বাংলা নিউজ > ময়দান > ১১ কোটির চেয়েও বেশি অর্থ সংগ্রহ করে ফেললেন বিরুষ্কা

১১ কোটির চেয়েও বেশি অর্থ সংগ্রহ করে ফেললেন বিরুষ্কা

বিরাট এবং অনুষ্কা।

বিরুষ্কার ত্রাণ তহবিলে জমা হয়েছে, ১১ কোটি ৩৯ লক্ষ ১১ হাজার ৮২০ টাকা। বিরাট এবং অনুষ্কা নিজেরাও দু'কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছিলেন।

কোভিড-যুদ্ধে দেশের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করতে শুরু করেছিলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অভিনেত্রী এবং প্রোডিউসার অনুষ্কা শর্মা। তাঁরা ১১ কোটি ৩৯ লক্ষেরও অর্থ সংগ্রহ করে ফেলেছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন অনুষ্কা।

অনুষ্কা ইনস্টাগ্রামে এই কথা ঘোষণা করেন। সেখানে তিনি জানান, তাঁদের ত্রাণ তহবিলে জমা হয়েছে, ১১ কোটি ৩৯ লক্ষ ১১ হাজার ৮২০ টাকা। এই পোস্টের সঙ্গে, যাঁরা সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে অনুষ্কা লিখেছেন, ‘সত্যি খুব অবাক হওয়ার পাশাপাশি আমার খুব ভালও লেগেছে, আপনরা যে ভাবে একত্রিত হয়ে এগিয়ে এসেছেন, সেটা দেখে। আমি খুব আনন্দের সঙ্গে এই কথা ঘোষণা করছি, আমাদের প্রাথমিক লক্ষ্যের চেয়ে অনেক বেশি টাকা আমরা জোগাড় করতে পেরেছি। যেটা মানুষের জীবন বাঁচাতে কাজে লাগবে। ভারতের জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা সম্ভব হত না।’

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ভারত একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। চিকিৎসা পরিকাঠামো কার্যত হিমশিম খাচ্ছে। বহু লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। সেই সঙ্গে অক্সিজেনের ঘাটতি তীব্র আকার নিয়েছে। এই অতিমারীর সঙ্গে যুদ্ধ করাটা নিঃসন্দেহে কঠিন। তবে সকলে যদি একটু সচেতন হন, আর প্রত্যেকেই যদি এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তা হলে হয়তো ভারত এই যুদ্ধে ঠিক জয় লাভ করবে। যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছেন বিরুষ্কা। তাঁরা নিজেরাও ইতিমধ্যে দু'কোটি টাকা অনুদান দিয়েছেন।

বন্ধ করুন