টোকিও অলিম্পিক্স শুরু আগেই ধাক্কা ভারতীয় শিবিরে৷ পাতিয়ালায় জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার হিটে দৌড়াতে গিয়ে চোট পেলেন দেশের তারকা স্প্রিন্টার হিমা দাস। দীর্ঘদিন ধরে চোট আঘাতে ভুগছেন হিমা৷ 100 মিটার হিটে দৌড়াতে গিয়ে সেই পুরানো চোটই আবার চাগাড় দিয়ে ওঠে৷ দৌড়ানোর সময় তাঁর মাংসপেশীতে টান ধরে। তবে চোট কতটা গভীর তা এখনও জানা যায়নি৷ হিমার চোটের কথা জানিয়ে ইতিমধ্যেই অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে৷ এরপরেই হিমার চোটের খবর ছড়িয়ে পড়ে, যারফলে হইচই পড়ে গিয়েছে দেশের অ্যাথলিট মহলে৷
শনিবার সন্ধ্যায় ১০০ মিটারের ইভেন্টের ফাইনাল হওয়ার কথা৷ হিমা সেই ইভেন্টে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে৷ হিমার চোট গুরুতর হলে টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে 4x100 মিটার মহিলাদের রিলে রেস টিম জোর ধাক্কা খাবে৷ হিমা এই দলের গুরুত্বপূর্ণ সদস্য৷ পাতিয়ালায় চলতি জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপই হিমা ও দ্যুতির জন্য অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার শেষ সুযোগ৷ টিমে রয়েছেন দ্যুতি চাঁদ, ধনলক্ষ্মী এবং অর্চনা সুশীন্দ্রনরাও রয়েছেন৷
রিলে রেস টিমে অংশ না নিতে পারলে হিমার টোকিও যাওয়ার যাওয়ার সব আশা শেষ হয়ে যাবে৷ হিমার পাখির চোখ 4x100 মিটার মহিলাদের রিলে রেস৷ এদিকে হিমার উপর নির্ভর করছে দ্যুতি চাঁদের টোকিও যাওয়া৷ মহিলাদের রিলে রেস টিম টোকিওর টিকিট পাকা করতে না পারলে দ্যুতিরও অলিম্পিক্সে অংশ নেওয়া হবে না৷
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।