HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > রোহিত-রাহুলের সেঞ্চুরি ও কুলদীপের হ্যাটট্রিকে ক্যারিবিয়ান বধ ভারতের

রোহিত-রাহুলের সেঞ্চুরি ও কুলদীপের হ্যাটট্রিকে ক্যারিবিয়ান বধ ভারতের

বিশাখাপত্তনমে ভারতের সহ-অধিনায়ক রোহিত হাঁকালেন নিজের ওয়ানডে কেরিয়ারের ২৮তম সেঞ্চুরি। করলেন ১৩৮ বলে ১৫৯ রান। একই সঙ্গে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে ২২৭ রানের পার্টনারশিপ খেলে ভারতকে পৌঁছে দিলেন রানের পাহাড়ে। শেষ পর্যন্ত যে রানের পাহাড় টপকাতে পারলেন না পোলার্ডরা।

বিশাখাপত্তনম জয়ের পর কোহলি বিগ্রেড (ছবি সৌজন্যে পিটিআই)

বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ালো ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে গুঁড়িয়ে দিলেন বিরাট কোহলিরা। ব্যাট হাতে রোহিত-রাহুলের জোড়া সেঞ্চুরি এবং বল হাতে কুলদীপের হ্যাটট্রিক ভারতকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (১-১) সমতায় ফিরতে সাহায্য করল।

এদিন ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। চেন্নাইয়ে পোলার্ডের পরে ব্যাট করার প্ল্যান কাজ করলেও, বিশাখাপত্তনমে তাঁর সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরল। ওপেনিং জুটিতে ভারতের স্কোরবোর্ডে জমা পড়ল ২২৭ রান। রোহিত-রাহুলের জোড়া শতরানে রানের পাহাড়ে পৌঁছে যায় ভারত (৩৮৭)।

১০৪ বলে ১০২ রান করে আউট হন লোকেশ রাহুল। তিনি ফিরতে ক্রিজে আসেন কোহলি। রোহিত ও রাহুল স্কোরবোর্ডে বড় রান জুড়তে সফল হলেও, বিশাখাপত্তনমের ব্যাট হাতে ব্যর্থ হলেন কোহলি। প্রথম বলেই ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ডের শিকার হন ভারত অধিনায়ক।

এদিকে রোহিত ১৩৮ বলে ১৫৯ রানের একটি চমকপ্রদ ইনিংস খেলে বসেন। তাঁর ইনিংসটিতে ছিল ১৭টি চার ও ৫টি ছয়। এরপর ক্রিজে এসে ব্যাটে ঝড় তোলেন শ্রেয়াস আইয়ার। তিনি খেলেন ৩২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস। পিছিয়ে ছিলেন না দীর্ঘদিন অফ ফর্মের কবলে পড়ে থাকা ঋষভ পন্থও। তাঁর ১৬ বলে ৩৯ রানের ইনিংস এবং শেষ দিকে কেদার যাদবের ১০ বলে ১৬ রানের ইনিংসের সুবাদে ভারত ৫ উইকেটের বিনিময়ে ৩৮৭ রানে পৌঁছে যায়।

জয়ের লক্ষ্যমাত্রা ৩৮৮ রান। স্বাভাবিকভাবে এই ম্যাচটি জিততে হলে শুরু থেকেই ব্যাটে ঝড় তুলতে হত ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটাও ভালো করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। যদিও শার্দুল ঠাকুরের বলে শ্রেয়াস আইয়ার এর হাতে ক্যাচ তুলে দিয়ে শুরুতে ফিরে যান এভিন লুইস(৩০)। অন্যদিকে, অবশ্য ক্রিজ আঁকড়ে পড়ে ছিলেন চিপকে শতরান হাঁকানো শাই হোপ।

এভিন লুইস ফিরতে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জয় পাইয়ে দেওয়া শিমরন হেটমায়ার রান আউট হলেন মাত্র ৪ রান করে। এরপর হেটমেয়ারকে রান আউট করার আসল কারিগর জাদেজা বোল্ড করেন ওয়েস্ট ইন্ডিজের আরও এক ব্যাটসম্যান রস্টন চেজকে (৪)।

চতুর্থ উইকেটে নিকোলাস পুরানকে নিয়ে প্রতিরোধ করতে থাকেন শাই হোপ। এই দুইজনের জুটিতে দলের স্কোরবোর্ডে যোগ হয় ১০৬ রান। এই জুটি ভাঙেন মহম্মদ শামি। ৪৭ বলে ৭৫ রান করে ফেরেন পুরান। তার ঠিক পরের বলে পোলার্ডকেও ফেরান এই মুহূর্তে বিরাট কোহলির বোলিং ব্রিগেডের অন্যতম অস্ত্র শামি।

এরপর বিশাখাপত্তনমে শুরু হল কুলদীপ ম্যাজিক। ম্যাচের ৩৩তম ওভারের শেষ তিন বলে শাই হোপ (৭৮), হোল্ডার (০) জোসেফ (০) কে সাজঘরে রাস্তা দেখিয়ে দেন কুলদীপ। শেষ দিকে দলকে টানার কিছুটা চেষ্টা করেন কিমো পল। তিনি করেন ৪২ বলে ৪৬ রান। এদিন তাঁকেও ফেরান বাংলার প্রতিশ্রুতিমান বোলার শামি।

একেবারে শেষদিকে খারি পীরে ২১ রানের একটি ইনিংস খেললেও, সেটার মাধ্যমে দলকে তিনি বিশেষ সাহায্য করতে পারলেন না। ততক্ষণে গুঁড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ ওভার ৩ বলে ২৮০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ম্যাচটি ১০৭ রানে জিতে নেয় ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল কার কোর্টে যাবে বল? তিস্তা ঘিরে বাংলাদেশের প্রজেক্ট প্রাপ্তির দৌড়ে ভারত-চিন মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা?

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ