বিশ্বকাপের মতো টুর্নামেন্টের শুরুটা যে কোনও দলের কাছেই সব সময় গুরুত্বপূর্ণ। তার উপর গ্রুপের সব থেকে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুতেই মাঠে নামতে হলে চাপ থাকা স্বাভাবিক। ভারতীয় যুব দল সেই চাপটা যথাযথ সামলে চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয়। দক্ষিণ আফ্রিকাকে গ্রুপের প্রথম ম্যাচে ৪৫ রানে পরাজিত করে তারা।
যদিও শুরুটা মোটেও মনের মতো হয়নি। টস-ভাগ্য সঙ্গ দেয়নি। ব্যাট করতে নেমে শুরুতেই দুই নির্ভরযোগ্য ওপেনারের উইকেট হারাতে হয়। তা সত্ত্বেও শেষমেশ স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। প্রথম ম্যাচে যে তিনজন তারকার কাঁধে ভর করে ম্যাচ জেতে ভারত, দেখে নেওয়া যাক তাঁদের ব্যক্তিগত পারফর্ম্যান্স।
যশ ধুল: ভারতের ক্যাপ্টেন গত এশিয়া কাপ থেকেই নির্ভরতা দিয়ে আসছেন দলকে। বিশ্বকাপের দু'টি প্রস্তুতি ম্যাচে জোড়া হাফ-সেঞ্চুরি করেন যশ। সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেও। মাত্র ১১ রানে দুই ওপেনার সাজঘরে ফেরার পর ক্রিজে আসেন যশ। শেষমেশ ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলে দুর্ভাগ্যজনক রান-আউট হন তিনি। নাহলে নিশ্চিত শতরান অপেক্ষা করে ছিল তাঁর জন্য। ১০০ বলের অধিনায়কোচিত ইনিংসে যশ ধুল ১১টি বাউন্ডারি মারেন। মূলত ক্যাপ্টেনের ব্যাটে ভর করেই ভারত ২৩২ রানে পৌঁছতে সক্ষম হয়।
ভিকি ওস্তওয়াল: লড়াইয়ের রসদ থাকলেও বিশ্বকাপের মঞ্চে ২৩২ রানের পুঁজি নিরাপদ নয় কখনই। এই অবস্থায় ভারতের বাঁ-হাতি স্পিনার ভিকি ওস্তওয়াল ১০ ওভারে মাত্র ২৮ রানের বিনিময়ে একাই ৫ উইকেট দখল করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনিই।
রাজ বাওয়া: ডানহাতি পেসার রাজ বাওয়া বল হাতে যথাযথ সঙ্গত করেন ভিকিকে। তিনি ৬.৪ ওভার বল করে ৪৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। মূলত ভিকি ও রাজের সাঁড়াশি আক্রমণেই দক্ষিণ আফ্রিকা ১৮৭ রানে অল-আউট হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।