২০২৩ সালের উইম্বলডন পুরুষদের ফাইনাল পঞ্চম সেটে গড়ানোয় নোভক জোকোভিচের মুখে হতাশা ছিল স্পষ্ট। সাত বারের উইম্বলডন বিজয়ী প্রথম টেসের পর দুই সেট হারে। তবে চতুর্থ সেটে তিনি জয় ছিনিয়ে নেয়। তবে পঞ্চম সেটে জোকার যেন একেবারে খেই হারিয়ে ফেলে। পঞ্চম সেটের তৃতীয় গেমে সার্বিস ব্রেক হওয়ার পরেই তিনি বুঝে গিয়েছিলেন এই ম্যাচে ফেরা আর সহজ নয়। হতাশায় তিনি নিজের র্যাকেট আছাড় মেরে ভেঙে ফেলেন।
রজার ফেডেরারকে ছোঁয়া হল না। জেতা হল না অট নম্বর উইম্বলডন। রবিবার কার্লোস আলকারাজের কাছে হেরে স্বপ্ন পূরণের এক ধাপ আগেই থামল নোভক জোকোভিচের দৌড়। টানা ২৮ ম্যাচের দৌড় শেষ হল রবিবার।
অল ইংল্যান্ডের সেন্টার কোর্টে ম্যাচের মাঝেই জোকার হতাশায় র্যাকেট ভাঙেন। আগের চার সেটের খেলার ফল ছিল ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬। চতুর্থ সেটের তৃতীয় গেমে জোকোভিচের সার্ভিস ব্রেক করেন আলকারাজ। সেটাই ছিল জোকারের জন্য অশনি সঙ্কেত। আর সেটা বুঝেই তিনি রাগে, হতাশায় চেয়ার আম্পায়ারের সামনে নেট পোস্টের কাছেই তাঁর র্যাকেট সজোরে আছাড় মেরে ভেঙে দেন। এই ঘটনার পর চেয়ার আম্পায়ার জোকারকে সতর্ক করেন। এই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তবে ম্যাচ হেরে স্পোর্টসম্যান সুলভ মানসিকতা থেকে আলকারাজের প্রশংসায় পঞ্চমুখ হন জোকোভিচ। বলেন, ‘এত দিন ধরে ভাবতাম, সুরকির কোর্ট বা কখনও কখনও হার্ড কোর্টে তোমার বিরুদ্ধে খেলতে সমস্যা হবে। এখন তো দেখছি, ঘাসের কোর্টের সঙ্গেও দারুণ ভাবে মানিয়ে নিয়েছো। আমার লড়াই আরও বাড়ল। এর আগে মাত্র এক বার-দু’বার এই কোর্টে তুমি খেলেছো। এই প্রতিযোগিতার আগে ঘাসের কোর্টে দু’-একটা প্রতিযোগিতাতেও জিতেছো। এত তাড়াতাড়ি ঘাসের কোর্টের সঙ্গে মানিয়ে নিতে পারবে ভাবতে পারিনি।’
সঙ্গে তিনি যোগ করেন, ‘এ ধরনের ম্যাচে কখনওই হারতে চাই না। কিন্তু মনটা স্থির হলে বুঝতে পারব আমি কতটা ভাগ্যবান। এর আগের কয়েকটা বছরে অনেক কঠিন ম্যাচ জিতেছি। ২০১৯ সালে ফেডেরারের বিরুদ্ধে ম্যাচের কথাই মনে করুন। দু-দু’বার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে এক ধাপ দূরে ছিল ফেডেরার। সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছি। অনেকগুলো ফাইনালেও হারের মুখ থেকে জিতেছি। তাই এ বার মনে হয় শোধবোধ হয়ে গেল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।