ভারতকে যুব বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক বিরাট কোহলি যে দিন টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন, ঠিক সেদিনই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২২-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। উল্লেখযোগ্য বিষয় হল, একদিন আগেই দক্ষিণ আফ্রিকার সিনিয়র দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে। আরও তাত্পর্যপূর্ণ বিষয় হল, একদা যে যুব বিশ্বকাপের আসর থেকে উত্থান ক্যাপ্টেন কোহলির, সেই যুব বিশ্বকাপের আসরেই ভারতকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন যশ ধুল। সুতরাং, এক নেতার অস্তাচলে যাওয়ার দিনে ভবিষ্যতের নেতার হদিশ পেল ভারতীয় ক্রিকেট।
গায়ানায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারতীয় যুব দল। ক্যাপ্টেন যশ ধুলের লড়াকু ইনিংসে ভর করে ভারত ৪৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৩২ রান তোলে। যশ নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন। তিনি ১০০ বলে ৮২ রান করে দুর্ভাগ্যজনক রান-আউট হন। অধিনায়কোচিত ইনিংসে ১১টি বাউন্ডারি মারেন তিনি।
এছাড়া রশিদ ৩১, নিশান্ত সিন্ধু ২৭, রাজ বাওয়া ১৩ ও কৌশল তাম্বে ৩৫ রান করেন। বড় রান করতে পারেননি অংকৃষ (৫), হরনূর (১), দীনেশ (৯), ভিকিরা (৯)। দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাথিউ বোস্ট ৪০ রানে ৩টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে অবশ্য শুরু থেকেই স্বস্তিতে থাকতে দেয়নি ভারত। নিয়মিত অন্তরে উইকেট তুলে প্রোটিয়াদের উপর চাপ বজায় রাখে তারা। শেষমেশ ৪৫.৪ ওভারে দক্ষিণ আফ্রিকার যুব দল ১৮৭ রানে অল-আউট হয়ে যায়। ডেওয়াল্ড ব্রেভিস দলের হয়ে সব থেকে বেশি ৬৫ রান করেন। ক্যাপ্টেন জর্জ করেন ৩৫ রান।
ভারতের হয়ে ২৮ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট নেন বাঁ-হাতি স্পিনার ভিকি ওস্তওয়াল। ৪৭ রানে ৪টি উইকেট নিয়েছেন রাজ বাওয়া। ১টি উইকেট রাজবর্ধনের। বাংলার রবি উইকেট না পেলেও আঁটোসাটো বোলিং করেন। তিনি ৭ ওভারে ২টি মেডেন-সহ মাত্র ৩০ রান খরচ করেন। ভারত বিশ্বকাপ অভিযানের শুরুতেই ৪৫ রানের দাপুটে জয় তুলে নেয়। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভিকি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।