বাংলা নিউজ > ময়দান > ক্রিকেটের কোন বিশেষজ্ঞ সারাবেন বিরাটের অসুখ? সচিনকে ফোন করুক কোহলি, পরামর্শ গাভাসকরের

ক্রিকেটের কোন বিশেষজ্ঞ সারাবেন বিরাটের অসুখ? সচিনকে ফোন করুক কোহলি, পরামর্শ গাভাসকরের

সচিনকে ফোন করুক কোহলি, পরামর্শ গাভাসকরের

কোহলি অফ স্টাম্পের বাইরের বলের সমস্যা কাটানোর জন্য সচিনের দ্বারস্থ হোক। এমনটাই পরামর্শ দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর।

বারবার অফ স্টাম্পের বাইরের বল খেলে আউট হচ্ছেন কোহলি। বিরাটের এই দুর্বলতা ক্রমশই প্রকট হয়ে উঠছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বক্সিং-ডে টেস্টের দুই ইনিংসে জঘন্য ভাবে আউট হয়েছেন। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। ২০২১ সালের একাধিক বিদেশ সফরে এই একই ছবি দেখা গিয়েছে। কিছুতেই খারাপ সময় কাটছে না বিরাটের। এমন সময় ভারতের টেস্ট দলের অধিনায়কের পাশে দাঁড়ালেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। 

২০০৩-০৪ মরশুমের ডিসেম্বরে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। ব্রিসবেন টেস্টে সচিন তেন্ডুলকর করেছিলেন শূন্য। অ্যাডিলেডে করেন ১ ও ৩৭। মেলবোর্নে তাঁর ব্যাট থেকে এসেছিল ০ ও ৪৪। সেই সচিনই সিডনিতে করেন ২৪১ ও ৬০ রান। কোহলি অফ স্টাম্পের বাইরের বলের সমস্যা কাটানোর জন্য সচিনের দ্বারস্থ হোক। এমনটাই পরামর্শ দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি বিরাটের উদ্দেশ্যে বলেন, ‘কোহলি নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফোন করুক সচিন তেন্ডুলকরকে। আর কথার ফাঁকেই ও জেনে নিক যে, সচিন ২০০৩-০৪ মরশুমে কী ভাবে সফল হয়েছিল। সচিন কভারে খেলতে গিয়েই ক্যাচ তুলে দিচ্ছিলেন। তারপর ও ওই সফর শেষ করল সিডনিতে ২৪১ ও ৬০ রানের ইনিংস খেলে। কারণ সচিন ঠিক করে নিয়েছিল ও শুধু মিড-অফ কিংবা স্ট্রেইট ও অন-সাইডে খেলবে। কোহলি চেষ্টা করুক সচিনের মাথাটা কাজে লাগাতে। আশা করি এতে ওর ভালোই হবে।’

বিরাট কোহলি যে মারাত্মক চাপে রয়েছেন সেটা চলতি বক্সিং ডে টেস্টের দুই ইনিংসে তাঁর আউট হওয়ার ধরন দেখলেই বোঝা যাচ্ছে। প্রথম ইনিংসে লুঙ্গি এনগিদির বাইরে যাওয়া বলে অহেতুক খোঁচা দিয়ে ৩৫ রানে আউট হয়েছিলেন, এরপর দ্বিতীয় ইনিংসেও সেই একই ভুল করেন। ২১ বছরের বাঁহাতি পেসার মারকো জেনসন তাঁর উইকেট তুলে নেন। ভারতের প্রাক্তন ব্যাটার সুনীল গাভাসকর মনে করেন কোহলি ভুল খেলছেন না। আসলে বিরাটের ভাগ্য সঙ্গ দিচ্ছে না। গাভাসকর বলেন, ‘কোহলির ব্যাটিংয়ে কোনও ভুল নেই। ও একই ভুল বারবার করছে। কেউ তর্ক করতেই পারে যে ও ওই সব ডেলিভারি খেলা থেকে বিরত থাকতে পারে। সব ব্যাটারই ভুল করে। সকলেই আরও একটা সুযোগ পায়। কিন্তু কোহলির সেই ভাগ্যটা নেই। আশা করি নতুন বছরে ওর ভাগ্য ওকে সঙ্গে দেবে। তাহলে সেঞ্চুরি এমনিই আসবে।’

বন্ধ করুন