দীনেশ কার্তিকের হঠাৎ ঋষভ পন্তের কথা মনে পড়ে গেল। কেন এমনটা হল। ঘটনাটি ঘটেছিল শুক্রবার সকালে অর্থাৎ ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুতেই। আসলে বর্ডার গাভাসকর ট্রফির সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনটা সকলের কাছেই বেশ উত্তেজনার ছিল। এই দিনে অস্ট্রেলিয়ার ম্যাচ জিততে দরকার ছিল মাত্র ৭৬ রান। এমন অবস্থায় সকলেই ভাবছিলেন যদি স্কোর বোর্ডে আরও কিছু রান থাকত তাহলে হয়তো এই ম্যাচে কঠিন লড়াই দিতে পারত রোহিত শর্মার টিম ইন্ডিয়া। কিন্তু কোথায় কি! ইন্দোরের পিচে ভারতের এত কম রানের জবাব দিতে ভুল করেনি স্মিথের দল, অতি সহজেই রান তুলে নেয় ল্যাবুশানরা। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে লাঞ্চের আগেই ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া। ম্যাচ জিতে সিরিজ ২-১ করে টিম অস্ট্রেলিয়া।
আরও পড়ুন… দেশের প্রতিভা খুঁজে বের করতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ ব্যবহার করছে RCB
ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির এই টেস্ট ম্যাচের প্রথম দুই দিনে ৩০টি উইকেট পড়েছিল। যেখানে মোট ৪৬৯ রান করা হয়েছিল। প্রথম দুই টেস্ট ম্যাচের মতো এই টেস্ট ম্যাচটিও তৃতীয় দিনেই শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়াকে ৭৬ রানের টার্গেট দিয়েছিল ভারত। যা ১৮.৫ ওভারেই তুলে নেয় তারা। ইন্দোর টেস্টের নির্ণায়ক দিনে দীনেশ কার্তিক খুব ভোরে ঋষভ পন্তকে স্মরণ করেছিলেন। আসলে, ২০২২ সালের শেষের দিকে ঋষভ পন্তের একটি দুর্ঘটনা ঘটেছিল, যে কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট মাঠ থেকে দূরে চলে যায়। অতীতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সময়ে টিম ইন্ডিয়ার জন্য ম্যাচ বিজয়ী হিসেবে প্রমাণ হয়েছেন পন্ত। এমন পরিস্থিতিতে শুধু ডিকে নয়, সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্তরা ঋষভ পন্তকে মিস করছেন।
দীনেশ কার্তিক এদিন সকালে নিজের টুইটারে লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠলাম। সবঠিকই ছিল। ঋষভ পন্ত। এই টুইটটা এইটুকুই।’ এর থেকেই বোঝা যাচ্ছিল পন্তকে কতটা মিস করছিলেন কার্তিক। তবে শুধু কার্তিক নয়, গোটা ভারতীয় ক্রিকেট মহল পন্তকে এই টেস্টে মিস করেছে। তাই তো মুহূর্তে ভাইরাল হয়ে যায় কার্তিকের এই টুইট।
টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে গুটিয়ে গিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসেও ১৬৩ রানের বেশি করতে পারেনি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৭ রান করেছিল এবং এইভাবে ভারতের বিরুদ্ধে ৮৮ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়েছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ৭৫ রান। যা তারা ১৮.৫ ওভারেই তুলে নেয়। চার টেস্টের সিরিজের তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়াকে নয় উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ফিরেছেন তিনি। প্রথম দুই টেস্ট জিতে ভারত এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৭৬ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় দিনে (শুক্রবার) ৭৮ রান করে ম্যাচটি নিজের নামে করে নেন তিনি। এখন আহমেদাবাদে ৯ মার্চ থেকে শুরু হবে দুই দেশের মধ্যে চতুর্থ টেস্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।