শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের অন্যতম উঠতি তারকা প্রসিধ কৃষ্ণ বেশ কয়েক মরশুম ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করেছেন আইপিএলে। তার পরেই জাতীয় দলেও খেলার সুযোগ পান তিনি। সাদা বলের ক্রিকেটে যে কয়েকটি ম্যাচ তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন, সবকটিতেই তাঁর পারফরম্যান্স খুব ভালো ছিল। যখন ধীরে ধীরে জাতীয় দলে নিজের জায়গা পাকা করছিলেন তিনি, সেই সময়েই চোট পেয়ে ছিটকে যেতে হয় তাঁকে। তবে চোট সারিয়ে দীর্ঘ দিন বাদে ফিরে এসেছেন তিনি। আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই বল হাতে বাজিমাত করেছেন এই তারকা পেসার। কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার আয়োজিত টি-২০ লিগে প্রত্যাবর্তনেই নিয়েছেন চার চারটি উইকেট।
আরও পড়ুন: WTC Standings 2023-25: অজিরা হারায় স্বস্তি পেল ভারত-পাক, ইংল্যান্ড ঘাড়ে উঠল অস্ট্রেলিয়ার
মাউন্ট জয় ক্রিকেট ক্লাবের হয়ে এদিন খেলতে দেখা যায় তাঁকে। প্রতিপক্ষ ছিল স্যার সৈয়দ ক্রিকেটার্স। ম্যাচে বল হাতে দারুণ বল করেন তিনি। চার ওভার বল করে দেন ৩৬ রান। তুলে নেন চারটি উইকেটও। জি কস্তুরিরঙ্গন মেমোরিয়াল ট্রফির ম্যাচে আরএসআই মাঠে এদিন দারুণ ছন্দে ধরা দেন প্রসিধ কৃষ্ণ। বছর শেষে ভারতেই বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর তার আগে তাঁর এই পারফরম্যান্সের মধ্যে দিয়ে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে তাঁর ফেরার পথ প্রশস্ত করলেন প্রসিধ কৃষ্ণ। প্রসিধের ফর্মে ফেরার ইঙ্গিত নির্বাচকদের বেশ স্বস্তি দেবে। কয়েক দিনের মধ্যেই সাদা বলের ক্রিকেটে আসন্ন দুই সিরিজের জন্য দল বেছে নেবেন ভারতীয় নির্বাচকেরা। রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। তার পরেই শ্রীলঙ্কাতে এশিয়া কাপ খেলতে যাবে ভারতীয় দল।
অক্টোবর -নভেম্বর মাসে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগেই প্রসিধ কৃষ্ণর এই ফর্মে ফেরাতে আশায় বুক বাঁধতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটের সমর্থকেরা। তবে প্রসিধ কৃষ্ণ ভালো পারফরম্যান্স করলেও, এদিন জিততে পারেনি তাঁর দল মাউন্ট জয়। ১৫৬ রান তাড়া করে তারা জয় পায়নি। ১৩০ রানেই আটকে যেতে হয়েছে তাদের। ব্যাট হাতে ১ রানে অপরাজিত থাকেন প্রসিধ কৃষ্ণ। ২৭ বছর বয়সী প্রসিধ কৃষ্ণ ভারতের হয়ে ১১ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে খেলেছেন। শেষ বার ২০২২ সালের অগস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেন তিনি। এর পর ওই বছরের সেপ্টেম্বরে ভারত -এ দলের হয়েও নির্বাচিত হন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য। তবে স্ট্রেস ফ্র্যাকচার থাকায় ওই সিরিজে আর খেলা হয়নি তাঁর। ওই সিরিজে তাঁর পরিবর্তে খেলেছিলেন শার্দুল ঠাকুর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।