বাংলা নিউজ > ময়দান > Bengal Cricket: 'ঠান্ডা ঘরে বসে ক্রিকেট খেলা হয় না', বাংলার ক্রিকেটারদের রোদে শানিয়ে শক্ত করতে চান লক্ষ্মী

Bengal Cricket: 'ঠান্ডা ঘরে বসে ক্রিকেট খেলা হয় না', বাংলার ক্রিকেটারদের রোদে শানিয়ে শক্ত করতে চান লক্ষ্মী

সাংবাদিক সম্মেলনে রামন ও লক্ষ্মী। ছবি- সিএবি।

T20-র উদ্ভাবনী যুগেও ক্রিকেটের বেসিকে নজর বাংলার হেড কোচের। লক্ষ্য যে রঞ্জি ট্রফি জয়, বোঝা গেল স্পষ্ট।

টি-২০'র উদ্ভাবনী যুগেও লক্ষ্মী-রামন জুটির নজর ক্রিকেটের প্রাথমিক ব্যকরণে। রঞ্জি ট্রফি জয়ই যে প্রধান লক্ষ্য, মরশুম শুরুর বহু আগেই পাশাপাশি বসে জানিয়ে দিলেন বাংলার হেড কোচ ও ব্যাটিং কোচ।

নতুন মরশুমের জন্য বাংলার হেড কোচের দায়িত্ব নিয়েছেন লক্ষ্মীরকন শুক্লা। ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে বাংলায় ফিরেছেন রামন, যিনি একদা লক্ষ্মীর গুরু ছিলেন। রঞ্জিতে বাংলা দলের পারফর্ম্যান্স মোটেও খারাপ নয়। শুধু ফিনিশিং টাচের অভাবটাই যা স্পষ্ট হয়ে উঠতে দেখা গিয়েছে গত কয়েক মরশুমে। সেমিফাইনালে গিয়ে আটকে যাওয়ার ছবিটা বদলাতে চান বাংলার নতুন কোচিং স্টাফরা। তাই গোড়ায় গলদ মেটাতে বদ্ধপরিকর লক্ষ্মীরা।

মঙ্গলবার সিএবিতে সাংবাদিক সম্মেলন করে নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করে দেন রামন ও লক্ষ্মী। দু'জনেই জানালেন, পিছনে নয়, বরং সামনের দিকে চোখ রেখেই বাংলা দলকে এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা।

গত মরশুমে বাংলার বোলাররা নিজেদের ছাপিয়ে গিয়েছেন। সমস্যা ছিল ব্যাটিংয়ে। সেবিষয়ে লক্ষ্মী বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই। কোনওভাবেই বেসিক ভোলা যাবে না। হতে পারে তুমি ১০০টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ফেলেছ। তাই বলে তুমি প্রাথমিক দিকগুলি উপেক্ষা করতে পার না। সেটা সর্বদা খেয়াল রাখতে হবে। হতে পারে ভালো খেলছ এবং ২০০ রান করে ফেলেছ। তা সত্ত্বেও তোমাকে সেই প্রাথমিক ব্যকরণ মেনেই খেলতে হবে।’

আরও পড়ুন:- IND vs ZIM: ব্যাটে-বলে বাংলাকে নির্ভরতা দেন, IPL-এ ভরসা জোগান RCB-কে, এবার জাতীয় দলেও নির্ভরযোগ্য হতে চান শাহবাজ

লক্ষ্মী ক্রিকেটারদের বর্তমানে চোখ রাখার পরামর্শ দিয়েছেন শুরুর দিন থেকেই। তাঁর মতে, দ্বিতীয় ইনিংসে কী হবে সেটা তখন ভাবা যাবে। প্রথম ইনিংস চলছে যখন প্রথম ইনিংসে মন দিতে হবে। পরের কথা পরে ভাবা যাবে। এভাবেই ধাপে ধাপে এগতে হবে বাংলাকে।

আরও পড়ুন:- Afghanistan Asia Cup Squad: এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল আফগানিস্তান, টক্কর দিতে পারবে ভারত-পাকিস্তানকে?

লক্ষ্মীর কোচিংয়ে বাংলা দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। ফিজিক্যাল ট্রেনিংয়ে জোর দিয়েছেন বাংলার নতুন কোচ। জিমের বদলে কেন মাঠে শারীরিক কসরৎতে নজর দিয়েছেন এলআর, এবিষয়ে তিনি বলেন, ‘ক্রিকেটটা এসির ঠান্ডা ঘরে বসে খেলা হয় না। খেলতে হয় রোদে। তাই রোদে পুড়িয়েই শরীর শক্ত করতে হবে। ক্রিকেটাররা নিজেরাও এটাই চাইছে। কারও উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না। আসলে অতীতে রামন, সচিন, সৌরভরা যখন খেলতেন, এসি লাগানো জিমে সময় কাটানোর চল ছিল না। দারা সিংও আখড়ায় গিয়ে শরীর শক্ত করেছেন, জিমে নয়।’

বন্ধ করুন