শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হচ্ছে অলিম্পিক্সে টেনিসের আসর। বরাবরই মেগা ইভেন্টে টেনিসের দিকে তাকিয়ে থাকে ভারতীয় সমর্থকরা। এবার তাদের ভরসা সানিয়া মির্জা, সুমিত নাগালরা। তবে শুরুতেই বেশ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে ভারতীয় টেনিস তারকাদের।
ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া মির্জা এ বার তরুণ তুর্কি অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেধে অলিম্পিক্সের কোর্টে নামছেন। ভারতীয় জুটির প্রতিপক্ষ ইউক্রেনের যমজ কিচেনক বোনেরা। প্রসঙ্গত, কিচনেক বোনদের নাদিয়ার সঙ্গে ভালভাবে পরিচিত মির্জা। মা হবার পর তাঁর সঙ্গেই তো জুটি বেধে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন সানিয়া। এবার তাঁর মুখোমুখি ভারতীয় কিংবদন্তি সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না জুটি।
অপরদিকে, সিঙ্গেলসে শেষ মুহূর্তে প্রচুর তারকা নাম তুলে নেওয়ায় সুযোগ পাওয়া নাগালের চ্যালেঞ্জটাও নেহাত কম নয়। প্রথম রাউন্ডে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে পরাজিত করলেও দ্বিতীয় রাউন্ডে তাঁর দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভের মুখোমখি খেলার সম্ভাবনা প্রবল, যা একেবারেই সহজ হবে না।
সদ্য উইম্বলডন জেতা নোভাক জকোভিচ কোর্টে নামবেন হুগো ডিলিয়নের বিপক্ষে। ২০ টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা এখনও অবধি অলিম্পিক্সে গোল্ড মেডেল জিততে ব্যর্থ হয়েছেন। অধরা খেতাব জয়ে বদ্ধপরিকর হবেন তিনি। মহিলা উইম্বলডন জয়ী অ্যাশলে বার্টি নিজের প্রথম অলিম্পিক্সে মুখোমুখি হবেন স্পেনের সারা সরিবেশ টরমোর।
প্রসঙ্গত, টানা দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে কানাডার ২০ বছর বয়সী তরুণ ফিলিক্স অজার-অ্যালিয়াসিমের বিরুদ্ধে কোর্টে নামছেন। উইম্বলডনে আলেকজান্ডার জেরেভকে পরাস্ত করে কোয়ার্টারে গিয়েছিলেন কানাডিয়ান উঠতি তারকা। উইম্বলডনেও নিজের ছাপ ছাড়ার সুযোগ রেয়েছে অজার-অ্যালিয়াসিমের কাছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।