স্লিপ অথবা গালি অঞ্চলে ফিল্ডিং করার সময়ে অতীতেও অনবদ্য সব ক্যাচ ধরেছেন বিরাট কোহলি। তবে বৃহস্পতিবার ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডের যে ক্যাচটি ধরেন কোহলি, তাকে অসাধারণ বলতেই হয়।
আসলে রবীন্দ্র জাদেজার বলে শেফার্ডের ক্যাচটি ধরার ক্ষেত্রে অবিশ্বাস্য ক্ষীপ্রতার পরিচয় দেন কোহলি। রিঅ্যাকশন টাইম এতই কম ছিল যে, কোহলি কীভাবে এত দ্রুত বলের পিছনে হাত নিয়ে নিয়ে গেলেন, তা ভেবেই অবাক ক্রিকেটপ্রেমীরা। সঙ্গত কারণেই কোহলির এক হাতে ধরা এই দুর্দান্ত ক্যাচটি নিয়ে ধন্য ধন্য রব ক্রিকেটমহলে।
ব্রিজটাউনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে তারা। বিশেষ করে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের স্পিন জুটি আক্রমণে আসার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ।
ইনিংসের ১৮তম ওভারে একজোড়া উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। ১৭.২ ওভারে জাদেজার বলে স্লিপে রোভম্যান পাওয়েলের অনবদ্য ক্যাচ ধরেন শুভমন গিল। ১৭.৪ ওভারে জাদেজার বলে গালি অঞ্চলে কোহলির হাতে ধরা দেন শেফার্ড। পাওয়েল বড় শট খেলার চেষ্টা করেননি। তাই তাঁর ব্যাটের কানা ছোঁয়া বল বাড়তি গতি নিয়ে ফিল্ডারের কাছে পৌঁছয়নি। গিল অনায়াসে বল ধরে নেন।
আরও পড়ুন:- IND vs WI 1st ODI: দাপুটে অর্ধশতরান ইশানের, বিরাট জয়ে ওয়ান ডে সিরিজ শুরু ভারতের
কোহলির ক্ষেত্রে বিষয়টি এতটা সহজ ছিল না। কেননা শেফার্ড সজোরে ব্যাট চালান। তাই তাঁর ব্যাটের কানা ছোঁয়া বল কোহলির কাছে পৌঁছয় খুব কম সময়ে। কোহলির ডানদিক দিয়ে বল বেরিয়ে যাচ্ছিল। বিরাট তড়িঘড়ি ডানদিকে শরীর ফেলে এক হাতে ক্যাচ ধরে নেন। ফলে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় শেফার্ডকে।
ম্যাচে রবীন্দ্র জাদেজা ৬ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ওয়েস্ট ইন্ডিজ ২৩ ওভারে মাত্র ১১৪ রানে অল-আউট হয়ে যায়। কুলদীপ যাদব ৩ ওভার বল করে ২টি মেডেন-সহ মাত্র ৬ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট নেন মুকেশ কুমার, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।
পালটা ব্যাট করতে নেমে ভারত ২২.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৬৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কুলদীপ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।