শুভব্রত মুখার্জি: নিরাপত্তারক্ষীদের দৌরাত্ম্যে প্রথমে কার্যত চলতি অস্ট্রেলিয়ান ওপেনে দর্শকাসনে নিষিদ্ধ হয়ে গিয়েছিল চিনের টেনিস তারকা 'পেং শুয়াই কোথায়' বার্তাবহ টি - শার্ট। এই ধরনের বার্তাবহ এক টি-শার্ট পরিধানকারীকে চলতি অজি ওপেনের নিরাপত্তা রক্ষীদের তা খুলে ফেলতে বলতে দেখা যায় এক ভিডিয়োতে । যা ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঝড় ওঠার পরে অস্ট্রেলিয়ান ওপেনের টুর্নামেন্ট ডাইরেক্টর ক্রেগ টিলে এক বিবৃতিতে জানিয়ে দেন স্টেডিয়ামে এই ধরনের বার্তাবহ টি-শার্ট পরে ঢোকাতে কোন নিষেধাজ্ঞা নেই। তবে তা পরে অপর দর্শককে কোনও ভাবে বিরক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে।
প্রসঙ্গত কয়েক মাস আগেই চিনের এক প্রভাবশালী রাজনীতিবিদের হাতে কীভাবে দিনের পর দিন যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তা নিয়ে মুখ খোলার পরেই আশ্চর্যজনকভাবে দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে হঠাৎ করেই চলে গিয়েছিলেন চিনের টেনিস খেলোয়াড় পেং শুয়াই। তাকে নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্দোলন দানা বাধে। চিনের মাটিতে টেনিস টুর্নামেন্ট বয়কট পর্যন্ত করা হয়। তারপরেই পেং শুয়াইয়ের ভিডিয়ো, বক্তব্য ইত্যাদি চিনের তরফে জনসমক্ষে এনে নিজেদের মুখরক্ষা করার চেষ্টা করা হয়। পেঙ্গ সুয়াইকে নিয়ে উদ্বেগ এক্ষুণি কমছে না কারণ সেই প্রকাশিত ভিডিয়ো বা বিবৃতির সত্যতা নিয়ে সকলেই সন্দিহান।
এমন আবহে দাঁড়িয়ে পেং শুয়াইকে নিয়ে বার্তাবহ টি-শার্ট পরিধানকারীদের সাথে অজি ওপেনের নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহার নিয়ে সরব হন কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা। চিনের পুঁজির কাছে নিজেদের মেরুদন্ড বিক্রি করে দিয়েছে অজি ওপেনের কর্তা ব্যক্তিরা, এমনটাই বিবৃতি দেন তিনি। আর এইসবের পরে কার্যত নড়েচড়ে বসেন অজি ওপেনের কর্তারা। টুর্নামেন্টের ডাইরেক্টর ক্রেগ টিলের তরফে জানানো হয়, ‘খুব দুর্ভাগ্যজনক ঘটনা। খুব বড় ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টিতে এক লাইনে প্রতিক্রিয়া সম্ভব নয়। কোন একজন কোন একটি বার্তা দিয়ে টি-শার্ট পরলে তা কখনোই নিরাপত্তাতে ব্যাঘাত ঘটায় না। তবে তারা যখন একটি গ্রুপ হিসেবে যে কোনধরনের ব্যাঘাত ঘটনার চেষ্টা করে সমস্যা সেখানেই হয়। ওরা যদি ‘পেং শুয়াই কোথায়'বার্তাবহ টি-শার্ট পরে খেলা দেখে তাতে আমাদের কোন আপত্তি নেই। তবে যারা টিকিট কেটে ম্যাচটা উপভোগ করতে এসেছে তাদের কোন সমস্যা হলে বিষয়টিতে হস্তক্ষেপ করতেই হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।