বাংলা নিউজ > ময়দান > চোট সারিয়ে ফিরেই ধামাকা প্রসিধ কৃষ্ণের, কর্ণাটক T20 লিগে নিলেন ৪ উইকেট

চোট সারিয়ে ফিরেই ধামাকা প্রসিধ কৃষ্ণের, কর্ণাটক T20 লিগে নিলেন ৪ উইকেট

দুরন্ত ছন্দ প্রসিধ কৃষ্ণ।

চোট সারিয়ে প্রতিযোগীতামূলক ক্রিকেচে ফিরেই বাজিমাত করলেন প্রসিধ কৃষ্ণ। কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার আয়োজিত টি-২০ লিগে প্রত্যাবর্তনেই তিনি তুলে নিয়েছেন চার চারটি উইকেট।

শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের অন্যতম উঠতি তারকা প্রসিধ কৃষ্ণ বেশ কয়েক মরশুম ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করেছেন আইপিএলে। তার পরেই জাতীয় দলেও খেলার সুযোগ পান তিনি। সাদা বলের ক্রিকেটে যে কয়েকটি ম্যাচ তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন, সবকটিতেই তাঁর পারফরম্যান্স খুব ভালো ছিল‌। যখন ধীরে ধীরে জাতীয় দলে নিজের জায়গা পাকা করছিলেন তিনি, সেই সময়েই চোট পেয়ে ছিটকে যেতে হয় তাঁকে। তবে চোট সারিয়ে দীর্ঘ দিন বাদে ফিরে এসেছেন তিনি। আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই বল হাতে বাজিমাত করেছেন এই তারকা পেসার। কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার আয়োজিত টি-২০ লিগে প্রত্যাবর্তনেই নিয়েছেন চার চারটি উইকেট।

আরও পড়ুন: WTC Standings 2023-25: অজিরা হারায় স্বস্তি পেল ভারত-পাক, ইংল্যান্ড ঘাড়ে উঠল অস্ট্রেলিয়ার

মাউন্ট জয় ক্রিকেট ক্লাবের হয়ে এদিন খেলতে দেখা যায় তাঁকে। প্রতিপক্ষ ছিল স্যার সৈয়দ ক্রিকেটার্স। ম্যাচে বল হাতে দারুণ বল করেন তিনি। চার ওভার বল করে দেন ৩৬ রান। তুলে নেন চারটি উইকেটও। জি কস্তুরিরঙ্গন মেমোরিয়াল ট্রফির ম্যাচে আরএসআই মাঠে এদিন দারুণ ছন্দে ধরা দেন প্রসিধ কৃষ্ণ। বছর শেষে ভারতেই বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর তার আগে তাঁর এই পারফরম্যান্সের মধ্যে দিয়ে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে তাঁর ফেরার পথ প্রশস্ত করলেন প্রসিধ কৃষ্ণ। প্রসিধের ফর্মে ফেরার ইঙ্গিত নির্বাচকদের বেশ স্বস্তি দেবে। কয়েক দিনের মধ্যেই সাদা বলের ক্রিকেটে আসন্ন দুই সিরিজের জন্য দল বেছে নেবেন ভারতীয় নির্বাচকেরা। রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। তার পরেই শ্রীলঙ্কাতে এশিয়া কাপ খেলতে যাবে ভারতীয় দল।

আরও পড়ুন: লঙ্কা কাণ্ড LPL-এ, গল-ডাম্বুলা ম্যাচে হেলেদুলে মাঠে ঢুকে পড়ে একটি সাপ, সাময়িক বন্ধ হয়ে যায় খেলা- ভিডিয়ো

অক্টোবর -নভেম্বর মাসে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগেই প্রসিধ কৃষ্ণর এই ফর্মে ফেরাতে আশায় বুক বাঁধতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটের সমর্থকেরা। তবে প্রসিধ কৃষ্ণ ভালো পারফরম্যান্স করলেও, এদিন জিততে পারেনি তাঁর দল মাউন্ট জয়। ১৫৬ রান তাড়া করে তারা জয় পায়নি। ১৩০ রানেই আটকে যেতে হয়েছে তাদের। ব্যাট হাতে ১ রানে অপরাজিত থাকেন প্রসিধ কৃষ্ণ। ২৭ বছর বয়সী প্রসিধ কৃষ্ণ ভারতের হয়ে ১১ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে খেলেছেন। শেষ বার ২০২২ সালের অগস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেন তিনি। এর পর ওই বছরের সেপ্টেম্বরে ভারত -এ দলের হয়েও নির্বাচিত হন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য। তবে স্ট্রেস ফ্র্যাকচার থাকায় ওই সিরিজে আর খেলা হয়নি তাঁর। ওই সিরিজে তাঁর পরিবর্তে খেলেছিলেন শার্দুল ঠাকুর।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৩৫০০০ মাইনে এদিকে পরনে ৬৫০০-এর টিশার্ট! দেবাশীষের নামে অভিযোগ উঠতেই সরব সুদীপ্তা জিগরা-ভিকি বিদ্যা আসতেই পুজোর মধ্যেই কমলো টেক্কা-বহুরূপীর শো! ক্ষুব্ধ সৃজিত অন্য ভূমিকায় মহম্মদ সিরাজ! এবার থেকে সামলাবেন তেলেঙ্গানা পুলিশের এই বড় দায়িত্ব হায়দরাবাদে প্রবল বৃষ্টি, খেলা কি হবে? ম্যাচের দিন আবহাওয়া কেমন থাকবে? ব্রালেটের সঙ্গে লাল শাড়িতে অনন্যা আলিয়া! কার হাত ধরে এলেন কাজলদের পুজোয়? 'IPL নিলামে কত দর উঠবে আমার?', পন্তের প্রশ্নে নেটপাড়া বলল 'মদ খেয়ে টুইট করো না' শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.