ডোপিং করার জন্য এবার কড়া শাস্তির মুখে পড়ল রাশিয়া। এদিন বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা (ওয়াডা) জানিয়ে দিয়েছে আগামী চার বছর কোনও বড় স্পোর্টিং ইভেন্টে রাশিয়াকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এর মধ্যে অন্যতম হল আগামী বছর টোকিওতে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকস গেমস।
একই সঙ্গে বিভিন্ন অলিম্পিক স্পোর্ট্সে বিশ্বচ্যাম্পিয়নশিপ নিজের দেশে আয়োজন করার অধিকারও হারাল রাশিয়া। মস্কোর একটি ল্যাবের ডেটাবেসের তথ্যে গরমিল করার জন্যেই রুশ প্রশাসনের বিরুদ্ধে এমন কড়া সিদ্ধান্ত নিল ওয়াডা। আগামী চার বছর তাই বড় ইভেন্টে বাজবে না রুশের জাতীয় সঙ্গীত, উড়বে না পতাকা। যেসব রুশ খেলোয়াড়রা কোনও ড্রাগ পরীক্ষায় ধরা পড়েননি, তারাই শুধু অলিম্পিক ফ্ল্যাগের নিচে গেমসগুলিতে অংশগ্রহণ করতে পারবেন।
ফুটবলের মতো ইভেন্টের ক্ষেত্রে কী করা হবে, সেটা নিয়ে এখনও ধোঁয়াসা আছে। রাশিয়ান সরকার তিন সপ্তাহের মধ্যে কোর্ট অফ আরবিট্রেশনে আপিল করতে পারবেন।
ওয়াডার মতে মস্কোর ল্যাবে ডেটা নিয়ে গরমিল করে সম্ভাব্য ডোপিং করা অ্যাথিলিটদের তথ্য লুকিয়েছিলেন রাশিয়ানরা। অনেক দিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ওয়াডা ও আইওসির ওপর চাপ বাড়াচ্ছিলেন বিভিন্ন দেশের কর্তারা। শেষ অবধি ২০১৬ অলিম্পিকস ও ২০১৮র শীতের অলিম্পকসের মতো অল্পের ওপর পার পেল না রাশিয়া। জুটল সাসপেনশন। এবার আপিল করলেও এই সিদ্ধান্ত নাকচ হয়ে যাবে, এমন সম্ভাবনা ক্ষীণ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।