
Senior Women's T20: সহজেই ওড়িশাকে মাত দিয়ে আবারও ফাইনালে রেলওয়েজ
১ মিনিটে পড়ুন . Updated: 02 May 2022, 10:19 PM IST- ৩৫ রানে ওড়িশাকে মাত দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রেলওয়েজ।
দিনের প্রথম সেমিফাইনালে বরোদাকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছিল মহারাষ্ট্র। সিনিয়র ওমেনস টি-২০ লিগের দ্বিতীয় সেমিফাইনালে ওড়িশাকে সহজেই হারিয়ে দ্বিতীয় ফাইনালিস্ট হিসাবে কোয়ালিফাই করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রেলওয়েজ।
রেলওয়েজ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৯ রান তোলে। রেলওয়েজের হয়ে মেঘনা এবং নুজহাত পারভিন জোড়া অর্ধশতরান করেন। মেঘনার ৬৩ বলে ৮৪ রানের ইনিংস সাজানো ছিল নয়টি চার ও একটি ছক্কায়। পারভিন তুলনামূলক মন্থর গতিতে ৫১ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। জবাবে চূড়ান্ত ব্যর্থ হন ওড়িশার ব্যাটাররা। ওড়িশার হয়ে মাধুরী মেহতা সর্বাধিক ২৫ বলে ৩৫ রান করেন। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৪ রানেই থেমে যায় ওড়িশার লড়াই।
৩৫ রানে একটি সহজ জয় পায় রেলওয়েজ। তাদের হয়ে স্বাগতিকা রথ ও তনুজা দুইটি করে উইকেট পান। তাঁরা যথাক্রমে ২৩ ও ২৫ রান খরচ করেন। এছাড়া ভারতীয় দলে খেলা তারকাদের মধ্যে স্নেহ রানা ১৪ রান দিয়ে একটি উইকেট নেন ও পুনম যাদব ২০ রানের বিনিময়ে একটি উইকেট তুলে নিতে সক্ষম হন। তারা আবারও খেতাব জয়ের লক্ষ্যে ফাইনালে মহারাষ্ট্রের মুখোমুখি হবে।