দ্বিতীয় টেস্টের লড়াইয়ে নামার আগে যেমন সুখবর পেয়েছে লঙ্কানরা তেমন পাশাপাশি এসেছে দুঃসংবাদও। কোভিড থেকে সেরে উঠেছেন নিসঙ্ক। সম্পূর্ণ ফিট হয়েই ম্যাচ খেলতে নামছেন এই ব্যাটার।
শুভব্রত মুখার্জি: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই দল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার নবীন তারকা মহেশ থিকথানা। উল্টোদিকে এই টেস্টের জন্য দলে ফিরেছেন পাথুম নিসঙ্ক। উল্লেখ্য গলে প্রথম টেস্টে লড়াই করেও হারতে হয়েছে শ্রীলঙ্কা দলকে। এবার দ্বিতীয় টেস্টের একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে চলেছে দিমুথ করুণারত্নের দল। যা খবর তাতে করে একাদশে ফিরবেন পাথুম নিসঙ্ক। আগেই ছিটকে গিয়েছেন মহেশ থিকশানা।
দ্বিতীয় টেস্টের লড়াইয়ে নামার আগে যেমন সুখবর পেয়েছে লঙ্কানরা তেমন পাশাপাশি এসেছে দুঃসংবাদও। কোভিড থেকে সেরে উঠেছেন নিসঙ্ক। সম্পূর্ণ ফিট হয়েই ম্যাচ খেলতে নামছেন এই ব্যাটার। তিনি ইতিমধ্যেই যোগ দিয়েছেন স্কোয়াডে। তবে নিসঙ্ক ফিরলেও থিকশানাকে পাচ্ছে না লঙ্কানরা। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তরুণ স্পিনার। ডান হাতে অর্থাৎ তার বোলিং আর্মেই চোট পাওয়ায় খেলতে পারছেন না তিনি। থিকশানার জায়গায় দলে ডাক পেয়েছেন লক্ষীতা মানসিংহে। গল টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়েছিলেন থিকশানা। ২য় ইনিংসে ছিলেন উইকেটশূন্য। আগামী ২৪ জুলাই খেলা হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
∆ আসুন একনজরে দেখে নিন দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার স্কোয়াড: