বাংলা নিউজ > ময়দান > Deodhar Trophy 2023: ৩৮ বলে ৬৪ দরকার, হাতে ছিল ২ উইকেট, ব্যাটে ঝড় তুলে বোলাররা জেতালেন পশ্চিমাঞ্চলকে

Deodhar Trophy 2023: ৩৮ বলে ৬৪ দরকার, হাতে ছিল ২ উইকেট, ব্যাটে ঝড় তুলে বোলাররা জেতালেন পশ্চিমাঞ্চলকে

দেওধরে হারের হ্যাটট্রিক রিঙ্কুদের। ছবি- বিসিসিআই।

Central Zone vs West Zone Deodhar Trophy 2023: হাফ-সেঞ্চুরি হাতছাড়া বেঙ্কটেশ আইয়ারের, দেওধর ট্রফিতে হারের হ্যাটট্রিক রিঙ্কু সিংদের।

দেওধর ট্রফির রুদ্ধশ্বাস ম্যাচে পশ্চিমাঞ্চলের কাছে ১ উইকেটে হার রিঙ্কু সিংদের। ২ বল বাকি থাকতে বেঙ্কটেশ আইয়ারের মধ্যাঞ্চলকে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে জায়গা ধরে রাখে প্রিয়ঙ্ক পাঞ্চালের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চল দল।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ পুদুচেরির মাঠে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। নির্ধারিত ৫০ ওভারে তারা ৭ উইকেটের বিনিময়ে ২৪৩ রান তোলে। হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন বেঙ্কটেশ। বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন রিঙ্কু সিং।

বেঙ্কটেশ আইয়ার ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন। রিঙ্কু সিং ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১৫ রান করে আউট হন। যশ দুবে ৪৯, উপেন্দ্র যাদব ২৬, করণ শর্মা ৪৪ ও শিবম মাভি অপরাজিত ৪৭ রান করেন। ৩৯ বলের ইনিংসে মাভি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন।

পশ্চিমাঞ্চলের হয়ে শামস মুলানি ২টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন অতীত শেঠ, রাজবর্ধন হাঙ্গার্গেকর, চিন্তন গাজা ও পার্থ ভাট।

আরও পড়ুন:- Ashes 2023: বেল বদলে তুকতাক ব্রডের, পরের বলেই ল্যাবুশানের দুর্ধর্ষ ক্যাচ জো রুটের- ভিডিয়ো

জবাবে ব্যাট করতে নেমে পশ্চিমাঞ্চল একসময় ১৮০ রানে ৮ উইকেট হারিয়ে বসে। জিততে তখনও তাদের দরকার ছিল ৬৪ রান। হাতে ছিল মাত্র ২টি উইকেট। তার থেকেও উল্লেখযোগ্য বিষয় হল, পশ্চিমাঞ্চলকে সেই রান তুলতে হতো মাত্র ৬.২ ওভারে অর্থাৎ ৩৮ বলে। রাজবর্ধন হাঙ্গার্গেকর ১০ নম্বরে ব্যাট করতে নেমে ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে পশ্চিমাঞ্চলকে ২০০ রানের গণ্ডি পার করান।

পশ্চিমাঞ্চল ২১৯ রানে ৯ উইকেট হারায়। সুতরাং, তখনও জিততে হলে তাদের দরকার ছিল ১৫ বলে ২৫ রান। হাতে ছিল ১টি উইকেট। শেষমেশ ৪৯.৪ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৪ রান তুলে ম্যাচ জিতে যায় পশ্চিমাঞ্চল। চিন্তন গাজা ৮ বলে ১১ ও অতীত শেঠ ৫৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। অতীত ৪টি চার ও ২টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- ভারতীয় ক্রিকেটার থেকে এখন শুধুই ভারতীয়, তবে কি হতাশায় খেলা ছাড়ছেন ভুবনেশ্বর? সোশ্যাল মিডিয়ায় কীসের ইঙ্গিত?

এছাড়া পশ্চিমাঞ্চলের হয়ে হার্ভিক দেশাই ৫৭, প্রিয়ঙ্ক পাঞ্চাল ৩৬, সরফরাজ খান ২৪ ও শামস মুলানি ১৫ রান করেন। রাহুল ত্রিপাঠী ২ রান করে আউট হন। মধ্যাঞ্চলের হয়ে ৪টি উইকেট নেন শিবম চৌধরী। ২টি উইকেট নেন করণ শর্মা। ১টি উইকেট পকেটে পোরেন শিবম মাভি। টুর্নামেন্টে মধ্যাঞ্চল তাদের তিনটি ম্যাচেই পরাজিত হয়। সেদিক থেকে রিঙ্কু সিংরা হারের হ্যাটট্রিক করলেন বলা যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ট্রেনের নীচে ফুলকি, পোড়া গন্ধ, দাঁড়িয়ে পড়ল গোবরডাঙা লোকাল মাধুরীর জন্মদিনে বিশেষ চমক 'ভক্ত' অঙ্কিতার! ড্যান্স দিওয়ানেতে নাচলেন কোন গানে? 'হেরে গেলাম...' নতুন পোস্টে আক্ষেপের ছোঁয়া, কী হল হঠাৎ শাহানা বাজপেয়ীর? লাল বেনারসিতে কনে বউ কৌশাম্বি! আদৃতের বিয়েতে হাজির মিঠাই পরিবার, নেই সৌমিতৃষা ‘আগুন ছাড়া ধোঁয়া হয় না,’ সন্দেশখালি নিয়ে ফের পালে হাওয়া তুললেন বিজেপি নেত্রী স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে? অর্গান ফেল করে মারা গেলেন ব্রিটেনের সবচেয়ে ভারি ব্যক্তি Sugar Buying Tips: আপনিও কি ভেজাল চিনি কিনছেন? এভাবেই বুঝতে পারবেন Cucumber Benefits: হাড়ের জন্যও শসা খুবই উপকারি লালের হাল ফেরাতে পথে নামলেন রাহুল-বাদশা, জিপে করে প্রচার সারলেন দীপ্সিতার হয়ে

Latest IPL News

স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে? IPL-এর শেষ ২ ম্যাচে নেতৃত্ব ছাড়ছেন রাহুল! পরের মরশুমে লোকেশকে ছাড়ার পথে LSG IPL-কলকাতায় ভারি বৃষ্টির জের,ইডেনে নামা হল না নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের পিচে গড়াগড়ি খেয়েও ছক্কার পর ছক্কা হাঁকালেন রঘুবংশী, KKR শেয়ার করল দারুণ ভিডিয়ো আইপিএলের মতো রান উঠবে না T20 বিশ্বকাপে, ক্রিকেটারদের বার্তা পিচ কিউরেটরের সবাই ভাবত লাল বলেই শুধু সাফল্য পাবেন, কীভাবে লোকের ভুল ভাঙালেন, জানালেন রাহুল বিরাটকে চার নম্বরে পাঠিয়ে সূর্যকে তিনে পাঠাও, ভারতীয় দলকে উপদেশ ব্রায়ান লারার IPL 2024-পডকাস্ট চলাকালীন হঠাৎই হাজির বিরাট, ঘাবড়ে গেলেন রাবাদা! দেখুন ভিডিয়ো প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ওয়াংখেড়েতে, হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ KKR ম্যাচে জার্সির রং বদলাচ্ছে শুভমন গিলের গুজরাট, ভাগ্য ফেরাতে নয়, মহৎ কারণে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.