নেওয়া হয়েছে।
মাস্টার কার্ড আয়োজিত এই কর্মশালায় বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক তরুণ এই মহিলা ক্রিকেটারদের শেখান চাপের মুখে কিভাবে মাথা ঠান্ডা রেখে খেলতে হয়। কী ভাবে তারা তাদেরকে কেরিয়ারকে আরও সুন্দর করে সাজাতে পারবেন। সঠিক পরিকল্পনা করে কিভাবে কেরিয়ারে এগিয়ে যাওয়া যায়। স্বয়ং ধোনির থেকে এই টিপস পেয়ে স্বাভাবিকভাবে খুশি মেয়েরা।
ধোনি বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে ভারত সব সময় শক্তিশালী অবস্থান রেখেছে। এখন মহিলা ক্রিকেটাররা তাদের ধারাবাহিক পারফরম্যান্স এবং দৃঢ়তার সঙ্গে অনেক এগিয়ে এসেছে। এই শিবির চলাকালীন আমি অনেক ভারতীয় মহিলা ক্রিকেটারের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাদেরকে দেখে আমার মনে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ ঠিক পথেই এগোচ্ছে।’ মাহি আরও বলেন, ‘মহিলা ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তাদেরকে আরও অভিজ্ঞ করে তুলতে হবে।’
কিছুদিন আগেই ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে। স্বাভাবিক ভাবেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় ভারতীয় উইমেন্স ক্রিকেটের মাথায় একটা পালক যুক্ত করেছে। আর সেই বিশ্বকাপ জয় এটা পরিস্কার করে দিয়েছে, ভারতের মহিলা ক্রিকেট আগের চেয়ে অনেক উন্নতি করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।