Vitality Blast 2022: প্রথম পাঁচে বাকি চারজনের স্কোর ১০-র কম, একাই ১০০ করে রেকর্ড গড়লেন KKR প্রাক্তনী
1 মিনিটে পড়ুন . Updated: 06 Jun 2022, 03:29 PM IST- ৫৬ বলে অপরাজিত শতরানের ইনিংসটি খেলেন নাইট প্রাক্তনী।
আইপিএল শেষের পর ইংল্যান্ডে ধুমধাম করে শুরু হয়ে গিয়েছে আরেক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আইপিএলে খেলা অনেক তারকাই সেখানে অংশগ্রহণ করছেন। সাসেক্সের হয়ে খেলছেন প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স তারকা (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) টিম সেফার্তও। সেখানেই এক অনন্য নজির গড়ে ফেললেন তিনি।
হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ৫৬ বলে নয় চার ও পাঁচটি ছক্কার সুবাদে এক অনবদ্য অপরাজিত শতরান করেন সেফার্ত। তবে দলকে ম্যাচ জেতাতে পারেননি তিনি। ম্যাচে হ্যাম্পশায়ার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৯৯ রান করেন। অধিনায়ক জেমস ভিন্স ৬৫ ও বেন ম্যাকডারমট ৬০ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে সাসেক্সের ব্যাটিং ভরাডুবি। সেফার্ত একদিকে দুর্ধর্ষ ইনিংস খেললেও, তাঁকে কেউ যোগ্য সঙ্গই দিতে পারেননি।
আরও পড়ুন:- স্যাম বিলিংস ব্যর্থ, ভাইটালিটি ব্লাস্টে ঝোড়ো শতরান KKR-এর হয়ে IPL খেলে যাওয়া অন্য এক তারকার
আরও পড়ুন:- আইপিএলে পথ দেখিয়েছেন অশ্বিন, ভাইটালিটি ব্লাস্টে একই ম্যাচে স্বেচ্ছায় আউট হলেন ব্রাথওয়েট-সমিত
সেফার্তের ওপেনিং পার্টনার, অভিজ্ঞ লুক রাইট পাঁচ রান করেন। দলের অধিনায়ক রবি বোপারার সংগ্রহও পাঁচ। এমনকী প্রথম পাঁচ সাসেক্স ব্যাটারের মধ্যে সেফার্ত ছাড়া কেউই ১০ রানের গণ্ডিও টপকাননি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি। প্রথম পাঁচে নামা নামা বাকি চার ব্যাটার ১০-র গণ্ডি না টপকানোর পর, সেফার্তই প্রথম ব্যাটার যিনি শতরান করলেন। শেষমেশ সেফার্ত অপরাজিত থাকলেও ১৭৭-৬ স্কোরেই থেমে যায় সাসেক্সের ইনিংস। পরপর তিন ম্যাচ জয়ের পর ২২ রানে এই ম্যাচ হারে সাসেক্স।