ব্যাটে-বলে অবিশ্বাস্য পারফর্ম্যান্স উপহার দিয়ে পূর্বাঞ্চলকে জেতালেন রিয়ান পরাগ। অবশ্য তাঁকে যথাযথ সঙ্গত করেন কুমার কুশাগ্র ও বাংলার শাহবাজ আহমেদ। সব মিলিয়ে শুরুতে কোণঠাসা হয়ে পড়া পূর্বাঞ্চল দেওধর ট্রফির ম্যাচে দাপটের সঙ্গে হারিয়ে দেয় নীতীশ রানার নেতৃত্বাধীন শক্তিশালী উত্তরাঞ্চলকে।
টস জেতেন কে:-
পূর্বাঞ্চল বনাম উত্তরাঞ্চল ম্যাচে টস জেতেন পূর্বাঞ্চল দলনায়ক সৌরভ তিওয়ারি। তিনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, রান তাড়া করতে হয় উত্তরাঞ্চলকে।
শুরুতে ব্যাট করে কত রান তোলে পূর্বাঞ্চল:-
টস জিতে শুরুতে ব্যাট করতে নামা পূর্বাঞ্চল একসময় ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে। অভিমন্যু ঈশ্বরন ১০, উৎকর্ষ সিং ১১, বিরাট সিং ২, সুভ্রাংশু সেনাপতি ১৩ ও ক্যাপ্টেন সৌরভ তিওয়ারি ১৬ রান করে আউট হন। কুমার কুশাগ্রকে সঙ্গে নিয়ে ঠিক তার পরেই পালটা লড়াই শুরু করেন রিয়ান। ষষ্ঠ উইকেটের জুটিতে দু'জনে যোগ করেন ২৩৫ রান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পূর্বাঞ্চল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৩৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। শাহবাজ আহমেদ ১৬, মণিশঙ্কর মুরাসিং ২৫ ও আকাশ দীপ ২ রানের যোগদান রাখেন।
পূর্বাঞ্চলের হয়ে ব্যাট হাতে নজর কাড়েন কারা:-
৫টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ১০২ বলে ১৩১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন রিয়ান পরাগ। কুমার কুশাগ্র নিশ্চিত শতরান হাতছাড়া করেন। তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ৯৮ রান করে আউট হন।
ইউসুফ পাঠানের কোন রেকর্ড ভাঙেন রিয়ান:-
দেওধর ট্রফির এক ইনিংসে সব থেকে বেশি ১১টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন রিয়ান পরাগ। আগে এই রেকর্ড ছিল ইউসুফ পাঠানের। তিনি ২০১০ সালে পশ্চিমাঞ্চলের হয়ে ব্যাট করতে নেমে উত্তরাঞ্চলের বিরুদ্ধেই ৯টি ছক্কা মেরেছিলেন।
উত্তরাঞ্চলের হয়ে বল হাতে নজর কাড়েন কারা:-
মায়াঙ্ক যাদব ৬৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। কেকেআরের হয়ে আইপিএল খেলা হর্ষিত রানা ৫৪ রানে ৩টি উইকেট দখল করেন। ৩ ওভারে মাত্র ৬ রান খরচ করলেও উইকেট পাননি নীতীশ রানা।
জবাবে ব্যাট করতে নেমে কত রান তোলে উত্তরাঞ্চল:-
পালটা ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল ৪৫.৩ ওভারে ২৪৯ রানে অল-আউট হয়ে যায়। অভিষেক শর্মা ৪৪, হিমাংশু রানা ৪০, নীতীশ রানা ২৭, প্রভসিমরন সিং ১১, মনদীপ সিং ৫০, শুভম রোহিল্লা ৪১ ও হর্ষিত রানা ১২ রান করেন।
আরও পড়ুন:- রোহিতের পরে ভারতের টেস্ট ক্যাপ্টেন কে? চমকে দেওয়া নাম নিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি
পূর্বাঞ্চলের হয়ে বল হাতে নজর কাড়েন কারা:-
রিয়ান পরাগ ৫৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। শাহবাজ আহমেদ ৪১ রানে ৩টি উইকেট নেন। ১টি উইকেট সংগ্রহ করেন আকাশ দীপ।
পূর্বাঞ্চল কত রানে ম্যাচ জেতে:-
পূর্বাঞ্চল ৮৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখে। তারা নিজেদের ৩টি ম্যাচেই জয় তুলে নেয়। জয়ের হ্যাটট্রিকের পরে পূর্বাঞ্চলের খাতায় রয়েছে ১২ পয়েন্ট। দক্ষিণাঞ্চলও ৩ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে তারা নেট রান-রেটে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।