শুভব্রত মুখার্জি
নিউজিল্যান্ডের মাটিতে সময়টা একেবারে ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। একের পর এক ম্যাচে তারা হারের সম্মুখীন হয়েছে। প্রথম টেস্টে হ্যামিলটনে কার্যত তাদের উড়িয়ে দিয়েছিলেন কেন উইলিয়ামসন একাই। তাঁর দ্বি-শতরানের সামনে মুখ থুবড়ে পড়েছিল ক্যারিবিয়ান ব্রিগেড। দ্বিতীয় টেস্টে পিতৃত্বকালীন ছুটির কারণে নেই উইলিয়ামসন। তবে ছবিটার পরিবর্তন হয়নি। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস হার এড়াতে লড়ছেন ক্যারিবিয়ানরা। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৪৪ রান।
নিউজিল্যান্ডের ৪৬০ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে গিয়েছিল হোল্ডার বাহিনী। স্বভাবতই ফলো-অন করতে পাঠান কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সেই একই ব্যর্থতার মুখে পড়েন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। দুই ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও জন ক্ল্যাম্পবেল মধ্যাহ্নভোজের বিরতির আগেই প্যাভিলিয়নে ফেরেন। ৬৮ রান করেন ক্যাম্পবেল। মাত্র চার রানে বোল্টের বলে আউট হন ড্যারেন ব্রাভো। কোনও রান না করে আউট হন রস্টন চেজ। অধিনায়ক জেসন হোল্ডারের অপরাজিত ৬০ রান এখনও বাঁচিয়ে রেখেছে ভেন্টিলেশনে চলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে।
স্বল্প আলোর় কারণে তৃতীয় দিনের খেলা নির্ধারিত ওভারের আগেই শেষ হয়। নিউজিল্যান্ডের চেয়ে এখনও ৮৫ রান পিছিয়ে ক্যারিবিয়ানরা। তিন উইকেট নিয়েছেন পেসার ট্রেন্ট বোল্ট। সোমবার আর চার উইকেট নিতে পারলেই টেস্টে ওযেস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে নিউজিল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।