বাংলা নিউজ > ময়দান > Sutirtha and Ayhika Mukherjee: তিন শীর্ষ বাছাইকে মাত, দুরন্ত খেলে WTT কনটেন্ডার খেতাব জয় বাংলার সুতীর্থা-ঐশিকার

Sutirtha and Ayhika Mukherjee: তিন শীর্ষ বাছাইকে মাত, দুরন্ত খেলে WTT কনটেন্ডার খেতাব জয় বাংলার সুতীর্থা-ঐশিকার

খেতাব হাতে সুতীর্থা এবং ঐশিকা মুখোপাধ্যায়। (ছবি সৌজন্যে টুইটার)

Sutirtha and Ayhika Mukherjee: বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার টুর্নামেন্টে মহিলাদের ডাবলস চ্যাম্পিয়ন হলেন সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐশিকা মুখোপাধ্যায়। যাঁরা টুর্নামেন্টের তিন শীর্ষ বাছাইকে হারিয়েছেন। রবিবার ফাইনালে ৩-১ ব্যবধানে জেতেন তাঁরা।

বিশ্বের মঞ্চে নিজেদের জাত চেনালেন বাংলার দুই মেয়ে। বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার টুর্নামেন্টে মহিলাদের ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হল সুতীর্থা এবং ঐশিকা মুখোপাধ্যায়ের জুটি। রবিবার ফাইনালে জাপানের মিওয়া হরিমোতো এবং মিউয়ি কিহারাকে ৩-১ (১১-৫, ১১-৬, ৫-১১, ১৩-১১) ব্যবধানে হারিয়ে দিয়েছেন বাংলার মেয়েরা। যা চলতি বছরে ভারতীয়দের প্রথম বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার খেতাব। শুধু তাই নয়, চলতি টুর্নামেন্টে শীর্ষ তিন বাছাইকে হারিয়ে সেই খেতাব জিতেছেন সুতীর্থা এবং ঐশিকা। সেমিফাইনালে তো তাঁরা প্রথম বাছাই বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী জুটিকে হারিয়েছিলেন।

আরও পড়ুন: স্বাধীন ভারতে অলিম্পিক্সে প্রথম পদকজয়ীকে সম্মান গুগলের, জানেন কে এই কেডি যাদব?

রবিবার তিউনিশিয়ায় ফাইনালে ১১-৫ ব্যবধানে প্রথম গেম জেতেন সুতীর্থরা। দ্বিতীয় গেমও নিজেদের ঝুলিতে পুরে নেন তাঁরা। তবে তৃতীয় গেম হাতছাড়া হয়ে যায় ঐশিকাদের। সেই গেমে প্রত্যাবর্তন করেন জাপানি জুটি। পরের গেমেও সেই রেশ ধরে রাখেন জাপানিরা। তবে অনেক সময় এরকম ক্ষেত্রে একবার মোমেন্টাম হারিয়ে গেলে বিপক্ষ যে ম্যাচে জাঁকিয়ে বসেন, সেটা হতে দেননি বাংলার দুই মেয়ে। বরং হাড্ডাহাড্ডি লড়াই করেন তাঁরা। একটি চ্যাম্পিয়নশিপ পয়েন্টও পেয়ে যান। সেটা অবশ্য কাজে লাগাতে পারেননি। কিন্তু দ্বিতীয়বার আর কোনও ভুল করেননি সুতীর্থা এবং ঐশিকা। দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ পয়েন্টেই বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার টুর্নামেন্টের মুকুট ছিনিয়ে নেন তাঁরা।

আরও পড়ুন: Tajinderpal Singh Toor: শটপাটে নিজের এশিয়ান রেকর্ড ভাঙলেন নিজেই! ঠাকুমার মৃত্যুর ৩ দিন পরেই নজির তুরের

সেমিফাইনালের কড়া টক্করের পর ফাইনালে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পান সুতীর্থরা। মহিলাদের সিঙ্গলসে বিশ্বে ১৫ নম্বরে আছেন কিহারা। সেখানে হরিমোতো ২৫ নম্বরে আছেন। তাঁদের ডাবলস র‍্যাঙ্কিং ১২৫। সেখানে সুতীর্থাদের ডাবলস র‍্যাঙ্কিং হল ৩৬। বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার টুর্নামেন্টে জয়ের সেই র‍্যাঙ্কিং আরও কিছুটা ভালো হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। যা সুতীর্থা ও ঐশিকার প্রথম বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার খেতাব।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন