পার্থের মাঠে শতাধিক বাচ্চা খেলছিল। সেখান থেকে রোহিত শর্মার চোখ টানল ১১ বছরের এক খুদে। তাঁর বোলিং অ্যাকশনে মুগ্ধ হলেন ভারতীয় অধিনায়ক। ভারতীয় বংশোদ্ভূত খুদের বলে নেটে ব্যাট করলেন। আড্ডা দিলেন। ভারতের ড্রেসিংরুমেও গেল সেই খুদে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে প্রস্তুতির জন্য পার্থে চলে এসেছিল ভারতীয় দল। সেরকমই একদিন অনুশীলনের ফাঁকে ভারতীয় দলের নজর কেড়ে দেন ভারতীয় বংশোদ্ভূত খুদে দ্রুশূল চৌহান। বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল পার্থ স্কচার্সের ফ্যান ডে উপলক্ষ্যে সেদিন ওয়াকায় (স্কচার্সের হোম গ্রাউন্ড) এসেছিল। তার বাঁ-হাতি পেস বোলিংয়ে মুগ্ধ হন রোহিতরা।
আরও পড়ুন: ICC Captains' Press Conference- ভবিষ্যতের কথা ভেবেই এবার বুমরাহকে নিয়ে ঝুঁকি নয়, জানালেন রোহিত
ভারতীয় দলের অ্যানালিস্ট হরিপ্রসাদ মেনন বলেন, 'বিকেলের একটি প্র্যাকটিস সেশনের জন্য আমরা ওয়াকায় এসেছিলাম। সকালের একটি অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে চলে এসেছিল। ড্রেসিংরুমে ঢুকেই আমরা প্রায় ১০০ বাচ্চাকে (মাঠে) ক্রিকেট খেলতে এবং উপভোগ করতে পাই। সকলের চোখ টানে এক খুদে। প্রথমে রোহিতের নজরে পড়ে। ওই খুদের রান-আপ এবং জন্মগত প্রতিভায় সকলে মুগ্ধ হয়ে যান। ব্যাটারকে লাগাতার বোকা বানাচ্ছিল। রোহিত ড্রেসিংরুমের বাইরে গিয়ে ওই খুদেকে ডেকে নেয়। ওকে আরও কয়েকটি বল করতে বলে রোহিত, যাতে আমরা ওকে আরও ভালোভাবে পরখ করে নিতে পারি।'
নেটেও রোহিতকে বল করেন দ্রুশূল। খুদের একাধিক বল খেলেন রোহিত। উৎসাহ জোগাতে থাকেন ভারতীয় অধিনায়ক। অটোগ্রাফ দেন। মজাও করেন খুদের সঙ্গে। রোহিত প্রশ্ন করেন, 'তুমি যদি পার্থে থাক, তাহলে কীভাবে ভারতের হয়ে খেলবে?' তাতে খুদে জবাব দেয়, 'আমি ভারতে যাব।' রোহিত পালটা বলেন, 'তুমি ভারতে যাবে। কবে?' খুদে বলে, ‘কবে যাব জানি না, বাবা জানে।’
খুদের বোলিংয়ের বিষয়টি নিয়ে ভারতীয় দলের অ্যানালিস্ট বলেন, ‘খুদের কাছে এটা একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। ও ভারতের অধিনায়ককে বল করতে পেরেছে। এমনকী ও আমাদের ড্রেসিংরুমের মধ্যে ঢুকতে পেরেছে। অন্যান্য ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলতে পেরেছে ওই খুদে।’
রোহিতের সঙ্গে কথা বলতে পেরে এবং রোহিতকে বল করে মুগ্ধ হয়েছে খুদেও। খুদে নিজের পছন্দের বলের প্রসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত খুদে বলেছে, ‘আমার প্রিয় বল হল ইনসুইঙ্গিং ইয়র্কার বা আউটসুইং। আমি এভাবে বলের সিমটা ধরি। এরকম ভাবে করলে ইনসুইং হয়। এরকমভাবে করলে আউটসুইং হয় (কীভাবে করতে হয়, তা দেখিয়ে দেয় খুদে)।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।