বাংলা নিউজ > ময়দান > IND vs WI 1st ODI: দাপুটে অর্ধশতরান ইশানের, বিরাট জয়ে ওয়ান ডে সিরিজ শুরু ভারতের
ছক্কা হাঁকাচ্ছেন ইশান। ছবি- এএফপি।

IND vs WI 1st ODI: দাপুটে অর্ধশতরান ইশানের, বিরাট জয়ে ওয়ান ডে সিরিজ শুরু ভারতের

India vs West Indies 1st ODI Live Score: ৩ ওভারে মাত্র ৬ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন কুলদীপ যাদব। কোনও রকমে ১০০ টপকে অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পালটা ব্যাট করতে নেমে ১৬৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

টেস্ট সিরিজে প্রত্যাশিত জয়ের পরে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়ার লড়াই ওয়ান ডে সিরিজের। ফর্ম্যাট যত ছোট হয়, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটে-বলে ততই ভয়ঙ্কর হয়ে ওঠে, এটা এতদিনে সবার জানা। তাই ভারতের কাছে চ্যালেঞ্জটা মোটেও সহজ হবে না বলে মনে করা হয়েছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কার্যত আত্মসমর্পণ করে ভারতের কাছে। তাছাড়া বিশ্বকাপের মাস কয়েক আগে তিন ম্যাচের এই সিরিজটা বুঝিয়ে দেবে, ভারতীয় দল কতটা প্রস্তত। বিশ্বকাপের আগে ব্যক্তিগতভাবে নজর কাড়তে চাইবেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। মূল দল মোটামুটি চিহ্নিত। তবে বিশ্বকাপ স্কোয়াডের কয়েকটা জায়গার জন্য নির্বাচকদের সামনে একাধিক বিকল্প রয়েছে। সেই কারণেই নিজেদের ছাপিয়ে যাওয়ার তাগিদ চোখে পড়ে ইশান-কুলদীপদের মধ্যে।

27 Jul 2023, 11:30:17 PM IST

ম্যাচের সেরা কুলদীপ

ম্যাচে ৩ ওভার বল করে ২টি মেডেন-সহ মাত্র ৬ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন কুলদীপ যাদব। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কুলদীপ।

27 Jul 2023, 11:15:10 PM IST

৫ উইকেটে জয় ভারতের

ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২২.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৬৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ লিড নেন রোহিত শর্মারা। রোহিত ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। জাদেজা ১টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৬ রান করে নট-আউট থাকেন।

27 Jul 2023, 11:06:25 PM IST

৮ রান দরকার ভারতের

২০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১০৭ রান। সুতরাং জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ৩০ ওভারে ৮ রান। জাদেজা ১০ রান করেছেন। রোহিত শর্মা ৭ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 11:02:25 PM IST

১০০ ছুঁল ভারত

১৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১০০ রান। জাদেজা ৮ রানে ব্যাট করছেন। রোহিত শর্মা ২ রান করেছেন। জয়ের জন্য ভারতের দরকার ৩১ ওভারে ১৫ রান।

27 Jul 2023, 10:58:50 PM IST

শার্দুল ঠাকুর আউট

১৭.২ ওভারে কারিয়ার বলে আথানাজের হাতে ধরা পড়েন শার্দুল ঠাকুর। ৪ বলে ১ রান করেন তিনি। ভারত ৯৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোহিত শর্মা। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৯৮ রান। জাদেজা ৭ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 10:52:47 PM IST

ইশান কিষান আউট

১৬.২ ওভারে মোতির বলে পাওয়েলের হাতে ধরা পড়েন ইশান কিষান। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ৯৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। ১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৯৬ রান।

27 Jul 2023, 10:47:07 PM IST

হাফ-সেঞ্চুরি ইশান কিষানের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষান। ১৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৯৩ রান। জয়ের জন্য ভারতের দরকার ৩৪ ওভারে ২২ রান। ইশান ৫২ ও জাদেজা ৪ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 10:45:00 PM IST

ইশানের ক্যাচ ছাড়লেন মায়ের্স

১৪.২ ওভারে মোতির বলে চার মারেন ইশান। ১৪.৪ ওভারে ইশানের সহজ ক্যাচ ছাড়েন মায়ের্স। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৬ রান। ৪৮ রানে ব্যাট করছেন ইশান কিষান।

27 Jul 2023, 10:39:54 PM IST

রান-আউট হার্দিক

১৩.১ ওভারে ইশানের কট অ্যান্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন কারিয়া। বল কারিয়ার হাত থেকে ছিটকে গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে গিয়ে লাগে। হার্দিক পান্ডিয়া ক্রিজের ভিতরে ব্যাট নিয়ে গেলেও যথা সময়ে মাটিতে ঠেকাননি। ফলে দুর্ভাগ্যজনকভাবে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় পান্ডিয়াকে। ৭ বলে ৫ রান করেন হার্দিক। ভারত ৭০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জাদেজা। ইশান ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮০ রান। ইশান ৪৩ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 10:32:51 PM IST

জীবনদান পেলেন হার্দিক

১২তম ওভারে ইয়ানিক কারিয়ার বলে ২টি চার মারেন ইশান কিষান। ১১.৫ ওভারে কারিয়ার বলে স্লিপে হার্দিক পান্ডিয়ার ক্যাচ ছাড়েন কিং। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৬ রান। ইশান ৩২ রানে ব্যাট করছেন। ৩ রান করেছেন হার্দিক।

27 Jul 2023, 10:26:32 PM IST

সূর্যকুমার যাদব আউট

১০.৫ ওভারে গুড়াকেশ মোতির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ১৯ রান করেন সূর্য। ভারত ৫৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া।

27 Jul 2023, 10:22:00 PM IST

৫০ ছুঁল ভারত

দশম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৫০ রান। ইশান কিষান ২৩ ও সূর্যকুমার যাদব ১৫ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 10:18:03 PM IST

মায়ের্সকে বাউন্ডারি ইশানের

নবম ওভারে কাইল মায়ের্সের বলে ১টি চার মারেন ইশান কিষান। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৮ রান। ইশান ২২ ও সূর্যকুমার ১৪ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 10:12:44 PM IST

সিলসকে ছক্কা হাঁকালেন সূর্য

৭.২ ওভারে জয়ডেন সিলসের বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। ৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৪২ রান। সূর্যকুমার ১৪ ও ইশান কিষান ১৭ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 10:10:30 PM IST

ড্রেকসকে জোড়া বাউন্ডারি ইশানের

সপ্তম ওভারে ডমিনিক ড্রেকসের বলে জোড়া বাউন্ডারি মারেন ইশান কিষান। ৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৬ রান। ১৭ রানে ব্যাট করছেন ইশান। ৮ রানে অপরাজিত রয়েছেন সূর্যকুমার।

27 Jul 2023, 10:05:12 PM IST

সিলসকে বাউন্ডারি সূর্যর

ষষ্ঠ ওভারে জয়ডেন সিলসের শেষ বলে চার মারেন সূর্যকুমার যাদব। ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৮ রান। সূর্য ৮ ও ইশান ৯ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 10:00:18 PM IST

ড্রেকসকে বাউন্ডারি সূর্যর

৪.৬ ওভারে ডমিনিক ড্রেকসের বলে চার মেরে খাতা খোলেন সূর্যকুমার যাদব। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৩ রান। ইশান ৮ ও সূর্যকুমার ৪ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 09:55:17 PM IST

শুভমন গিল আউট

৩.৬ ওভারে জয়ডেন সিলসের বলে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন শুভমন গিল। ১টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ৭ রান করেন গিল। ভারত ১৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

27 Jul 2023, 09:44:41 PM IST

সিলসকে বাউন্ডারি গিলের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন জয়ডেন সিলস। তৃতীয় বলে চার মারেন শুভমন গিল। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩ রান। গিল ৭ ও ইশান ৪ রানে ব্যাট করছেন। ২ রান এসেছে লেগ-বাই হিসেবে।

27 Jul 2023, 09:36:39 PM IST

ওপেনে ইশান-গিল

রোহিত শর্মা নন, শুভমন গিলের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ইশান কিষান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন ডমিনিক ড্রেকস। চতুর্থ বলে চার মারেন ইশান। প্রথম ওভারে ৬ রান ওঠে।

27 Jul 2023, 09:07:37 PM IST

সিলসকে ফেরালেন কুলদীপ, অল-আউট ওয়েস্ট ইন্ডিজ

২২.৬ ওভারে কুলদীপ যাদবের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন জয়ডেন সিলস। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১১৪ রানে অল-আউট হয়ে যায়। কুলদীপ ৩ ওভারে ২টি মেডেন-সহ ৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। জাদেজা ৬ ওভারে ৩৭ রান খরচ করে ৩টি উইকেট পকেটে পোরেন। জয়ের জন্য ভারতের দরকার ১১৫ রান।

27 Jul 2023, 09:03:12 PM IST

শাই হোপকে ফেরালেন কুলদীপ

২২.৩ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শাই হোপ। রিভিউ নিয়েই বাঁচতে পারেননি তিনি। ৪৫ বলে ৪৩ রান করেন হোপ। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ওয়েস্ট ইন্ডিজ ১১৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জয়ডেন সিলস। 

27 Jul 2023, 08:53:57 PM IST

কুলদীপের শিকার কারিয়া

২০.৪ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন ইয়ানিক কারিয়া। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ৯ বলে ৩ রান করেন কারিয়া। ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গুড়াকেশ মোতি। কুলদীপ ২ ওভার বল করে ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

27 Jul 2023, 08:47:07 PM IST

ড্রেকসকে ফেরালেন কুলদীপ

বল হাতে নিয়েই ডমিনিক ড্রেকসকে ফেরালেন কুলদীপ যাদব। ১৯তম ওভারে প্রথমবার বল করতে আসেন কুলদীপ। ১৮.৩ ওভারে তিনি এলবিডব্লিউর ফাঁদে জড়ান ড্রেকসকে। ৫ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ড্রেকস। ওয়েস্ট ইন্ডিজ ৯৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইয়ানিক কারিয়া। ১৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ১০৩ রান। ৩৪ রানে ব্যাট করছেন শাই হোপ।

27 Jul 2023, 08:36:46 PM IST

শেফার্ডকে ফেরালেন জাদেজা

একই ওভারে একজোড়া উইকেট তুলে নিলেন জাদেজা। ১৭.৪ ওভারে জাদেজার বলে গালিতে কোহলির হাতে ধরা পড়েন রোমারিও শেফার্ড। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ৯৬ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন ডমিনিক ড্রেকস। ১৮ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৬ উইকেটে ৯৭ রান। জাদেজা ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন।

27 Jul 2023, 08:34:24 PM IST

পাওয়েলকে ফেরালেন জাদেজা

১৭.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে স্লিপে শুভমন গিলের হাতে ধরা পড়েন রোভম্যান পাওয়েল। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৪ রান করেন তিনি। ৯৬ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন রোমারিও শেফার্ড।

27 Jul 2023, 08:26:14 PM IST

হেতমায়েরকে ফেরালেন জাদেজা

১৫.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে স্কুপ শট খেলতে গিয়ে বোল্ড হলেন শিমরন হেতমায়ের। ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৮৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল। ১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৯২ রান।

27 Jul 2023, 08:22:24 PM IST

১৫ ওভারের খেলা শেষ

১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৭ রান। ২৬ বলে ২৬ রান করেছেন শাই হোপ। ১৬ বলে ১১ রান করেছেন হেতমায়ের। শিমরন ১টি ও হোপ ৩টি চার মেরেছেন।

27 Jul 2023, 08:10:52 PM IST

উমরানের ওভারে জোড়া বাউন্ডারি 

১৩তম ওভারে প্রথমবার বল করতে আসেন উমরান মালিক। তাঁর ওভারে ১০ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৭৩ রান। হোপ ২০ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 08:05:29 PM IST

স্পিন আক্রমণ শুরু ভারতের

১২তম ওভারে ভারত স্পিন আক্রমণ শুরু করে। জাদেজার প্রথম ওভারে ৯ রান ওঠে। ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৬৩ রান। শাই হোপ ১১ ও হেতমায়ের ৩ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 07:56:06 PM IST

৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৫২ রান। ৭ রানে ব্যাট করছেন শাই হোপ। এখনও খাতা খুলতে পারেননি হেতমায়ের। মুকেশ ৫ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

27 Jul 2023, 07:47:32 PM IST

শার্দুলের বলে বোল্ড কিং

৮.৩ ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ব্র্যান্ডন কিং। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ১৭ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৪৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের। শার্দুল ২ ওভারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

27 Jul 2023, 07:41:44 PM IST

আথানাজেকে ফেরালেন মুকেশ কুমার

৭.৫ ওভারে মুকেশ কুমারের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন আলিক আথানাজে। ওয়ান ডে ক্রিকেটে এটিই মুকেশ কুমারের প্রথম উইকেট। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২২ রান করে মাঠ ছাড়েন আথানাজে। ওয়েস্ট ইন্ডিজ ৪৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাই হোপ। মুকেশ ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

27 Jul 2023, 07:37:56 PM IST

শার্দুলকে জোড়া বাউন্ডারি আথানাজের

সপ্তম ওভারে শার্দুল ঠাকুরের বলে জোড়া বাউন্ডারি মারেন আলিক আথানাজে। ওভারে ১২ রান ওঠে। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৩৯ রান। আথানাজে ২২ ও কিং ১২ রানে ব্যাট করছেন।

27 Jul 2023, 07:25:56 PM IST

হার্দিককে চার-ছক্কা আথানাজের

পঞ্চম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন আলিক আথানাজে। ওভারে ১০ রান ওঠে। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১৯ রান। হার্দিক ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

27 Jul 2023, 07:15:23 PM IST

মায়ের্সকে ফেরালেন হার্দিক

২.৪ ওভারে হার্দিকের লাফিয়ে ওঠা বলে বড় শট নিতে গিয়ে রোহিত শর্মার হাতে ধরা পড়েন কাইল মায়ের্স। ৯ বলে ২ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিক আথানাজে। হার্দিক ২ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।

27 Jul 2023, 07:11:34 PM IST

মেডেন ওভার মুকেশের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। নিজের প্রথম ওভারে তিনি কোনও রান খরচ করেননি। উল্লেখ্য, মুকেশ টেস্ট কেরিয়ার শুরু করেন মেডেন ওভার দিয়ে। ওয়ান ডে ক্রিকেটেও মেডেন ওভার দিয়ে যাত্রা শুরু করলেন তিনি। 

27 Jul 2023, 07:03:44 PM IST

ম্যাচ শুরু

কাইল মায়ের্সকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ব্র্যান্ডন কিং। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন কিং। প্রথম ওভারে ৪ রান ওঠে।

27 Jul 2023, 06:46:53 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

শাই হোপ (ক্যাপ্টেন ও উইকেটকিপার), কাইল মায়ের্স, ব্র্যান্ডন কিং, আলিক আথানাজে, শিমরন হেতমায়ের, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ইয়ানিক কারিয়া, ডমিনিক ড্রেকস, জয়ডেন সিলস ও গুড়াকেশ মোতি।

27 Jul 2023, 06:43:43 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মুকেশ কুমার।

27 Jul 2023, 06:33:45 PM IST

টস জিতল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবিয়ানদের। সুতরাং, ব্রিজটাউনে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

27 Jul 2023, 06:25:45 PM IST

ওয়ান ডে অভিষেক মুকেশ কুমারের

ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া ক্যাপ হাতে পান মুকেশ কুমার। সেই ম্যাচে টেস্ট অভিষেক হয় বাংলার তারকা পেসারের। এবার ব্রিজটাউনে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে মুকেশের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে প্রথমবার দেশের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন তিনি। ভারতীয় দল সিরাজকে বিশ্রাম দেওয়ার পরে মুকেশের উপর গুরুদায়িত্ব বর্তাবে সন্দেহ নেই।

27 Jul 2023, 06:14:23 PM IST

টেস্ট সিরিজের ফলাফল

২ ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে ভারত। ডমিনিকার প্রথম টেস্টে তিন দিনেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ত্রিনিদাদের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্ট ড্র হয়।

27 Jul 2023, 06:07:50 PM IST

ভারতের ওয়ান ডে স্কোয়াড

রোহিত শর্মা (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), যুজবেন্দ্র চাহাল, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, কুলদীপ যাদব, মুকেশ কুমার, অক্ষর প্যাটেল, শুভমন গিল, শার্দুল ঠাকুর, উমরান মালিক, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.