HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ইস্টবেঙ্গলের উপর থেকে ট্রান্সফার ব্যান তুলে নিল ফেডারেশন

ইস্টবেঙ্গলের উপর থেকে ট্রান্সফার ব্যান তুলে নিল ফেডারেশন

ট্রান্সফার ব্যান তুলে নেওয়ার জন্য এসসি ইস্টবেঙ্গলের আবেদন জানিয়েছিল। আর তাতেই কাজ হয়েছে।

ইস্টবেঙ্গল ক্লাব।

শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস। মঙ্গলবার ইস্টবেঙ্গলের উপর থেকে ট্রান্সফার ব্যান তুলে নিল ফেডারেশন। এ বার নতুন ফুটবলার সই করানোর ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। এসসি ইস্টবেঙ্গলের তরফে ফেডারেশনের অ্যাপিল কমিটির কাছে আবেদন জাানানো হয়েছিল, এই ব্যান তুলে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত সেই আবেদনে সাড়া দিয়ে ব্যান তুলে নিল এআইএফএফ-র অ্যাপিল কমিটি।

মূলত ইস্টবেঙ্গল কর্তা এবং ক্লাবের স্পনসরদের মধ্যে ঝামেলার জন্যই শাস্তির মুখে পড়তে চলেছিল শতাব্দী প্রাচীন ক্লাব। গত মরসুমে চুক্তি অনুযায়ী অর্থ না পেয়ে প্রথমে আগের বিনিয়োগকারী সংস্থাকে নোটিশ পাঠিয়েছিলেন পিন্টু মাহাতো, গুরবিন্দর সিং, রক্ষিত ডাগর, আভাস থাপারা। কিন্তু ক্লাবের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় তারা এই বকেয়া মেটাতে রাজি হয়নি। আর নতুন বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তির আগেই যেহেতু পিন্টুদের সই করানো হয়েছিল, তাই তারাও এই বকেয়া দিতে রাজি হয়নি। বরং শ্রী সিমেন্টের তরফে বলা হয়, ইস্টবেঙ্গল কর্তারা চুক্তিতে সই না করলে তারা বকেয়া বেতন মেটানোর দায়িত্ব নেবে না। এই মর্মে ফেডারেশনকে তারা চিঠিও দেয়।

সে কারণেই পিন্টুদের বকেয়া মেটানোর দায় পুরোটাই ইস্টবেঙ্গল কর্তাদের উপরেই এসে পড়ে। এ দিকে ইস্টবেঙ্গলও ফুটবলারদের টাকা দেওয়া নিয়ে গড়িমসি করতে থাকে। স্বভাবতই পিন্টুরা ফেডারেশনের দ্বারস্থ হন। কোনও সমাধান না মেলায় আগামী দু'টি রেজিস্ট্রেশান উইন্ডোর জন্য ট্রান্সফার ব্যানের কবলে পড়েছিল ইস্টবেঙ্গল। পরে এসসি ইস্টবেঙ্গলের তরফে ব্যান তোলার জন্য আবেদন করা হলে পারস্পরিক সামঝোতার মাধ্যমে এই ব্যান তুলে নেওয়া হল।

শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস। মঙ্গলবার ইস্টবেঙ্গলের উপর থেকে ট্রান্সফার ব্যান তুলে নিল ফেডারেশন। এ বার নতুন ফুটবলার সই করানোর ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। এসসি ইস্টবেঙ্গলের তরফে অ্যাপিল কমিটির কাছে আবেদন জাানানো হয়েছিল, এই ব্যান তুলে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত সেই আবেদনে সাড়া দিয়ে ব্যান তুলে নিল এআইএফএফ-র অ্যাপিল কমিটি।

মূলত ইস্টবেঙ্গল কর্তা এবং ক্লাবের স্পনসরদের মধ্যে ঝামেলার জন্যই শাস্তির মুখে পড়তে চলেছিল শতাব্দী প্রাচীন ক্লাব। গত মরসুমে চুক্তি অনুযায়ী অর্থ না পেয়ে প্রথমে আগের বিনিয়োগকারী সংস্থাকে নোটিশ পাঠিয়েছিলেন পিন্টু মাহাতো, গুরবিন্দর সিং, রক্ষিত ডাগর, আভাস থাপারা। কিন্তু ক্লাবের সঙ্গে বিচ্ছেদের অজুহাত দেখিয়ে তারা এই বকেয়া মেটাতে রাজি হননি। পরিষ্কার জানিয়ে দেন, ইস্টবেঙ্গল কর্তারা চুক্তিতে সই না করলে কোনও ভাবেই তারা এই বকেয়া মেটাবে না। কারণ শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তির আগেই পিন্টুদের সই করানো হয়েছিল। তখন দায়িত্বে কোয়েস ছিল। কোয়েসের সঙ্গে চুক্তি ভাঙার সময়ে যাবতীয় দায়িত্ব ইস্টবেঙ্গল নিজেদের উপর নেয। সেই হিসেবে ফুটবলারদের বকেয়া মেটানোর দায়ও নিয়েছিল তারা।

সে কারণেই পিন্টুদের বকেয়া মেটানোর দায় পুরোটাই ইস্টবেঙ্গল কর্তাদের উপরই বর্তায়। এ দিকে ইস্টবেঙ্গলও ফুটবলারদের টাকা দেওয়া নিয়ে গড়িমসি করতে থাকে। স্বভাবতই পিন্টুরা ফেডারেশনের দ্বারস্থ হন। কোনও সমাধান না মেলায় আগামী দু'টি রেজিস্ট্রেশান উইন্ডোর জন্য ট্রান্সফার ব্যানের কবলে পড়েছিল ইস্টবেঙ্গল। পরে এসসি ইস্টবেঙ্গলের তরফে ব্যান তোলার জন্য আবেদন করা হলে পারস্পরিক সামঝোতার মাধ্যমে এই ব্যান তুলে নেওয়া হল।|#+|

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিশ্বে সবচেয়ে সস্তা পাসপোর্টের মধ্যে রয়েছে ভারত, ভিসা ছাড়াই যেতে পারেন ৬২ দেশে তৈরি আরও ৪ স্টেশন, কলকাতার আরও এক গুরুত্বপূর্ণ রুটে শুরু মেট্রোর ট্রায়াল রান আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের তালিকা রাজসাক্ষী হতে চান শাহজাহানের ভাই আলমগির, তাঁর দেওয়া তথ্যেই উদ্ধার বিপুল অস্ত্র সুরাটে প্রার্থী বিভ্রাট নিয়ে কড়া কংগ্রেস, নীলেশকে ছয় বছরের জন্য সাসপেন্ড তীব্র গরমের মধ্যে জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে ORS, জল রাখার নির্দেশ বোর্ডের ভোট দিলেই উপহার বিয়ার,দোসা-লাড্ডু-জুস, ফ্রিতে রাইড, তাও এল না অর্ধেক বেঙ্গালুরু ভোটপর্বের মাঝে রক্তাক্ত মণিপুর, জঙ্গি হামলায় শহিদ ২ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বাবা-মার বিচ্ছেদ কীভাবে সামলায় ১২ বছরের মীরা? বরখাকে নিয়ে জবাব ইন্দ্রনীলের ৫৪ বিমানের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ HC-র, চিরতরে বসে গেল ভারতের উড়ান সংস্থা

Latest IPL News

কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.