বাংলা নিউজ > ময়দান > IND vs NZ T20I Record: ১৬৮ রানে হেরে T20-র ইতিহাসে চরম লজ্জার মুখে নিউজিল্যান্ড, নজির ভারতের

IND vs NZ T20I Record: ১৬৮ রানে হেরে T20-র ইতিহাসে চরম লজ্জার মুখে নিউজিল্যান্ড, নজির ভারতের

আমদাবাদে উচ্ছ্বাস ভারতীয় খেলোয়াড়দের। (ছবি সৌজন্যে এএফপি)

India vs New Zealand: আমদাবাদে সিরিজ নির্ণায়ক তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ১৬৮ রানে গুঁড়িয়ে দিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে চার উইকেটে ২৩৪ রান তোলেন হার্দিক পান্ডিয়ারা। ১২.১ ওভারে ৬৬ রানে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড।

আমদাবাদে ১৬৮ রানে হেরে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে লজ্জার মুখে পড়ল নিউজিল্যান্ড। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির পূর্ণ সদস্যের মধ্যে সবথেকে বড় ব্যবধানে হারের মুখে পড়েছেন কিউয়িরা। এতদিন ওয়েস্ট ইন্ডিজকে যে লজ্জা বইতে হতে হচ্ছিল।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে জয় (আইসিসির পূর্ণ সদস্য দেশ)

১) ভারত, ১৬৮ রানে জয়, বনাম নিউজিল্যান্ড, আমদাবাদ, ২০২৩ সাল। 

২) পাকিস্তান, ১৪৩ রানে জয়, বনাম ওয়েস্ট ইন্ডিজ, করাচি, ২০১৮ সাল। 

৩) ভারত, ১৪৩ রানে জয়, বনাম আয়ারল্যান্ড, ডাবলিন, ২০১৮ সাল।

৪) ইংল্যান্ড, ১৩৭ রানে জয়, বনাম ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট কিটস, ২০১৯ সাল।

৫) অস্ট্রেলিয়া, ১৩৪ রানে জয়, বনাম শ্রীলঙ্কা, অ্যাডিলেড, ২০১৯ সাল।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে জয়

১) চেক প্রজাতন্ত্র, ২৫৭ রানে জয়, বনাম তুরস্ক, ২০১৯ সাল। 

২) কানাডা, ২০৮ রানে জয়, বনাম পানামা, ২০২১ সাল। 

৩) তানজানিয়া, ১৮৪ রানে জয়, বনাম ক্যামেরুন, ২০২২ সাল। 

৪) তানজানিয়া, ১৭৮ রানে জয়, বনাম ক্যামেরুন, ২০২১ সাল। 

৫) রোমানিয়া, ১৭৩ রানে জয়, বনাম তুরস্ক, ২০১৯ সাল।

৬) শ্রীলঙ্কা, ১৭২ রানে জয়, বনাম কেনিয়া, ২০০৭ সাল। 

৭) মোজাম্বিক, ১৭১ রানে জয়, বনাম ক্যামেরুন, ২০২১ সাল।

পরিসংখ্যান অনুযায়ী, সার্বিকভাবে টি-টোয়েন্টির ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে (রানের নিরিখে) জয়ের তালিকায় অষ্টম স্থানে আছে ভারত। আমদাবাদে নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়ে সেই জায়গা দখল করেছে টিম ইন্ডিয়া।

ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ

বুধবার আমদাবাদে সিরিজ নির্ণায়ক তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ১৬৮ রানে গুঁড়িয়ে দিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে চার উইকেটে ২৩৪ রান তোলেন হার্দিক পান্ডিয়ারা। ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন শুভমন গিল। ২২ বলে ৪৪ রান করেন রাহুল ত্রিপাঠি। বেধড়ক মার খান নিউজিল্যান্ডের বোলাররা।

আরও পড়ুন: Ind vs Nz- ঘনঘন খেলা নিয়ে অভিযোগ নেই, শতরানের পর প্রস্তুতিতেই কৃতিত্ব শুভমনের

ভারতীয় বোলাররা পুরো উলটো কাজ করেন। কিউয়ি ব্যাটারদের পুরোপুরি ধ্বংস করে দেন। সাহায্য করেন ফিল্ডাররা। দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব, রাহুলরা। সেই সুবাদে ১২.১ ওভারে ৬৬ রানে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। চার ওভারে ১৬ রানে চার উইকেট নেন হার্দিক পান্ডিয়া। দুটি করে উইকেট নেন আর্শদীপ সিং, উমরান মালিক এবং শিবম মাভি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন