খুব বেশিদিন হয়নি যখন স্থানীয় এক টেনিস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কিশোরের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন রাফায়েল নাদাল। তখন কি আর ভেবেছিলেন যে, কিছুদিন পরে সেই কিশোরই তাঁকে এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টে চ্যালেঞ্জ জানাবেন!
ঠিক এমনটাই হতে চলেছে মাদ্রিদ ওপেনে। দ্বিতীয় রাউন্ডে ৩৪ বছরের কিংবদন্তি রাফায়েল নাদালের সামনে তাঁরই দেশের ১৭ বছরের তরুণ কার্লোস অ্যালকারাজ। সঙ্গত কারণেই এই ম্যাচটিকে ‘প্রজন্মের লড়াই’ আখ্যা দেওয়া হচ্ছে।
মাদ্রিদ ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে কোর্টে নামেন স্প্যানিশ টিন-এজার কার্লোস। প্রথম রাউন্ডে তিনি স্ট্রেট সেটে উড়িয়ে দেন বিশ্বের ৩৪ নম্বর ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনোকে। ১ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৬-০ সেটে অভিজ্ঞ প্রতিপক্ষকে বিধ্বস্ত করেন অ্যালকারাজ। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে একটিও গেম জিততে দেননি তিনি।
এমন ঝোড়ো টেনিস উপহার দেওয়া বিস্ময় কিশোর দ্বিতীয় রাউন্ডে কোর্টে নামবেন নাদালের বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয় হল, নাদালকে আদর্শ করেই বড় হয়েছেন কার্লোস এবং নিজের আইডলের বিরুদ্ধে প্রথমবার কোর্টে নামবেন নিজের জন্মদিনে। বুধবার মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে কোর্টে নামার দিনটি তাই বিশেষ হতে চলেছে কার্লোসের জীবনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।