শুভব্রত মুখার্জি: চলতি পিএসএলে এক অনবদ্য যৌথ প্রচেষ্টা অর্থাৎ টিম ওয়ার্কের সাক্ষী থাকল দর্শকরা। এবারের টিম ওয়ার্ক অবশ্য ব্যাটিং বা বোলিংয়ে নয় দেখা গেল ফিল্ডিংয়ের ক্ষেত্রে। যৌথ প্রচেষ্টায় এক দুরন্ত ক্যাচ নিলেন দুই ক্রিকেটার। হাসান আলি এবং রাসি ভ্যান ডার ডুসেন জুটি বেঁধে এদিন এক দুরন্ত ক্যাচ নেন। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার সময়ে এই দুর্দান্ত ক্যাচটি নেন দুজনে। ইসলামাবাদের পাক পেসার হাসান আলি এবং রাসি ভ্যান ডার ডুসেন জুটি বেঁধে বাউন্ডারি লাইনে সম্পন্ন করেন এই অনবদ্য ক্যাচটি।
পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয়েছিল করাচি কিংসের। সেই ম্যাচেই এমন দুরন্ত ক্যাচের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। করাচি কিংসের ব্যাটার ইরফান খানের দুরন্ত ক্যাচ নেন হাসান আলি এবং রাসি ভ্যান ডার ডুসেন জুটি। টম কারেনের একটি বল মারতে গিয়ে টাইমিংয়ে গন্ডগোল করে ফেলেন তিনি। বল অনেকটা উঁচুতে উঠে যায়। ক্যাচ নেওয়ার জন্য দৌড় শুরু করেন হাসান আলি। তিনি বুঝতে পারেন বল বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে।এমন অবস্থায় তিনি বাউন্ডারির বাইরে শরীর শূন্যে ছুঁড়ে দিয়ে ক্যাচটি নেন। এরপর মাটিতে পড়ার আগে বল রিলিজ করে দেন।
শূন্যে থাকাকালীন হাসান আলির ছোঁড়া বল মাঠের মধ্যে দাঁড়িয়ে অর্থাৎ বাউন্ডারির এপারে দাঁড়িয়ে লুফে নেন রাসি ভ্যান ডার ডুসেন। ফলে জুটিতে এক অনবদ্য ক্যাচ নেন হাসান আলি এবং রাসি ভ্যান ডার ডুসেন। আউট হয়ে যাওয়ার আগে পর্যন্ত অনবদ্য ব্যাটিং করছিলেন। ওই অনবদ্য ক্যাচে ৩০ রান করে আউট হয়ে যান তিনি। করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২০১ রান করে। অধিনায়ক ইমাদ ওয়াসিম ৫৪ বলে ৯২ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং দুটি ছয়ে। রান তাড়া করতে নেমে হাতে চার বল নিয়েই ম্যাচ জিতে যায় ইসলামাবাদ ইউনাইটেড। আজম খান ৪১ বলে ৭২ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।