বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেশ পিছিয়ে পড়েছে ভারত। দ্বিতীয় দিনের শেষে চাপে রয়েছে রোহিত শর্মার দল। প্রথম দিনের কিছু সময় বাদ দিলে কার্যত ভারতীয় বোলিংকে শাসন করেছে অজি বাহিনী। ভারতীয় বোলারদের ওপর প্রভাব বিস্তার করে শতরান করে যান স্মিথ এবং হেড। ১৭৪ বলে ১৬৩ রান করেন তিনি হেড। আর এতেই আহ্লাদে আধখানা হয়ে গিয়েছে, ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তাদের ভক্তদের দাবি ট্র্যাভিস হেডর যে ব্যাটে সেঞ্চুরি এসেছে সেই ব্যাট পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের দেওয়া। তাই এই শতরানের পিছনে অবদান রয়েছে আজমের। উল্লেখ্য ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময় বাবর একটি ব্যাট উপহার দেন হেডকে। তবে এখনও প্রমাণিত নয় যে বাবরের দেওয়া ব্যাটেই হেড ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলেছেন।
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ওভালে হেড প্রথম তাঁর দেশের বাইরে সেঞ্চুরি করেছেন। ১৬৩ রানের ইনিংসে ট্র্যাভিস ২৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ভারতীয় বোলিংকে বেশ চাপের মুখে ফেলে দেন। তবে দ্বিতীয় দিনের শুরুতে মহম্মদ সিরাজের বলে কেএস ভারতের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ভারতীয় বোলিং দুরন্ত কামব্যাক করে ৪৬৯ রানে অস্ট্রেলিয়ার সব উইকেট ফেলতে সামর্থ্য হয়।
তবে হেডের এই সেঞ্চুরির কৃতিত্ব বাবরকে দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তানের সমর্থকরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করতে থাকেন বাবরের উপহার দেওয়া ব্যাট দিয়ে খেলেই এই সাফ্যল পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার। পাকিস্তানের একজন ভক্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করেন,‘বাবর ২০২১ সালে হেডকে তাঁর ব্যাট উপহার দেন এবং বাকিটা ইতিহাস।'
অন্য একজন আজমের ব্যাট তুলে দেওয়ার একটি ভিডিয়োতে মন্তব্য করেন, 'বাবর আজম একজন সত্যিকারের রত্ন। তাঁর পারফরম্যান্স সকল প্রশংসা ও মনোযোগের দাবি রাখে।' অন্যজন মন্তব্য করেছেন, 'কেবল বাবর আজমই তাদের পারফরম্যান্সের জন্য এটি করতে পারেন।' আরেক ভক্ত লিখেছেন, ‘এ কারণেই বাবর বিশ্ব ক্রিকেটের সেরা ক্রিকেটার।'
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পোস্টগুলি দেখে চুপ থাকেনি ভারতের ভক্তরাও। ক্রিকেটের বাইরেও ভারত এবং পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস রয়েছে। এই ঘটনার পরে ভারতীয় সমর্থকরা পালটা মন্তব্য করতে থাকেন পাকিস্তানকে নিয়ে। এক ভারতীয় সমর্থক লেখেন, ‘হ্যাঁ, পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে। বাবরের অধিনায়কত্ব এবং ব্যাটিং তাদের ফাইনালে নিয়ে গিয়েছে।' অন্য এক ভারতীয় সমর্থক লেখেন, 'পাকিস্তান কখনওই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আসবে না। তারা শুধু ভারতকে ফাইনালে খেলতে দেখবে ও কাঁদবে।' আর একজন সমর্থক হাসির ইমোজি দিয়ে পোস্ট করেন, 'ওভালে বাবরের কত সেঞ্চুরি বা অর্ধশতক আছে।' উল্লেখ্য এখনও পর্যন্ত বাবর ইংল্যান্ডের ওভালে কোন ম্যাচ খেলেননি।