এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সবচেয়ে বেশি অবাক করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথমবার ওডিআই বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না ক্যারিবিয়ানদের। দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে এভাবে ছিটকে যাবে, তা কেউ কল্পনাই করতে পারেনি। ক্যারিবিয়ানরা ছিটকে গেলেও সুপার সিক্সে জিম্বাবোয়েকে হারিয়ে ভারতের টিকিট কেটে ফেলেছে শ্রীলঙ্কা। ২০১১ বিশ্বকাপের রানার্সদের এবারও দেখা যাবে ভারতে খেলতে।
যদিও সুপার সিক্সে একটি ম্যাচ হাতে রয়েছে লঙ্কানদের। আগামী ৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামবে শ্রীলঙ্কা। যদিও এই ম্যাচ লঙ্কানদের কাছে নিয়মরক্ষার ছাড়া আর কিছুই নয়। কারণ তারা ইতিমধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। পাশাপাশি জিম্বাবোয়েও ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। সুপার সিক্সে এখনও তারা ৪টি ম্যাচ খেলে ফেলেছে। তারমধ্যে ৩টি ম্য়াচে জিতেছে জিম্বাবোয়ে। ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছে তারা। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছে। নইলে সেই ম্য়াচ জিততেল জিম্বাবোয়ে আগেই জায়াগা পাকা করে নিতে পারত। কিন্তু লঙ্কানদের বিরুদ্ধে আটকে যাওয়ায় কিছুটা হলেও চাপে জিম্বাবোয়ে। তবে তাদের হাতে আরও একটি ম্যাচ রয়েছে। ৪ জুলাই স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে তাদের। সেই ম্য়াচে যদি ফের হারের মুখ দেখে জিম্বাবোয়ে সেক্ষেত্রে চাপ বাড়বে তাদের। তবে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে শ্রীলঙ্কার পর যদি কোনও দল থাকে তাহলে তারা হল জিম্বাবোয়ে।
এখনও পর্যন্ত সুপার সিক্সে স্কটল্যান্ড তিনটি ম্যাচ খেলেছে। যার মধ্যে দুটি ম্য়াচে জিতেছে তারা। হাতে রয়েছে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস ম্যাচ। এই দুই ম্যাচ জিতলেই দ্বিতীয় দল হিসাবে ওডিআই বিশ্বকাপে জায়গা করে নেবে স্কটল্যান্ড। যদিও জিম্বাবোয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য অন্যতম ফেভারিট দল। তবে স্কটল্যান্ডও জিম্বাবোয়ের পিছনেই রয়েছে। যদি জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসকে তারা হারিয়ে দিতে পারে, তাহলে স্কটল্যান্ডের টিকিট পাওয়া কার্যত পাকা। তবে রানরেটের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে স্কটল্যান্ড।
সুপার সিক্সে নেদারল্যান্ডসের অবস্থা একেবারেই খারাপ। তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্য়াচে জয়ের মুখ দেখতে পেয়েছে নেদারল্যান্ডস। হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। ৩ জুলাই ওমান এবং ৬ জুলাই স্কটল্যাল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে নেদারল্যান্ডস। ফলে বেশ চাপেই রয়েছে নেদারল্যান্ডস। বলা ভালো যোগ্যতা অর্জন করতে না পারার সম্ভাবনাই বেশি। কারণ অনেকটাই এগিয়ে রয়েছে জিম্বাবোয়ে। লড়াই চালাচ্ছে স্কটল্যান্ডও।
এবারের বিশ্বকাপে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে। তারা ইতিমধ্যেই সুপার সিক্সে পরপর তিন ম্যাচ হেরে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। যদিও হাতে দুটি ম্যাচ রয়েছে। ৫ জুলাই ওমান এবং ৭ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ জিতলেও লাভের লাভ কিছু হবে না। একই অবস্থা ওমানেরও। তারাও যোগ্যতা অর্জন করতে পারেনি। ৩ ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হয়েছে তাদের। ওমানের হাতে নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ রয়েছে। ফলে সেই ম্যাচও তাদের কাছে নিয়মরক্ষার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।